Advertisment

Kolkata Metro: পরপর দুই রবিবার এই রুটে চলবে না মেট্রো, কারণ জানাল কর্তৃপক্ষ

Metro Railway, Kolkata: যাত্রী স্বার্থে পরিষেবা আরও বেশ মসৃণ করার লক্ষ্যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যায় কলকাতা মেট্রোরেলওয়ে কর্তৃপক্ষ। তবে এবার এই রুটে পরপর দুটি রবিবার মেট্রো বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro, Metrorail, Metro Railway Kolkata, KMRCL, Metro,কলকাতা মেট্রো, মেট্রোরেল, মেট্রো

Kolkata Metro: প্রতীকী ছবি।

No metro services on green line 2 on 12 & 19 january: মেট্রো যাত্রীদের জন্য বড় খবর! পরপর দুটো রবিবার কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলওয়ে কর্তৃপক্ষের তরফে রীতিমতো বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে আগামী ১২ এবং ১৯ জানুয়ারি মেট্রো চলবে না এই রুটে।

Advertisment

মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইনের ইন্টারলকিং টেস্ট ফর কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল (CBTC) সিস্টেমের কাজের জন্য আগামী ১২.০১.২০২৫ এবং ১৯.০১.২০২৫ (উভয় রবিবার) এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত গ্রিন লাইন-২-এ কোনও মেট্রো পরিষেবা মিলবে না। 

তবে রবিবার, গ্রিন লাইন-১-এ মেট্রো পরিষেবা থাকে না। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পুরো অংশে সিস্টেমের সফটওয়্যার এবং হার্ডওয়্যার উভয়কেই ইন্টারফেস এবং সংহত করার জন্য এই বিস্তৃত ইন্টারলকিং পরীক্ষাটি অপরিহার্য্য বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন- West Bengal News Live: আরও কোণঠাসা আরাবুল, সাসপেন্ডেড 'তাজা নেতা'র নামে খুনের চেষ্টার মামলা

Advertisment

অন্যদিকে কলকাতা মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশের পশ্চিমমুখী টানেলের কাজ শুরু হয়েছিল গত নভেম্বর মাসে। মেট্রোরেলের এই অংশে লাইন পাতা এবং সিগনালিংয়ের প্রক্রিয়া প্রায় শেষ হয়ে গিয়েছে। এবার সেখানে সার্ভের কাজ শুরু হয়েছে। পাতালপথের এই অংশ দিয়ে মেট্রো চলাচল করলে ভূগর্ভের মাটির আচরণ কেমন হবে তা জানার পরীক্ষা চলছে।

আরও পড়ুন- Midnapore Medical College: মেদিনীপুর মেডিক্যালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? ব্যাচের সব ওষুধ বাজেয়াপ্তের দাবি চিকিৎসক সংগঠনের

Metro east-west metro kolkata metro Bangla News news of west bengal news in west bengal Bengali News Today
Advertisment