Malda news: মালদায় হুলস্থূল! কী নিয়ে উত্তেজনা? বিরাট অভিযোগে ধুন্ধুমার

Malda news: চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল ইংরেজবাজার শহরের গাবগাছি এলাকার একটি নার্সিংহোমে।

Malda news: চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল ইংরেজবাজার শহরের গাবগাছি এলাকার একটি নার্সিংহোমে।

author-image
IE Bangla Web Desk
New Update
Malda Civic Death: মালদায় উত্তেজনা

চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা

Malda news: চিকিৎসায় গাফিলতির অভিযোগে দুর্ঘটনায় জখম সিভিকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল ইংরেজবাজার শহরের গাবগাছি এলাকার একটি নার্সিংহোমে। বুধবার দুপুরে গৌড়বঙ্গ বাস টার্মিনাস লাগোয়া এলাকার এক নার্সিংহোমের সামনে সিভিক ভলেন্টিয়ারের মৃতদেহ রেখে বিক্ষোভ দেখান পরিবার এবং আত্মীয়েরা।

Advertisment

মৃতের পরিবারের অভিযোগ, ২৪ ঘন্টা ধরে ওই রোগী ভর্তি থাকলেও কোনরকম চিকিৎসা হয় নি। ডাক্তারেরাও আসে নি। শুধু মোটা টাকা গুনতে হয়েছে ওই নার্সিংহোমে। অবশেষে এদিন দুপুরেই মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই সিভিক ভলেন্টিয়ার । এরপরই ওই নার্সিংহোমের সামনেই মৃতদেহ রেখেই ক্ষোভ দেখানো হয় । 

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। মৃতের পরিবারের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের পরিপেক্ষিতে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisment

স্থানীয় সূত্রে জানা গিয়েছে ,মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম মিঠুন সরকার (৩৭)। তার বাড়ি ইংরেজবাজার থানার মহদিপুর গ্রাম পঞ্চায়েতের খাসিমারি এলাকায়। মঙ্গলবার বিকেলে সুস্থানি মোড় এলাকার ১২ নম্বর জাতীয় সড়কে মোটরবাইক নিয়ে যাওয়ার সময় একটি জেসিবি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিভিক ভলেন্টিয়ারকে ধাক্কা মারে। তখনই গুরুতর জখম হয় মিঠুন। এরপর স্থানীয়দের সহযোগিতায় পরিবারে লোকেরা আহতকে গৌড়কন্যা বাস টার্মিনাল সংলগ্ন এলাকার একটি নার্সিংহোমে ভর্তি করেন। 

আরও পড়ুন- IPac কর্মীদের সরকারি চাকরি দেওয়ার ষড়যন্ত্র! 'বিস্ফোরক' অভিযোগে বাংলা কাঁপালেন শুভেন্দু

মৃতের স্ত্রী রুমা সরকার বলেন, ২৪ ঘন্টা ধরে তার স্বামী ওই নার্সিংহোমে ভর্তি থাকলেও কোনরকম চিকিৎসা হয় নি। একবারের জন্য ডাক্তারেরাও আসে নি । দুর্ঘটনার পর অনেক রক্তক্ষরণ হয়েছে। বুধবার সকাল থেকে স্বামীর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বারবার ওই নার্সিংহোম কর্তৃপক্ষকে আমরা একথা গিয়ে বলেছি। কিন্তু কেউ কোনও গুরুত্ব দেয় নি। অবশেষে এদিন দুপুরে স্বামীর মৃত্যুর কথা জানানো হয় । ওই নার্সিংহোম কর্তৃপক্ষের গাফিলতির জন্যই স্বামীর মৃত্যু হয়েছে। পুরো বিষয়টি নিয়ে ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। 

এদিকে মৃতের পাড়া প্রতিবেশীদের অভিযোগ, এই গাবগাছি এলাকায় ব্যাঙের ছাতার মতোন অসংখ্য নার্সিংহোম গজিয়ে উঠেছে। কোনরকম স্বাস্থ্যপরিকাঠামো ছাড়াই রোগীদের ভর্তি করানো হচ্ছে। আর এরকমভাবে বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটনা ঘটছে। এদিন ওই সিভিক ভলেন্টিয়ার মৃত্যুর কারণেই সম্পূর্ণভাবেই নার্সিংহোম কর্তৃপক্ষ দায়ী। এব্যাপারে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও তুলেছেন মৃতের পরিবার ও আত্মীয়-স্বজনেরা। 

যদি ওই নার্সিংহোমের ম্যানেজার মিঠু আলি জানিয়েছেন, ওই রোগীর অবস্থা আগে থেকেই সংকটজনক ছিল। সবরকম ভাবে চেষ্টা করেও ওই রোগীকে বাঁচানো যায় নি। কিন্তু এখন যে অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। যেহেতু প্রশাসনে অভিযোগ হয়েছে, কাজেই পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে। 

আরও পড়ুন-পহেলগাঁও হালমার বর্বরতা এবার গনেশ চতুর্থীর থিমে! শহীদদের শ্রদ্ধা, সেনাকে সম্মানে অসাধারণ আয়োজন চমকে দেবে

ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারে পক্ষ থেকে গাবগাছি এলাকার একটি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। 

Malda