Advertisment

Durga Puja 2024: একের পর এক বিগ বাজেটের পুজো! কলকাতাকে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি লাগোয়া এই জেলা

Durga Puja 2024: প্রতি বছরই এই জেলার বিভিন্ন প্রান্তে বেশ কিছু বড় পুজো রীতিমতো নজর কাড়ে দর্শনার্থীদের। এবারেও একাধিক বিগ বাজেটের পুজো রীতিমতো চর্চায়।

author-image
Mobarak Koraisi
New Update
Durga Puja 2024, North 24 Parganas, Basarast, বারাসত, উত্তর ২৪ পরগনা, দুর্গাপুজো ২০২৪

বারাসতের মৈত্রী সংঘের দুর্গাপুজোর মণ্ডপ।

Durga Puja 2024: কলকাতা লাগোয়া জেলা উত্তর ২৪ পরগনা। বরাবরই এই জেলার বিভিন্ন প্রান্তে বিগ বাজেটের বেশ কিছু পুজো বহু তাবড় পুজোর সঙ্গেও টেক্কা দেয়। এই জেলার নানা প্রান্তে এবারেও বেশ কিছু বড় পুজো হচ্ছে। কলকাতার অনেক তাবড় পুজোকে এবারেও কঠিন চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি উত্তর ২৪ পরগনা জেলার বেশ কয়েকটি বড় পুজো।

Advertisment

উত্তর ২৪ পরগনার বারাসতের মৈত্রী সংঘের দুর্গাপুজো বরাবর নজর কাড়ে দর্শনার্থীদের। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ এই পুজোর উদ্বোধন করেছেন। এবার মৈত্রী সংঘের দুর্গাপুজো ৫৪ বছরে পা দিয়েছে। এদের পুজোর থিম মহাভারতে শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনকে দেখানো বিশ্বরূপ দর্শন। মণ্ডপে ঢোকার পথে চোখে পড়বে মহাভারতের শিল্পকলা।

গোটা মণ্ডপ চত্বরজুড়ে অপরূপ সব কারুকার্যে মোহিত হবেন দর্শনার্থীরা, এমনই দাবি মৈত্রী সংঘের পুজো উদ্যোক্তাদের। তাছাড়াও এদের বিশেষ আকর্ষণ কড়ি-পাথরের কাজ। সব মিলিয়ে এখন জোরকদমে শেষ পর্যায়ে মণ্ডপ সাজনোর কাজ চলছে। তবে মাঝেমধ্যেই পুজোর প্রস্তুতিতে বাধ সাধছে বৃষ্টি। তাই মণ্ডপসজ্জার কাজে যারপরনাই সমস্যা পড়তে হচ্ছে উদ্যোক্তাদের। 

আরও পড়ুন- West Bengal Weather Update: রোদ ঝলমলে আকাশ নাকি পুজোর ক'দিনই ঝেঁপে বৃষ্টি? টাটকা-তাজা আপডেট জানুন এখনই!

আরও পড়ুন- Durga Puja 2024: 'সেরার সেরা' চমক দিকে তৈরি জেলার এই পুজো, মণ্ডপসজ্জার উপকরণ জানলে চমকে উঠবেন!

শুধু বারাসতই নয়, উত্তর ২৪ পরগনার একেবারে কলকাতা লাগোয়া অংশ দমদম, মধ্যমগ্রাম, দুর্গানগর, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটী থেকে শুরু করে অশোকনগর, হাবড়া-সহ বেশ কিছু এলাকায় ফি বারের মতো এবারও বিগ বাজেটের বেশ কয়েকটি দুর্গাপুজো  দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী পুজো কর্তারা।

kolkata North 24 Pargana Durgapuja
Advertisment