Advertisment

West Bengal News Updates: ভয়ঙ্কর দুর্ঘটনায় ভেঙে পড়ল আস্ত সেতু! সিকিমে আটকে বহু পর্যটক

West Bengal News Updates Today 4 Jan, 2025: পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
sikkim bridge collapse

ভয়ঙ্কর দুর্ঘটনায় ট্রাক সহ ভেঙে পড়ল পড়ল সিকিমের লাচুং ব্রিজ Photograph: (ফাইল ছবি)

Latest West Bengal News Updates: ভয়ঙ্কর দুর্ঘটনায় ট্রাক সহ ভেঙে পড়ল  পড়ল সিকিমের লাচুংয়ে লোহার একটি সেতু । লাচুং এবং উত্তর সিকিমের মাউন্ট কাটাও মধ্যে এটি প্রধান সংযোগকারী সেতু । যে সময় ব্রিজটি ভেঙে পড়ে জানা গিয়েছে সেই সময় ওখান থেকে একটি ট্রাক যাচ্ছিল। যদিও ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। স্বাভাবিকভাবেই গুরুত্বপুর্ণ একটি সেতু ভেঙে পড়ায় স্তব্ধ যানচলাচল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেতু মেরামতের কাজ।  হাত লাগিয়েছে সেনাবাহিনীর জওয়ানরা। এই মুহূর্তে সিকিমে প্রচুর পর্যটক।

Advertisment

মালদার জনপ্রিয় তৃণমূল নেতা দুলাল সরকার ওরফে বাবলা খুনে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা তাঁর স্ত্রী চৈতালি ঘোষ সরকারের। তাঁর দাবি, "এই খুনের পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। বিহারের দু'জন ধরা পড়েছে শুনেছি। বিহারের লোকেদের ভাড়া করা হয়েছিল। যাদের আঁতে ঘা লেগেছিল তারাই তো ভাড়া করেছে।" পুলিশ সূত্রেরও দাবি, গত কয়েক মাস ধরে দুলাল সরকারের গতিবিধির উপর নজর রাখা হয়েছিল। তারপর তাঁকে খুনের ছক কষা হয়।

এদিকে আরজি কর (RG Kar) কাণ্ডে পথে নামা শিল্পীদের বয়কট ইস্যুতে সুর চড়ছে তৃণমূলের অন্দরে। কুণাল ঘোষ সর্বপ্রথম বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছিলেন। সরকারি বিরোধিতায় পথে নামা শিল্পীদের তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে বয়কট করার ডাক দিয়েছিলেন কুণাল। অভিষেক তাতে সায় না দিলেও, অবস্থানে অনড় কুণাল। বরং খুব সম্প্রতি তিনি এই ইস্যুতে পাশে পেয়ে গিয়েছেন তৃণমূলের আর এক প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কুণালের বক্তব্যে সায় রয়েছে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুরও।

অন্যদিকে, অনুপ্রবেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তরক্ষী বাহিনীকে তুলোধনা করেছেন। BSF রাজ্যে লোক, গুন্ডা ঢোকাচ্ছে বলে অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। বিদেশ মন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, অনিয়মের কোনও প্রশ্নই নেই। সীমান্তে আসা-যাওয়া যেটাই হচ্ছে সবটাই আইন মেনে চলছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে আসা-যাওয়া সবটাই নিয়মমাফিক হচ্ছে। নিয়ম না মানলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হয়। সীমান্তে থাকা বাহিনী ও সেনার কাজ আইন রক্ষা করা।"

  • Jan 04, 2025 18:05 IST

    West Bengal News Live: ভয়ঙ্কর দুর্ঘটনায় ট্রাক সহ ভেঙে পড়ল পড়ল সিকিমের লাচুং ব্রিজ

    ভয়ঙ্কর দুর্ঘটনায় ট্রাক সহ ভেঙে পড়ল পড়ল সিকিমের লাচুংয়ের বেইলি ব্রিজ। লাচুং এবং উত্তর সিকিমের মাউন্ট কাটাও মধ্যে এটি প্রধান সংযোগকারী সেতু এটি । যে সময় ব্রিজটি ভেঙে পড়ে জানা গিয়েছে সেই সময় ওখান থেকে একটি ট্রাক যাচ্ছিল। যদিও ঘটনায় কোন হতাহতের খবর মেলেনি। স্বাভাবিকভাবেই গুরুত্বপুর্ণ একটি সেতু ভেঙে পড়ায় স্তব্ধ যানচলাচল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেতু মেরামতের কাজ।  হাত লাগিয়েছে সেনাবাহিনীর জওয়ানরা। এই মুহূর্তে সিকিমে প্রচুর পর্যটক। বন্যা-বৃষ্টি, ধস একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ের কবলে সিকিম। আবারও শনিবার মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল সৌন্দর্য্যের সিকিমে। 



