Advertisment

West Bengal Weather Update: রোদ ঝলমলে আকাশ নাকি পুজোর ক'দিনই ঝেঁপে বৃষ্টি? টাটকা-তাজা আপডেট জানুন এখনই!

Bengal Weather Forecast-Durga Puja 2024: পুজোর মুখে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে একাধিক জেলায় ভারী বৃষ্টি হয়েছে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজও বৃষ্টির দাপট থাকবে।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
weather forecast,durga puja weather 2024, আবহাওয়ার পূর্বাভাস, দুর্গাপুজো ২০২৪

দুর্গাপুজোর দিনগুলিতে কেমন থাকবে আবহাওয়া?

WB Weather Update:পুজোর আগে নিম্নচাপের বৃষ্টিতে দারুন উদ্বেগে আপামর বাঙালি। দুর্গাপুজোর (Durga Puja) চার দিন কেমন থাকবে আবহাওয়া? তা নিয়ে উদ্বেগ-জল্পনার শেষ নেই। ৮ থেকে ৮০, সকলের মনে একটাই প্রশ্ন পুজোয় কী বৃষ্টি হবে? গত কয়েকদিনের আবহাওয়া দেখে রাজ্যবাসীর উৎকণ্ঠা বেড়েই চলেছে। 

Advertisment

এবার দুর্গাপুজোয় দুর্যোগের তেমন বড় কোনও আশঙ্কা নেই। আবহাওয়া দফতর সূত্রে সর্বশেষ যে খবর মিলেছে, তাতে দুর্গাপুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দুই একটি জায়গায় হালকা বৃষ্টি হলেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং ষষ্ঠী to দশমী, দেদার মজায় হোক  দুগ্গা-দর্শন!
 এই মুহূর্তে বর্ষার বিদায় পর্ব চলছে দেশজুড়ে। আবহাওয়াবিদরা মনে করছেন, বর্ষার বিদায়ের সমস্ত রকম অনুকূল পরিস্থিতি বর্তমান। সুতরাং আর কিছুদিনের মধ্যেই গোটা দেশ থেকে বর্ষা পুরোপুরি বিদায় নেবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির পরিমাণ আজ থেকেই কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় মেঘলা আকাশ। আজও বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির পরিমাণ বেশি থাকবে।

আবহাওয়ার উন্নতি কবে?

আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই আবহাওয়ার উন্নতি চোখে পড়বে। আগামী সপ্তাহের শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন- TMC: তৃণমূলই এখানে 'শেষ কথা'! তাও দলের সাংসদ-বিধায়ক দেখলেই তাড়া! কেন এমন ঘটনা?

আরও পড়ুন- RG Kar Medical College: 'থ্রেট কালচার', বহিষ্কারের কোপে আরজি করের কোন ১০ চিকিৎসক?

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

বৃষ্টি পিছু ছাড়ছে না উত্তরের। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিও হতে পারে বেশ কয়েকটি জেলায়। 

কলকাতার ওয়েদার আপডেট 

পুজোর আগে আজ শেষ রবিবার। স্বাভাবিকভাবেই কলকাতা শহরে কেনাকাটার তুমুল ভিড় আজও থাকবে। তবে আজ বাড়ি থেকে কলকাতার উদ্দেশে বেরোলে ছাতা সঙ্গে নিতে ভুলবেন না। কলকাতা শহরে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আজ দুপুরের পর থেকে শহর কলকাতার আবহাওয়ার উন্নতি হতে পারে।

weather Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Durgapuja Kolkata Weather
Advertisment