Advertisment

West Bengal News Updates : শিয়ালদা স্টেশনের কাছেই বিরাট অগ্নিকাণ্ড, চূড়ান্ত আতঙ্ক অফিস ফেরত যাত্রীদের

West Bengal News Updates Today 11 Jan, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
sealdah fire

শিয়ালদা স্টেশনের কাছেই বিরাট অগ্নিকাণ্ড Photograph: (ফাইল)

Latest West Bengal News Updates: শিয়ালদা স্টেশনের কাছেই বিরাট অগ্নিকাণ্ড, চূড়ান্ত আতঙ্ক অফিস ফেরত যাত্রীদের। 

Advertisment

শনিবার বিকেলে হঠাৎ করেই শিয়ালদা স্টেশনের কাছে আগুন। দাউদাউ করে জ্বলছে খাবারের  দোকান। স্বাভাবিক ভাবেই অফিস ফেরতের পথে ভয়াবহ অগ্নিকাণ্ডে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আতঙ্কের পরিবেশ স্টেশন সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় পুলিশকে। এদিন ৪টে নাগাদ শিয়ালদা মেট্রো স্টেশন লাগোয়া ফুড কোর্টে আগুন লাগে।  কীভাবে ফুড কোর্টে আগুন লাগল, তা খতিয়ে দেখা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে। 

অবশেষে তৃণমূলের অত্যন্ত পরিচিত মুখ শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে দল। দলবিরোধী কাজের অভিযোগেই তাঁদের সাসপেনশন বলে তৃণমূল সূত্রে খবর। তবে শান্তনু সেনের বক্তব্য, তিনি এই সিদ্ধান্তে অবাক। ঠিক কোন দলবিরোধী কাজের জন্য তাঁকে সাসপেন্ড করা হয়েছে তা তিনি বুঝতে পারছেন না বলেও জানিয়েছেন। অন্যদিকে ভাঙড়ের আরাবুলের আক্ষেপ, "দল যেটা ভালো মনে করেছে সেটাই করেছে।"

জুটি বেঁধে লুঠ পার্থ-মানিকের। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির (Recruitment Scam) তদন্তে চার্জশিটে এমনই দাবি করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। অযোগ্য প্রার্থীদের নানাভাবে চাকরি পাইয়ে দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বসেই যাবতীয় সিদ্ধান্ত নিয়ে ফেলতেন মানিক ভট্টাচার্য। সিবিআই-এর দাবি মানিকের সেই সিদ্ধান্তে অনুমোদন ছিল পার্থেরও। এভাবে দিনের পর দিন রীতিমতো জুটি বেঁধে লুঠের পর লুঠ চালিয়েছেন পার্থ-মানিক জুটি, এমনই দাবি কেন্দ্রীয় তদন্ত সংস্থার।

Advertisment

অন্যদিকে, ফের বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। এবার কাঁটাতারের বেড়া নিয়ে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়েছিল কোচবিহারের মেখলিগঞ্জের তিন বিঘা সীমান্তে। বাংলাদেশের দহগ্রাম-আঙ্গারপোতা, এই দুই গ্রামের সীমানায় জিরো পয়েন্টে নিজেদের খরচে বেড়া লাগিয়েছেন ভারতের গ্রামের বাসিন্দারাই। BGB তাতে বাধা দেওয়ার চেষ্টা করলেও, ভারতের গ্রামের বাসিন্দাদের পাশে দাঁড়ায় বিএসএফ।