  • Jan 04, 2025 16:17 IST

    West Bengal News Live: 'কাকু'র খোঁজ নিল কোর্ট

    প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন প্রক্রিয়া আটকে রয়েছে 'কালীঘাটের কাকু' ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের জন্যই। চার্জ গঠন প্রক্রিয়া শুরুর ঠিক মুখে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে কলকাতার ইএম বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এবার তার শারীরিক পরিস্থিতির খোঁজ নিল আদালত। তার আইনজীবীর কাছেই বিচারক জিজ্ঞাসা করেন, সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরিস্থিতি কেমন আছে? বিচারকের প্রশ্নের উত্তরে সুজয় কৃষ্ণভদ্রের আইনজীবী জানান, তার মক্কেলের জ্ঞান রয়েছে। তবে মাঝেমধ্যে জ্ঞান চলেও যাচ্ছে। আইসিইউতে ভর্তি রাখা হয়েছে তাকে।



  • Advertisment
  • Jan 04, 2025 16:11 IST

    West Bengal News Live: রোমহর্ষক কাণ্ড সোনারপুরে

    স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে। আড়াই বছরের শিশুর কান্নার আওয়াজ শুনেই প্রতিবেশীরা ঘরে গিয়ে দেখে গলাকাটা অবস্থায় বিছানায় পড়ে রয়েছে স্ত্রীর নিথর দেহ ও স্বামী গলায় দড়ি দিয়ে ঝুলছে। খবর দেওয়া হয় সোনারপুর থানার পুলিশকে। সোনারপুর থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পুলিশের প্রাথমিক অনুমান পারিবারিক অশান্তির জেরে স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় খুন করে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছে স্বামী। 

    বিস্তারিত পড়ুন- Sonarpur News: শিশুর কান্নায় গা শিউরে ওঠার মতো ঘটনা প্রকাশ্যে! রোমহর্ষক কাণ্ড সোনারপুরে



  • Jan 04, 2025 15:56 IST

    West Bengal News Live:গঙ্গাসাগর মেলার জন্য স্পেশাল ট্রেন

    গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) পুন্যার্থীদের সুবিধার্থে প্রতি বছরই অনন্য পরিষেবা দেয় রেল। এবারও তার অন্যথা হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ-লক্ষ পুন্যার্থী ভিড় জমান সাগরমেলায়। এককথায় সাগরদ্বীপ এই মেলার সময় হয়ে ওঠে মিনি ভারতবর্ষ। প্রতি বছর গঙ্গাসাগর মেলায় যাওয়া পুন্যার্থীদের সুবিধার্থে অভূতপূর্ব পরিষেবা দেয় পূর্বরেল। স্পেশাল ট্রেন চালানোর পাশাপাশি ট্রেনের সংখ্যাও বাড়ানো হয়। এবারও পুন্যার্থীদের সুবিধার্থে বাম্পার পদক্ষেপ করেছে রেল। বিবৃতি দিয়ে এব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছে রেল।

    বিস্তারিত পড়ুন- Gangasagar Mela: সামনেই গঙ্গাসাগর মেলা, পুন্যার্থীদের সুবিধার্থে বাম্পার বন্দোবস্ত রেলের!



  • Jan 04, 2025 13:35 IST

    West Bengal News Live: ফের বাঘের হানায় মৃত্যু

    ফের সুন্দরবনে বাঘের আক্রমণে মৎস্যজীবীর মৃত্যু। গতকাল অর্থাৎ ৩ জানুয়ারি সুন্দরবন টাইগার রিজার্ভের অধীনে চোরাগাছিতে অন্য দুই সহ-মৎস্যজীবীর সঙ্গে কাঁকড়া ধরছিলেন গণেশ কাহার নামে এক মৎস্যজীবী। তাখনই তার উপর একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে। সঙ্গীরা কোনওমতে তাকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায়। তার পরিবারের সদস্যরা তাকে ছোটমোল্লা খালির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 



  • Jan 04, 2025 13:21 IST

    West Bengal News Live: তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৫

    মালদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনে আরও বাড়ল ধৃতের সংখ্যা। খুনের সঙ্গে জড়িত সন্দেহে আরও দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মালদা জেলা তৃণমূলের সহ সভাপতি দুলাল সরকার ওরফে বাবলা সরকার খুনে এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে ৫। এবার মালদা শহরেরই দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হত্যাকাণ্ডে জড়িত বলে দাবি তদন্তকারীদের।


    বিস্তারিত পড়ুন- TMC Leader Murder Case: আরও গাঢ় রহস্য! মালদার তৃণমূল নেতা খুনে ধৃতের সংখ্যা বেড়ে ৫



  • Jan 04, 2025 12:00 IST

    West Bengal News Live: 'পুলিশ'ই গ্রেপ্তার

    পাসপোর্ট জালিয়াতি মামলায় এবার প্রাক্তন এক সাব ইন্সপেক্টরকে গ্রেফতার করল পুলিশ। উত্তর ২৪ পরগনার হাবরার অশোকনগর থেকে তাকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। সদ্য চাকরি জীবন থেকে অবসর গ্রহণ করেছিলেন ওই ব্যক্তি। কলকাতা পুলিশে চাকরি করতেন তিনি। চাকরি সূত্রেই নানা যোগাযোগ তৈরি হয়েছিল, সেই সুবাদেই পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি। ধৃতকে দফায়-দফায় জেরা তদন্তকারীদের।



