sikkim bridge collapsed: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, সিকিমে ফের বিরাট বিপর্যয়, দিকে দিকে আটকে পর্যটকরা

north sikkim bailey bridge collapsed: গত বছর অতিবৃষ্টির জেরে তিস্তা নদীর উপরে থাকা সেতুটি ভেঙে গিয়েছিল। তারপরেই সেনাবাহিনীর দুরন্ত তৎপরতায় এই বেইলি ব্রিজটি তৈরি করা হয়েছিল।

north sikkim bailey bridge collapsed: গত বছর অতিবৃষ্টির জেরে তিস্তা নদীর উপরে থাকা সেতুটি ভেঙে গিয়েছিল। তারপরেই সেনাবাহিনীর দুরন্ত তৎপরতায় এই বেইলি ব্রিজটি তৈরি করা হয়েছিল।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
north sikkim bailey bridge collapsed: সিকিমে ভেঙে পড়ল সঙ্কলাং সেতু

sikkim bridge collapsed: সিকিমে ভেঙে পড়েছে বেইলি ব্রিজ।

north sikkim bailey bridge collapsed and tourist are stranded: তৈরির এক বছরের মধ্যেই ভেঙে পড়ল সিকিমের সঙ্কলাং সেতু। আকস্মিক এই বিরাট বিপত্তিতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই এলাকায়। উত্তর সিকিমে বেড়াতে যাওয়া কাতারে কাতারে পর্যটকের কপালে ঘোর দুশ্চিন্তার ভাঁজ। দিকে দিকে আটকে পড়েছেন পর্যটকরা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার অভিযানে প্রশাসন।

Advertisment

মঙ্গলবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উত্তর সিকিমের সঙ্কলাং বেইলি ব্রিজ। গত বছরের বর্ষাকালে এই সেতুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। তারই জেরে দীর্ঘদিন ধরে এই সেতু দিয়ে যান চলাচল ব্যবস্থা পুরোপুরি বন্ধ ছিল। শেষমেশ বেইলি ব্রিজটি সংস্কারের উদ্যোগী হয় সেনাবাহিনী। সেনার তৎপরতায় সেতুটি পুনর্নির্মাণ করা হয়েছিল।

জানা গিয়েছে, গতকাল ওই সেতু দিয়েই একটি মালবাহী গাড়ি যায়। তারপরেই মুহূর্তের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে ওই সেতুটি। ভয়ঙ্কর এই সেতু বিপর্যয়ের জেরে বিরাট বিপত্তি তৈরি হয়েছে। দুর্ঘটনার জেরে হতাহতের খবর না মিললেও লাচেন এবং লাচুংয়ের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। দিকে দিকে আটকে পড়েছেন বহু পর্যটক। সিকিম সরকারের তরফে প্রকাশিত বিবৃতিতে জানানো হয়েছে, সেতু ভেঙে যাওয়ায় মঙ্গল এবং আপার জঙ্গু এলাকায় যানজট তৈরি হয়েছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: আজ রাজ্য বাজেটে বিরাট চমক? তুঙ্গে চড়েছে প্রত্যাশার পারদ

গত ১ জানুয়ারি থেকে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার ঠিক মাস দেড়েকের মধ্যেই আবারও বড়সড়-বিপত্তি তৈরি হল। স্থানীয় প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সমস্ত গাড়িচালক এবং পথচারীদের সঙ্কলান রুট এড়িয়ে যেতে অনুরোধ করা হচ্ছে।

আরও পড়ুন- North Bengal: উত্তরবঙ্গে যাতায়াত এবার আরও মসৃণ! অভূতপূর্ব পরিকল্পনার বাস্তবায়ন শীঘ্রই, জানাল কেন্দ্র

north bengal Bridge Collapse Tourist North Sikkim