migrant workers:রাজ্যের 'শ্রমশ্রী' প্রকল্পে উৎসাহ নেই! কাজের খোঁজে ফের ভিনরাজ্যে পাড়ি শতাধিক যুবকের

Shramashree-migrant labourers: দিন কয়েক আগেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প শ্রমশ্রী-র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেই প্রকল্পে উৎসাহ নেই অনেকেরই।

Shramashree-migrant labourers: দিন কয়েক আগেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন প্রকল্প শ্রমশ্রী-র ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তবে সেই প্রকল্পে উৎসাহ নেই অনেকেরই।

author-image
Gopal Thakur
New Update
Farakka migrant workers  ,Murshidabad migrant labourers  ,Migrant workers to Delhi and Varanasi  ,Shramashree scheme West Bengal  ,Mamata Banerjee migrant worker project,  West Bengal unemployment crisis,  Delhi-bound migrant labourers  ,Varanasi-bound migrant workers  ,Murshidabad labour migration,  Bengal workers question Shramashree scheme,ফরাক্কা পরিযায়ী শ্রমিক  ,মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিক,  দিল্লি গামী শ্রমিক,  বেনারস গামী শ্রমিক,  শ্রমশ্রী প্রকল্প  ,মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমশ্রী প্রকল্প,  পশ্চিমবঙ্গে বেকারত্ব  ,মুর্শিদাবাদ শ্রমিক ভিনরাজ্যে,  পরিযায়ী শ্রমিকের হিড়িক,  শ্রমশ্রী প্রকল্প নিয়ে প্রশ্ন

migrant labourers: ভিনরাজ্যে পাড়ি পরিযায়ী শ্রমিকদের।

Migrant workers: রাজ্যে কাজের অভাব। ফের ভিনরাজ্যে রওনা হলেন শয়ে-শয়ে পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার রাতে মুর্শিদাবাদের নিউ ফরাক্কা স্টেশন থেকে দিল্লি ও বেনারসের উদ্দেশে ট্রেনে চেপে বসেন শ্রমিকরা। তাঁদের অনেকেই এসেছিলেন মুর্শিদাবাদ ও মালদার বিভিন্ন প্রান্ত থেকে।

Advertisment

মাত্র তিনদিন আগেই, সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন প্রকল্প ‘শ্রমশ্রী’ চালুর ঘোষণা করেছিলেন। প্রকল্প অনুযায়ী মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়ার কথা ঘোষণা হলেও, সেই প্রকল্প পরিযায়ী শ্রমিকদের মন টানতে পারেনি।

শ্রমিকদের দাবি, “ভিনরাজ্যে গেলে আমরা প্রতিদিন অন্তত ৫০০ টাকা মজুরি পাই। মাসে ১৫ হাজার টাকা রোজগার হয়। তাহলে সংসার চলে। কিন্তু রাজ্য সরকারের দেওয়া ৫ হাজার টাকায় কী করে সংসার চলবে?”

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates:আজ কলকাতায় প্রধানমন্ত্রী, নয়া মেট্রোপথের উদ্বোধন, শুভেন্দুদের 'চাঙ্গা' করতে দমদমে সভা

শ্রমিকদের আরও আক্ষেপ, “যদি পশ্চিমবঙ্গে কাজের সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা কেউই পরিবার ছেড়ে বাইরে কাজ করতে যেতাম না। তবে পেটের টানে আমাদের বাধ্য হয়েই ভিন রাজ্যে রোজগারের খোঁজে যেতে হচ্ছে।”

আরও পড়ুন-Kolkata weather forecast:কলকাতায় সকাল থেকেই মেঘলা আকাশ, আজও তুমুল বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি

Migrants Labours Bengali News Today migrant worker