Toto driver hacked to death in English Bazar of Malda: মালদায় আবারও খুন। ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরেই টোটো চালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ কয়েকজন মদপ্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় তদন্তে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। যদি এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত টোটো চালকের নাম কাজল ঘোষ (৫২)। তাঁর বাড়ি রামকেলির বারোদুয়ারি এলাকায়। বেলবাড়ি ঘাট শ্মশানে কাজল ঘোষ তাঁর টোটোয় যাত্রী ভাড়ায় নিয়ে গিয়েছিলেন। অভিযোগ, যাত্রী নামানোর পর টোটো ভাড়া চাওয়াই তার 'কাল' হল। ভাড়া দিতে অস্বীকার করা নিয়ে গণ্ডগোল বাধে মত্ত অবস্থায় থাকা টোটো যাত্রী শ্যামল মণ্ডল ও বিমল মণ্ডলের সাথে।
অভিযোগ, ঠিক সেই সময় দু'জন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারে ওই টোটো চালককে। এরপর রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে পথেই মৃত্যু হয় কাজল ঘোষের। এই ঘটনায় শ্যামল মণ্ডল, বিমল মণ্ডল সহ বেশ কয়েকজনের নামে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন- West Bengal News LIVE: স্যালাইন কাণ্ডে রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ জুনিয়র ডাক্তার
মৃতের ভাই উজ্জ্বল ঘোষ বলেন, "এলাকারই একটি শ্মশানে জোর করে অভিযুক্তরা আমার দাদাকে টোটো চালিয়ে নিয়ে যেতে বলে ওরা। মদপ্য ছিল ওরা। সেই জন্য আমার দাদা টোটো নিয়ে যেতে চাইছিল না। কিন্তু অভিযুক্ত দু'জন কলার ধরে জোর করিয়ে দাদাকে নিয়ে যায়। বারোদুয়ারি থেকে বেলবাড়ি শ্মশান ঘাটের দূরত্ব অনেকটাই। দু'জনের ভাড়া ১০০ টাকার কাছাকাছি। কিন্তু সেই টাকা দিতে ওরা অস্বীকার করে। ভাড়া চাওয়ার জন্য দাদাকে ওরা অতর্কিতে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করে।"
আরও পড়ুন- RG Kar Case: সুপ্রিম কোর্টে পিছল আরজি কর শুনানি, ফের মামলা শোনার দিন জানাল প্রধান বিচারপিতর বেঞ্চ
এদিকে এই ঘটনায় ইংরেজবাজার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা। তাদের খোঁজ চালানো হচ্ছে। উল্লেখ্য, গত ২ জানুয়ারি ইংরেজবাজার শহরের মহানন্দাপল্লি এলাকায় তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার (Dulal Sarkar) খুন হয়েছিলেন। তারপর মালদার কালিয়াচকে আরও এক তৃণমূলকর্মী (TMC Worker Murder) খুন হয়। এরপর ইংরেজবাজারে এই টোটো চালকের খুনের ঘটনায় জেলার আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুন- Purba Bardhaman News: বাড়িতে পাইপলাইন পৌঁছোনর পর বছর ঘুরলেও জল আসেনি, ক্ষুব্ধ বাসিন্দারা দুষছেন প্রশাসনকে