/indian-express-bangla/media/media_files/2025/07/03/samik-2025-07-03-10-39-54.jpg)
Samik Bhattacharya: শমীক ভট্টাচার্য।
"আজকের দিনটা খুব একটা সুখের দিন না, মুখ্যমন্ত্রীর উচিত ছিল আজই উত্তরবঙ্গে পৌঁছে যাওয়া। আজকে শোকের আবহে দুর্গাপুজো কার্নিভালের প্রয়োজন ছিল না। উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে নাড়ির যোগ রয়েছে সেটা বোঝাতে আজকে উত্তরবঙ্গে যাওয়াটা ওনার জরুরি ছিল", এভাবেই মুখ্যমন্ত্রীকে নিশানা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের।
প্রবল বর্ষণে বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগে দার্জিলিংয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩ জনের। আটকে পড়েছেন হাজারে হাজারে পর্যটক। বন্ধ রয়েছে সমস্ত পর্যটন কেন্দ্র। আপাতত পর্যটকদের হোটেলে থাকার পরামর্শ জারি করেছে জিটিএ। এদিকে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পুর্বাভাস জারি করা হয়েছে। ফলে পরিস্থিতি আরও খারাপ হবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
উত্তরবঙ্গে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ ও রাজ্যের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি নিয়ে রবিবার সাংবাদিক সম্মেলনে রাজ্য বিজেপি সভাপতি বলেন, "শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড় বিধ্বস্ত। একের পর এক ধস নেমে বহু রাস্তা বন্ধ, তিস্তার জল উঠে এসেছে জাতীয় সড়ক পর্যন্ত। এখনও পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং আশ্বাস দিয়েছেন— কেন্দ্রীয় সরকার সর্বতোভাবে রাজ্যের মানুষের পাশে রয়েছে। এই কঠিন সময়ে আমরা উত্তরবঙ্গবাসীর সঙ্গে একাত্ম। ভূটানে প্রবল বর্ষণের জেরে পরিস্থিতি আরও জটিল আকার নিয়েছে। এই দুর্যোগ আমাদের সকলের, এই শোক আমাদের সবার। কিন্তু আমরা হার মানব না। দলের প্রতিটি কর্মী ও শুভানুধ্যায়ীর কাছে আহ্বান— মানুষের পাশে দাঁড়ান, সাহায্যের হাত বাড়িয়ে দিন"।
শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিতে দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড় বিধ্বস্ত। একের পর এক ধস নেমে বহু রাস্তা বন্ধ হয়ে গেছে, তিস্তার জল উঠে এসেছে জাতীয় সড়ক পর্যন্ত। এখনও পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
— Samik Bhattacharya (@SamikBJP) October 5, 2025
উত্তরবঙ্গের এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী… pic.twitter.com/M2dKdwTLpJ
রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে উত্তর বঙ্গের ভয়াবহ বিপর্যয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুর্গম এলাকায় যাতে দ্রুত ত্রাণ-সামগ্রী পৌঁছে দেওয়া যায় সেই আহ্বানও জানিয়েছেন তিনি। এক্স হ্যান্ডেলে এক পোস্টে বিরোধী দলনেতা লিখেছেন, "উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াংয়ের মত পার্বত্য অঞ্চল ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিধস ও বন্যার কারণে শিলিগুড়ি, ডুয়ার্সের সঙ্গে যোগাযোগ কার্যত সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হাজার হাজার মানুষ দুর্যোগে আটকে পড়েছেন। প্রয়োজনীয় খাদ্য, জল, ওষুধ এবং অন্যান্য জরুরি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে মারাত্মক সমস্যার মুখে পড়েছেন তারা। ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুর খবর এসেছে, যদিও সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আমি মুখ্যসচিবকে আহ্বান জানাচ্ছি যেন অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়"।
বিরোধী দলনেতা রাজ্য প্রশাসনকে অনুরোধ করে লিখেছেন, "অবিলম্বে সরকার বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করুক। এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থা যাতে স্বাভাবিক করা যায় তার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করুক"। পাশাপাশি সেখানকার মানুষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাদ্য ও জল পৌঁছে দিতেও অনুরোধ করেছেন শুভেন্দু।
