/indian-express-bangla/media/media_files/2025/02/09/Jg0kVEup6xiSOKUZZyUM.jpg)
কীভাবে ধর্ষণ করে নিউটাউনে খুন নাবালিকা?
Newtown Minor Girl Rape And Murder Case : নিউটাউন নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক টোটো চালককে। নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে ওই টোটো চালককে গ্রেফতার করে বিধাননগর গোয়েন্দা এবং নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম সৌমিত্র রায় ওরফে রাজ (২৬)। তিনি নদীয়ার রানাঘাটের বাসিন্দা। বেশ কয়েক বছর ধরেই তিনি নিউটাউন আদর্শ পল্লী এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
পুলিশ সূত্রের খবর, নিউটাউন সিটি স্কোয়ার ব্রিজের নীচের সিসিটিভি ফুটেজে ধরা পরে নাবালিকাকে টোটো করে নিয়ে যাওয়ার ছবি, এরপর শনিবার গভীর রাতে নিউটাউন পুলিশ ক্যাম্প এলাকা থেকে সৌমিত্র রায় নামে ওই টোটো চালককে গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, বৃহস্পতিবার ১১:৪৯ নাগাদ সিসিটিভি ফুটেজে দেখা যায় জগতপুর ৭ নম্বর এলাকা থেকে ওই নাবালিকা টোটোতে ওঠে গৌরাঙ্গ নগর বাড়ি যাবে বলে। এরপর টোটোর পিছনের সিটে বসে ওই নাবালিকা। অন্য যাত্রীরা উঠলে নাবালিকাকে টোটো চালক সামনের সিটে বসিয়ে নেয়। টোটো চালক নিউটাউনে অন্য যাত্রীদের নামিয়ে দেওয়ার পর নিউটাউন এর বিভিন্ন রাস্তায় ঘোরানোর পর লোহা ব্রিজের কাছে ফেনসিং ঘেরা পরিত্যক্ত জঙ্গলে নিয়ে যায় নাবালিকাকে।
এরপরই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত টোটোচালক। প্রমাণ লোপাট করতেই নাবালিকাকে খুন করা হয় বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে আরজি কর কাণ্ডের রেশ এখনো কাটেনি। আজই আরজি কর কাণ্ডের ৬ মাস পূর্ণ হয়েছে। এর মাঝেই নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় ফের প্রশ্নের মুখে শহরের নিরাপত্তা। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে নিউটাউন থানার পুলিশ।