tmc leader harassment: TMC দাপুটে নেত্রীকে যৌন হেনস্থা, ভয়ঙ্কর অভিযোগে গ্রেফতার কে? জানলে চমকে যাবেন!

tmc leader harassment: পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অমিত পাল, ভোলা হাতজি, ভঞ্জন দাস ও জয় পাল। এর মধ্যে চাপড়ার ভিলেজ পুলিশ অমিত পাল সহ দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে । বাকি ২ জনের বিরুদ্ধে জুলুমবাজি ও হুমকি দিয়ে অভিযোগ তোলার অভিযোগ রয়েছে।

tmc leader harassment: পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অমিত পাল, ভোলা হাতজি, ভঞ্জন দাস ও জয় পাল। এর মধ্যে চাপড়ার ভিলেজ পুলিশ অমিত পাল সহ দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে । বাকি ২ জনের বিরুদ্ধে জুলুমবাজি ও হুমকি দিয়ে অভিযোগ তোলার অভিযোগ রয়েছে।

author-image
Mousumi Das Patra
New Update
চাপড়া শ্লীলতাহানি ঘটনা  নদিয়ায় তৃণমূল নেত্রী হেনস্তা  ভিলেজ পুলিশ গ্রেফতার চাপড়া  কসবা কাণ্ড পরবর্তী উত্তাপ  নদিয়া জেলায় রাজনৈতিক উত্তেজনা

প্রতীকী ছবি

tmc leader harassment: কসবা কান্ডে উত্তাল রাজপথ এর মাঝেই তৃণমূলের এক নেত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগে পুলিশ এক ভিলেজ পুলিশ সহ  ২ জনকে গ্রেফতার করল। একইসঙ্গে এই ঘটনায় জুলুমবাজি ও  হুমকি দিয়ে অভিযোগ তোলার অভিযোগে পুলিশ আরও ২ জনকে গ্রেফতার করেছে।  অথাৎ এই ঘটনায় পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। 

Advertisment

জানা গিয়েছে, ঘটনায় ভিলেজ পুলিশকে কর্মচ্যুত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অমিত পাল, ভোলা হাতজি, ভঞ্জন দাস ও জয় পাল। এর মধ্যে চাপড়ার ভিলেজ পুলিশ অমিত পাল সহ দুজনের বিরুদ্ধে শ্লীলতাহানি করার অভিযোগ রয়েছে । বাকি ২ জনের বিরুদ্ধে জুলুমবাজি ও হুমকি দিয়ে অভিযোগ তোলার অভিযোগ রয়েছে। 

ভয়াবহ দুর্ঘটনা! মাঝখান থেকে দু'ভাগ সেতু! নদীতে পড়ল একের পর এক যানবাহন,মৃত্যুতে হাহাকার

Advertisment

স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, ৪ জুলাই রাতে চাপড়ার এক তৃণমূল নেত্রী রানাবনধ এলাকায় বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি খ্রিস্টান পাড়ায় যাচ্ছিলেন।পাড়ার মোড়ে আসতেই ভিলেজ পুলিশ অমিত পাল মদ্যপ অবস্থায়  রাস্তায় দাঁড়িয়ে নেত্রীকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। একইসঙ্গে অমিতের সঙ্গী ভোলার বিরুদ্ধেও একই অভিযোগ। রাতে ওই শাসক দলের নেত্রী কোনওমতে দৌড়ে বাড়িতে ঢুকে যায়। সেখান থেকে তিনি পুলিশকে ফোন করে বিষয়টি জানান। 

উত্তাল রাজপথ, সৃজনের সঙ্গে তুমুল ধস্তাধস্তি পুলিশের, কলকাতায় ধুন্ধুমার

পরের দিন থানায় আসেন ওই তৃণমূল নেত্রী। গোটা ঘটনা থানায় জানানোর পর  রাতে ওই এলাকার ভঞ্জন দাস ও জয় পাল সহ বেশ কয়েকজন  ওই তৃণমূল নেত্রীর বাড়ি গিয়ে হুমকি দেয়। একইসঙ্গে অভিযোগ প্রত্যাহার করা নিয়ে  হুমকি দেয়। তারপর মঙ্গলবার রাতে পুলিশ ভিলেজ পুলিশ অমিত পালকে গ্রেফতার করে। রাতেই একে একে গ্রেফতার হয় ভোলা হাতজি, ভঞ্জন দাস ও জয় পালকেও। বুধবার তাদের কৃষ্ণনগর আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

tmc Sexual harassment