  • Jan 04, 2025 11:45 IST

    West Bengal News Live: বাড়ির একাংশ থেকে বেরোচ্ছে তেল

    বাড়ির একাংশ থেকে বের হচ্ছে তেল। এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন পরিবারের সদস্য এলাকার অন্যান্য বাসিন্দারাও। এক, দু'দিন নয়... বছর খানেকেরও বেশি সময় ধরে এই ঘটনা ঘটে চলেছে। তবে এবার পরিস্থিতি আরও আশঙ্কার হওয়ায় ঘোর উদ্বেগে পরিবারটি। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার। বিষয়টি স্থানীয় থানা, পুরসভায় লিখিত আকারে জানানো হয়েছে ওই পরিবারের তরফে। ONGC, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের IIPC বিভাগেও খবর গিয়েছে। 

    বিস্তারিত পড়ুন- Strange News: বাড়ির একাংশ থেকে বেরোচ্ছে তেল, তাজ্জব ঘটনায় তোলপাড়!



  • Jan 04, 2025 10:22 IST

    West Bengal News Live: যুবকের দেহ উদ্ধার

    খাস কলকাতা শহরে এক যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সাতসকালে রেসকোর্স এলাকায় রাস্তার ধারে আধঝোলা অবস্থায় যুবকের দেহটি দেখতে পান স্থানীয়রা। দ্রুত খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। যুবককে খুন করা হয়েছে নাকি তিনি আত্মহত্যা করেছেন? তা তদন্ত করে দেখছে পুলিশ।



  • Jan 04, 2025 10:15 IST

    West Bengal News Live:শুরু সুন্দরবন মেলা

    শুরু হয়ে গেল ৪৬তম বর্ষের সুন্দরবন মেলা। শুক্রবার ৩ জানুয়ারি থেকে ক্যানিংয়ের মাতলা নদীর চরে এই মেলা শুরু হয়। মেলা চলবে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত। এই মেলার বিশেষ আকর্ষণ সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার শিল্পীদের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর প্রদর্শন ও বিক্রি। সেই সঙ্গে মেলা প্রাঙ্গণে থাকা মঞ্চে প্রতিদিন নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপরি পাওনা।  

    বিস্তারিত পড়ুন- Sundarban Mela: শুরু সুন্দরবন মেলা, 'রথ দেখা-কলা বেচা' দুটোরই দারুণ সুযোগ পর্যটকদের!



  • Jan 04, 2025 09:00 IST

    West Bengal News Live: বরাতজোরে রক্ষা সৌরভ-কন্যা সানার!

    শুক্রবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের কন্যা সানা গঙ্গোপাধ্যায়ের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। বেহালা চৌরাস্তা এলাকায় সানার গাড়িতে ধাক্কা দেয় একটি বাস। বাসের ধাক্কায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও বিপত্তি এড়িয়েছেন সানা। আঘাত না লাগলেও এই ঘটনায় সানা স্বভাবতই বেশ আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে পুলিশ বাসটির চালককে আটক করেছে।



  • Jan 04, 2025 08:56 IST

    West Bengal News Live:ঠান্ডা স্থায়ী কতদিন?

    ঠান্ডার জমাটি আমেজ রাজ্যের সর্বত্র। শুক্রবারের পর শনিবারেও শীতের জোরালো মেজাজ অনুভূত হচ্ছে শহর থেকে জেলায়। তবে কতদিন এই ঠান্ডার রেশ থাকবে তা নিয়ে সংশয় রয়েছে। এরই মাঝে বেশ কয়েকটি জেলায় বৃষ্টির (Rain) সম্ভাবনাও তৈরি হয়েছে। আগামী কয়েক দিন কেমন থাকবে আবহাওয়ার পরিস্থিতি? কতদিন স্থায়ী হবে কনকনে শীত (Winter)?

    বিস্তারিত পড়ুন- West Bengal Weather: কনকনে শীতেই বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, ঠান্ডা স্থায়ী কতদিন?



  • Jan 04, 2025 08:55 IST

    West Bengal News Live:বাগযুদ্ধে জড়ালেন বাবুল-অভিজিৎ

    শুক্রবার রাতে দ্বিতীয় হুগলি সেতুর ওপর রীতিমতো তর্কাতর্কিতে জড়িয়ে পড়লেন তৃণমূলের বাবুল সুপ্রিয় এবং বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। তাঁর অভিযোগ, পিছনের দিক থেকে যাচ্ছিল বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গাড়ি। গাড়িটি একনাগাড়ে হর্ন দিচ্ছিল ও দ্রুত গতিতে যাচ্ছিল। বাবুল গাড়ি থেকে মুখ বের করে আপত্তি জানান। এরপরেই গাড়ি থামিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে কটু কথা বলতে শুরু করে দেন বলে দাবি বাবুল সুপ্রিয়র। এই বিষয়টি নিয়েই দুই রাজনীতিকের মধ্যে তুমুল তর্কাতর্কি বেধে যায়।



news of west bengal news in west bengal Bangla News Bengali News Today
Advertisment