প্রবল বৃষ্টিতে দার্জিলিংয়ে ভূমিধস ও সেতু ভেঙে পড়ার ঘটনায় মৃত্যু মিছিল। বহুস্থানে বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। এর মাঝেই আগামীকাল উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীও। আগামীকালই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকও করবেন মুখ্যমন্ত্রী।
শনিবার রাত থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বালাসন, তিস্তা, তোর্ষা, জলঢাকা, রায়ডাক, সংকোশ সহ সমস্ত নদীতে বেড়েছে জলস্তর। মিরিক, দুধিয়া, সুখিয়াপোখরি, নাগরাকাটা, বানারহাট, রামসাই এলাকা বর্ষণে ক্ষতির মুখে পড়েছে। পাহাড়ের বিভিন্ন জায়গায় নেমেছে ধস। দুধিয়ায় লোহার সেতু ভেঙে দার্জিলিং, মিরিক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। অন্যদিকে, কোচবিহার, দিনহাটার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়ছে।
টানা বৃষ্টিতে ক্ষতির মুখে পড়েছে আলিপুরদুয়ারও। বক্সা টাইগার রিজার্ভের সমস্ত সাফারি বাতিল করা হয়েছে। শালকুমারহাটের শিসামারা নদীর বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকছে নেপালিবস্তি, নতুনপাড়া, জলদাপাড়া বাজারে। প্রায় এক হাজার মানুষ জলবন্দি। কামাখ্যাগুড়িতে একাধিক বাড়ি জলমগ্ন। দুর্যোগের জেরে বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। প্রশাসন পরিস্থিতির উপর নজর রাখছে।
আবহাওয়া দফতরের বুলেটিন অনুসারে, আগামী ৬ অক্টোবর পর্যন্ত রাজ্যের বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ৫ অক্টোবর পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হওয়ার আশঙ্কা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো জেলায় রবিবার সকাল পর্যন্ত অত্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর (IMD) জানিয়েছে, নিম্নচাপের কারণে সোমবার সকাল পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আনার সম্ভাবনা রয়েছে। IMD এর বিশেষ বুলেটিনে আরও বলা হয়েছে, আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের অন্যান্য জেলায় সোমবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।
আরও পড়ুন-কার্নিভালের দিনেই রাজপথে বিজেপির শক্তি প্রদর্শন, রবিবার শহরে মেগা মিছিল
উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে লিখেছেন, দার্জিলিংয়ে ভারী বৃষ্টির কারণে প্রাণহানির ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।দার্জিলিংয়ের সাংসদ শ্রী @RajuBistaBJP-র সঙ্গে কথা বলেছি এবং পরিস্থিতির সার্বিক খোঁজ নিয়েছি। এনডিআরএফ-এর দল ঘটনাস্থলে পৌঁছেছে, এবং প্রয়োজনে আরও দলকে প্রস্তুত রাখা হয়েছে যাতে তারা দ্রুত উদ্ধারকার্যে যোগ দিতে পারে।বিজেপি কর্মীরাও স্থানীয়ভাবে বিপন্ন মানুষদের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা ও ত্রাণসামগ্রী প্রদান করছেন"।
Deeply saddened by the tragic loss of lives in Darjeeling due to heavy rains. My thoughts are with the people who lost their loved ones. Praying for the speedy recovery of the injured.
— Amit Shah (@AmitShah) October 5, 2025
Spoke with MP of Darjeeling, Shri @RajuBistaBJP, and took stock of the situation. Teams of the…
একই সঙ্গে বাংলায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদীর। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনা করি।প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের জন্য সমস্ত সম্ভাব্য সহায়তা প্রদান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ"।
দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনা করি।
— Narendra Modi (@narendramodi) October 5, 2025
প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।…