Midnapore Medical College: মেদিনীপুর মেডিকেল কলেজ (Midnapore Medical College) হাসপাতালে রোগীকে নিম্নমানের স্যালাইন দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে এবার সোচ্চার জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস। এখনই হাসপাতাল কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট ব্যাচের সমস্ত স্যালাইন সেট পুলিশের উপস্থিতিতে বাজেয়াপ্ত করার দাবি জানিয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি। এমনকী কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতির নজরদারিতে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত সহ একগুচ্ছ দাবিতে সরব হয়েছে চিকিৎসকদের এই সংগঠনটি।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ ওঠে প্রসূতিদের। অভিযোগ ওই স্যালাইন দেওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিলেন ৫ প্রসূতি। পরে একজনের মৃত্যু পর্যন্ত হয়েছে।বিষয়টি প্রকাশ্যে আসতেই রীতিমতো হুলস্থুল পড়ে যায়। মেয়াদ উত্তীর্ণ স্যালাইন সরকারি হাসপাতালে সরবরাহের অভিযোগ তোলেন বহু চিকিৎসক।
চিকিৎসকদের সংগঠন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে বিষয়টি নিয়ে সরকারের তুমুল সমালোচনা হয়। সংগঠনের তরফে দুই যুগ্ম আহ্বায়ক চিকিৎসক পূর্ণব্রত গুণ এবং চিকিৎসক হীরালাল কোনার একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছেন। সেই বিবৃতিতে সংগঠনের তরফে ৬টি দাবি করা হয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live: আরও কোণঠাসা আরাবুল, সাসপেন্ডেড 'তাজা নেতা'র নামে খুনের চেষ্টার মামলা
চিকিৎসকদের এই সংগঠনটির অন্যতম দাবি, যে স্যালাইনের বোতল নিয়ে অভিযোগ উঠেছে ওই ব্যাচের সমস্ত স্যালাইন সেট, আইভি ক্যানুলা কর্তব্যরত নার্স, চিকিৎসকের উপস্থিতিতে তাঁদের সই-সহ পুলিশের উপস্থিতিতে বাজেয়াপ্ত করতে হবে। বিভাগীয় প্রধান, এমএসভিপি, প্রিন্সিপালকে অভিযোগ নথিভুক্ত করার নির্দেশ দেওয়ার দাবি উঠেছে।
শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের বিচারপতির অধীনে এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন বলেও সংগঠনটি দাবি করেছে। একইসঙ্গে সরকারি হাসপাতালে নিম্নমানের এবং ভেজাল ওষুধ সরবরাহের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও স্বাস্থ্য দপ্তরের দায়িত্বশীল আধিকারিকদের অবিলম্বে অপসারণের দাবি এবং দোষ প্রমাণে তাঁদেরও উপযুক্ত শাস্তির দাবি তুলেছে চিকিৎসকদের এই সংগঠনটি।
আরও পড়ুন- West Bengal Weather: পৌষের শেষবেলায় 'খেলা' শুরু ঠান্ডার! বাংলা কাঁপাতে দুয়ারেই আরও হাড়কাঁপানো শীত?