  • Jan 11, 2025 18:06 IST
    West Bengal News Live: উদ্ধার ৩৭টি তাজা বোমা

    পূর্ব বর্ধমানের মঙ্গলকোট গ্রামের কাছ দিয়ে বয়ে যাওয়া কুনুর নদীর ধার থেকে উদ্ধার হল ৩৭টি তাজা বোমা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলকোটে কুনুর নদির ধারে কেউ দুটি ড্রামে ভর্তি বোমা রেখে যায়। শুক্রবার রাতে মঙ্গলকোট থানার পুলিশ গোপন সূত্রে সেই খবর পায় ।পুলিশ ঘটনা স্থলে পৌছে দেখে দুটি ড্রামেই রয়েছে অনেক বোমা। খবর দেওয়া হয় সিআইডি’র বোম ডিসপোজাল স্কোয়াডে। শনিবার সিআইডির বোম ডিসপোজাল  স্কোয়াড ওই ড্রাম গুলিতে থাকা ৩৭ টি বোমা উদ্ধার করে তা নিস্ক্রিয় করে । এই ঘটনা স্থানীয় বাসিন্দা মহলে আতঙ্ক বাড়িয়েছে। ঘটনার তদন্তে পুলিশ। 



  • Jan 11, 2025 16:28 IST
    West Bengal News Live: শিয়ালদা স্টেশনের কাছে দাউদাউ করে আগুন

    শিয়ালদা স্টেশনের কাছে আগুন, দাউদাউ করে জ্বলছে খাবারের দোকান। স্বাভাবিক ভাবেই অফিস ফেরতের পথে ভয়াবহ অগ্নিকাণ্ডে যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। তবে আতঙ্কের পরিবেশ স্টেশন সংলগ্ন এলাকায়। অগ্নিকাণ্ডের জেরে ওই এলাকায় যানজট তৈরি হয়। পরিস্থিতি সামলাতে আসরে নামতে হয় পুলিশকে।



  • Jan 11, 2025 15:04 IST
    West Bengal News Live: BSF-এর উপর হামলা

    মালদায় আক্রান্ত বিএসএফ জওয়ানরা। বাংলাদেশি চোরা কারবারিদের হাতে আক্রান্ত বিএসএফ। ভারত-বাংলাদেশ সীমান্তে আত্মরক্ষায় দুই রাউন্ড গুলি চালায় বিএসএফ। পাল্টা ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ জওয়ানদের উপর হামলা বাংলাদেশি চোরা কারবারিদের। গোলমাল দেখে বাকি জওয়ানরা জড়ো হলে পালিয়ে যায় চোরা কারবারিরা।



  • Jan 11, 2025 15:00 IST
    West Bengal News Live:যুগান্তকারী পদক্ষেপ নবান্নের

    এর আগে কেন্দ্রের আবাস যোজনা (Awas Yojana) নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ উঠেছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। তাই বাংলার বাড়ি (Banglar Bari) প্রকল্প রূপায়নে দুর্নীতি রুখতে আগাগোড়া সচেষ্ট রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্প রূপায়নের ক্ষেত্রে পঞ্চায়েতের কর্তাদের সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই প্রকল্পের কাজে কোনওভাবেই পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে উপ প্রধান, পঞ্চায়েত সদস্য বা পঞ্চায়েত অফিসের কোনও আধিকারিক হস্তক্ষেপ করতে পারবেন না।

    বিস্তারিত পড়ুন- Banglar Bari: বাংলার বাড়ি প্রকল্পে দুর্নীতি রুখতে বদ্ধপরিকর রাজ্য, বিরাট পদক্ষেপ নবান্নের



  • Jan 11, 2025 13:39 IST
    West Bengal News Live:সীমান্তে ফের উত্তেজনা

    আবারও বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানোকে কেন্দ্র করে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবার ঘটনাস্থল দক্ষিণ দিনাজপুর। বিএসএফের তরফে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের শিবরামপুর বিওপি এলাকায় কাঁটাতার লাগানো হচ্ছিল। উন্মুক্ত সেই এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতেই বাধা দেয় বাংলাদেশ বর্ডার গার্ড (BGB)। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।



