Calcutta High Court:দুর্গাপুজোর অনুদান সবাইকে নয়, স্পষ্ট জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Durga Puja grant: গতবার দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এবার সেটা বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা।

Durga Puja grant: গতবার দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দিয়েছিল রাজ্য সরকার। এবার সেটা বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
calcutta high court on durga puja 2024 wb govt bonous,কলকাতা হাইকোর্ট, পুজো অনুদান

Calcutta High Court: দুর্গাপুজোর অনুদান নিয়ে বড় নির্দেশ হাইকোর্টের।

No grant without utilization certificate: দুর্গাপুজোর অনুদান নিয়ে এবার বড়সড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। গত বছর যে পুজো কমিটিগুলি সরকারি অনুদান খরচের হিসেব দেয়নি তাদের এবার আর পুজোর অনুদান দেওয়া যাবে না। বুধবার স্পষ্ট করে এটা জানিয়ে দিয়েছে উচ্চ আদালত।

Advertisment

গতবার দুর্গাপুজোর সরকারি অনুদান ছিল ৮৫ হাজার টাকা। এবার সেই অনুদানের অঙ্ক বেড়ে হয়েছে ১ লক্ষ ১০ হাজার টাকা। সেই সঙ্গে বিদ্যুতের বিলেও ঢালাও ছাড় দেওয়া হয়েছে। তবে বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে'র ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, গত বছর যেসব ক্লাবগুলি পুজোর অনুদানের কোনও হিসেব দেয়নি তাঁদের অনুদান দেওয়া যাবে না। 

তবে পুজোর অনুদান না দেওয়া ক্লাবগুলোকে এক মাস সময় দেওয়া হয়েছে। এক মাসের মধ্যে গতবারের খরচের হিসেব যারা দিতে পারবে তারাই এবারের অনুদান পাবে। এদিন এমনই জানিয়েছে কলকাতা হাইকোর্ট।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live updates:কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট, জেনেই কী বললেন তৃণমূল সাংসদ?

এর আগে গত সোমবার কলকাতা হাইকোর্টে দুর্গাপুজোর অনুদান নিয়ে মামলার শুনানি হয়েছিল। সেদিনই আদালত স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, যারা সরকারি টাকা খরচের হিসেব দেবে না তাদের অনুদান দেওয়া যাতে না হয় সেই ব্যাপারটা ভেবে দেখতে হবে। এই ব্যাপারে রাজ্য সরকারের কাছে হলফনামা তলব করা হয়েছিল। 

আরও পড়ুন- shoot at sight order: পুজোয় গোলমাল করলেই 'শ্যুট অ্যাট সাইট'! বিরাট নির্দেশে তোলপাড় বিজেপি শাসিত রাজ্যে

আজ হাইকোর্ট স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, যারা গতবারের অনুদানের টাকা খরচের হিসেব দেয়নি তাদের এবারের অনুদান দেওয়া যাবে না। তবে এক্ষেত্রে খরচের হিসেব দেওয়ার জন্য ক্লাবগুলিকে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

Bengali News Today Durga Puja Calcutta High Court