TMC On NITI Aayog report: বড়সড় বিভ্রাট নীতিআয়োগের রিপোর্টে। বিহারকে পশ্চিমবঙ্গ হিসেবে মানচিত্রে দেখানোয় তীব্র সমালোচনায় মুখর হল তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সরাসরি মোদী সরকারকে দায়ী করে বলেন, "এই সরকার পশ্চিমবঙ্গকে মানচিত্রে জায়গা দিতেও পারে না!"
বুধবার তৃণমূল সাংসদ সাকেত গোখলে তাঁর X হ্যান্ডেলে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেটি নীতিআয়োগ প্রকাশিত রিপোর্টের প্রথম পৃষ্ঠা, যেখানে বিহারের স্থানে ভুল করে 'বাংলা' লেখা হয়েছে। গোখলে অভিযোগ করেন, এটি শুধুই গাফিলতি নয়, "বাংলা-বিরোধী মানসিকতার প্রতিফলন।"
তৃণমূল কংগ্রেসের তরফে এই বিষয়ে এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছে, "নীতি আয়োগের কাছে আশা ছিল নীতিগত স্পষ্টতার, কিন্তু তারা তো গোটা বাংলাকেই বিহার বলে চালিয়ে দিল সরকারি নথিতে!একদিকে বন্ধ করে দেওয়া হয় আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাইক, আর অন্যদিকে বাংলার নাম পাল্টে লেখা হয় বিহার।যখন এমন প্রাথমিক তথ্যই ভুল থাকে, তখন ওদের “নীতি-দক্ষতা”র উপর আর কতটা ভরসা রাখা যায়"?
/indian-express-bangla/media/post_attachments/21a6d1f6-5d8.jpg)
কী বলেছেন সাকেত গোখলে?
“ভারত সরকারের নীতিনির্ধারক সংস্থা নীতিআয়োগ তার চার পাতার রিপোর্টে 'মানচিত্রেই' ভুল করে বসেছে। এটাই মোদী সরকারের কাজের মান। পশ্চিমবঙ্গ থেকে বিজেপির ১২ জন সাংসদ, ২ জন মন্ত্রী থাকা সত্ত্বেও তারা এ ধরনের অবমাননাকর ভুল করছে।"
তিনি আরও বলেন,
“বাংলায় NRC চাপিয়ে দেওয়ার জন্যই বাংলা নিয়ে এই অপমানজনক আচরণ। বাংলায় ভোটে হারবে জেনেই এরা NRC চাপানোর চেষ্টা করছে।” আমরা আপনাকে এবং আপনার দলকে আমাদের জনগণকে ক্রমাগত অপমান এবং লক্ষ্যবস্তু করাকে মেনে নেব না। নির্বাচন কমিশন ব্যবহার করে বাংলায় NRC চাপিয়ে দেওয়ার আপনার এজেন্ডা আমরা পরাজিত করব।আপনাকে বাংলার জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।"
এই মানচিত্র বিভ্রাটকে কেন্দ্র করে বিজেপির উপর আক্রমণ শানিয়েছে তৃণমূল। দলীয় নেতারা বলছেন, বারবার বাঙালিদের অবজ্ঞা করা হচ্ছে এবং রাজ্যের গর্বে আঘাত হানা হচ্ছে। গোখলের অভিযোগ—“বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের টার্গেট করা হচ্ছে, হয়রানি চলছে। এবার রাষ্ট্রের মানচিত্রেই বাংলাকে অদৃশ্য করে দেওয়া হল।”