  • Jan 11, 2025 13:14 IST
    West Bengal News Live: মেদিনীপুর মেডিক্যালে বিক্ষোভ

    মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিক্ষোভ এসএফআই ও ডিআইএফআই-এর। রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দুই বাম যুব সংগঠনের। বিক্ষোভের জেরে হাসপাতাল চত্বরে চূড়ান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বিক্ষোভকারীদের। এমএসভিপির সঙ্গে সাক্ষাৎ চান এসএফআই-ডিওয়াইএফআই সদস্যরা। হাসপাতাল চত্বরে বিক্ষোভে সামিল কংগ্রেস।



  • Jan 11, 2025 11:50 IST
    West Bengal News Live: সাতসকালে শহরে দুর্ঘটনা

    শনিবার সাত সকালে কলকাতা শহরে ফের দুর্ঘটনা। এদিন সকালে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের ৫ নম্বর গেটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় একটি গাড়ি। দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ল্যাম্প পোস্টে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। হতাহতের ঘটনা ঘটেনি। তবে দুর্ঘটনার জেরে গাড়ির দুই আরোহী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করেছে পুলিশ।



  • Jan 11, 2025 11:47 IST
    West Bengal News Live: নকল মদের কারবারি গ্রেপ্তার

    নকল মদের কারবারি গ্রেপ্তার। দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানার অন্তর্গত খড়িবেড়িয়ার পূর্ব মণ্ডল পাড়ার ঘটনা। পুলিশ সূত্রে খবর, গত ৩ দিন ধরে প্রদীপ সরদার নামে এক ব্যক্তি নামী কোম্পানির মদের মোড়কে নকল মদ তৈরি করে বিক্রি করছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে পুলিশ হানা দিয়ে ওই নকল মদের কারবারিকে গ্রেপ্তার করে। 



  • Jan 11, 2025 11:11 IST
    West Bengal News Live: এই রুটে চলবে না মেট্রো

    মেট্রো যাত্রীদের জন্য বড় খবর! পরপর দুটো রবিবার কলকাতায় ইস্ট ওয়েস্ট মেট্রোর (East West Metro) হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে। কলকাতা মেট্রো (Kolkata Metro) রেলওয়ে কর্তৃপক্ষের তরফে রীতিমতো বিবৃতি প্রকাশ করে এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। মেট্রোরেলের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে আগামী ১২ এবং ১৯ জানুয়ারি মেট্রো চলবে না এই রুটে।


    বিস্তারিত পড়ুন- Kolkata Metro: পরপর দুই রবিবার এই রুটে চলবে না মেট্রো, কারণ জানাল কর্তৃপক্ষ



  • Jan 11, 2025 10:38 IST
    West Bengal News Live:স্যালাইনের বোতল বাজেয়াপ্তের দাবি

    মেদিনীপুর মেডিকেল কলেজ (Midnapore Medical College) হাসপাতালে রোগীকে নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবার সোচ্চার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এখনই হাসপাতাল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ব্যাচের সমস্ত স্যালাইন সেট পুলিশের উপস্থিতিতে বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি। এমনকী কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির নজরদারিতে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত সহ একগুচ্ছ দাবিতে সরব হয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি।

    বিস্তারিত পড়ুন- Midnapore Medical College: মেদিনীপুর মেডিক্যালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন? ব্যাচের সব ওষুধ বাজেয়াপ্তের দাবি চিকিৎসক সংগঠনের



  • Jan 11, 2025 09:49 IST
    West Bengal News Live: আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা

    গতকালই আরাবুল ইসলামকে সাসপেন্ড করেছে তৃণমূল। এবার আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলামের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের। জামিন অযোগ্য ধারায় মামলা রুজু আরাবুল ও তাঁর ছেলে হাকিমুলের বিরুদ্ধে। বিজয়গঞ্জ থানায় দু'জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। গত বৃহস্পতিবার ভাঙড়ের পঞ্চায়েত অফিসে আরাবুল ও শওকত মোল্লার অনুগামীদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। আরাবুল ও তাঁর ছেলের নির্দেশেই সেই হামলা হয় বলে অভিযোগ তুলেছিলেন স্থানীয় কয়েকজন। এবার সাসপেন্ডেড আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু পুলিশের।



  • Jan 11, 2025 09:45 IST
    West Bengal News Live: অভিষেকের 'সেবাশ্রয়'-এ বিপুল সাড়া!

    ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের দিকে দিকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ে উদ্যোগে 'সেবাশ্রয়' স্বাস্থ্য শিবির চলছে। বহু সাধারণ মানুষ প্রতিদিন বিনামূল্যে শারীরিক নানা সমস্যা নিয়ে সেই সব স্বাস্থ্য শিবিরগুলিতে ভিড় জমাচ্ছেন। তাঁর উদ্যোগের অভাবনীয় সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্পূর্ণ বিনামূল্যে এই আধুনিক স্বাস্থ্য পরিষেবা পেতে প্রতিদিন বহু সাধারণ মানুষ ভিড় জানাচ্ছেন। উচ্ছ্বসিত অভিষেক এক্স হ্যান্ডলে লিখেছেন, "সেবাশ্রয় প্রথম সপ্তাহেই ছাপিয়ে গিয়েছে প্রত্যাশাকে। সেবাশ্রয় জীবনকে এমনভাবে স্পর্শ করেছে যা আমরা কল্পনাও করতে পারিনি।"



  • Jan 11, 2025 09:41 IST
    West Bengal News Live: কেরলের বিধায়ক তৃণমূলে

    দক্ষিণের রাজ্য কেরলে শক্তি বাড়লো তৃণমূলের। তৃণমূলে যোগ দিলেন কেরলের ডেমোক্রেটিক মুভমেন্ট অফ কেরলের প্রধান তথা বিধায়ক পিভি আনবার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জোড়াফুলে যোগ দিয়েছেন ওই দক্ষিণী রাজনীতিবিদ।



  • Jan 11, 2025 09:37 IST
    West Bengal News Live:চেয়েও নিরাপত্তা না মেলায় ক্ষুব্ধ TMC নেতা

    মালদা জেলা তৃণমূলের সহ-সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা খুনের ঘটনার পর বাড়ানো হল রাজ্যের বস্ত্র ও সংখ্যালঘু দপ্তরের রাষ্ট্রমন্ত্রী তথা হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তাজমুল হোসেনের নিরাপত্তা। তবে মন্ত্রীর নিরাপত্তা বাড়লেও, মালদা জেলা পরিষদের হরিশ্চন্দ্রপুর এলাকার তৃণমূলের নির্বাচিত সদস্য মর্জিনা খাতুনও জেলা পুলিশের কাছে ব্যক্তিগত নিরাপত্তা পাওয়ার আবেদন জানিয়েছিলেন। কিন্তু এখনও পর্যন্ত তাঁকে সেই নিরাপত্তা না দেওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন তৃণমূলের ওই জনপ্রতিনিধি।

    বিস্তারিত পড়ুন-  Malda News: মালদায় দুলাল খুনের পর মন্ত্রীর সুরক্ষা বেড়েছে, চেয়েও নিরাপত্তা না মেলায় ক্ষুব্ধ TMC নেতা



  • Jan 11, 2025 09:01 IST
    West Bengal News Live: দুয়ারেই আরও হাড়কাঁপানো শীত?

    কনকনে ঠান্ডা রাজ্যজুড়ে। এক ধাক্কায় কলকাতার পারদ নেমে গেল ১২ ডিগ্রির ঘরে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ২৪ ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ হেরফের হবে না। পৌষ সংক্রান্তির (Poush Sankranti) আগেই জমাটি ঠান্ডা উপভোগ বঙ্গবাসীর। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা (Rain Forecast) তৈরি হয়েছে। আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: পৌষের শেষবেলায় 'খেলা' শুরু ঠান্ডার! বাংলা কাঁপাতে দুয়ারেই আরও হাড়কাঁপানো শীত?



Bangla News Bangladesh Bangladesh Crisis tmc news of west bengal news in west bengal Bengali News Today
Advertisment