Odisha student sexual harassment: নামি কলেজের অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির ভয়ঙ্কর অভিযোগ, ব্যবস্থা না নেওয়ায় ক্যাম্পাসে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ছাত্রী

Odisha student sexual harassment: শনিবার, যৌন হয়রানির শিকার হয়ে ওড়িশার এক ছাত্রী নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে যে, ওই ছাত্রী একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন।

Odisha student sexual harassment: শনিবার, যৌন হয়রানির শিকার হয়ে ওড়িশার এক ছাত্রী নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে যে, ওই ছাত্রী একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
ওড়িশা কলেজ ছাত্রী আত্মহত্যা চেষ্টা  যৌন হয়রানি কলেজ শিক্ষক  Odisha student suicide news  শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ  কলেজ ক্যাম্পাসে অগ্নিদগ্ধ  অধ্যক্ষের ভূমিকা  ICC তদন্ত যৌন হয়রানি  AIIMS Bhubaneswar চিকিৎসা  মানসিক চাপে আত্মঘাতী পদক্ষেপ  ওড়িশা ছাত্রী অগ্নিদগ্ধ ঘটনা

অধ্যাপকের বিরুদ্ধে যৌন হয়রানির ভয়ঙ্কর অভিযোগে, ব্যবস্থা না নেওয়ায় ক্যাম্পাসে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন ছাত্রী

Odisha student sexual harassment:  যৌন হয়রানির অভিযোগে কোনও ব্যবস্থা না নেওয়ায় কলেজ ক্যাম্পাসে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর, তোলপাড় ফেলা ঘটনায় চূড়ান্ত শোরগোল! 

Advertisment

শনিবার, যৌন হয়রানির শিকার হয়ে ওড়িশার এক ছাত্রী নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে যে, ওই ছাত্রী একজন শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু ওই শিক্ষকের বিরুদ্ধে কোন ব্যবস্থা না নেওয়ায় চরম পদক্ষেপের পথে হাঁটেন ওই পড়ুয়া। এই ঘটনায় ছাত্রীটির ৯০ শতাংশ পুড়ে গেছে বলে জানা গিয়েছে। 

দুপুরের পরই 'খেলা শুরু', তুমুল দুর্যোগের ভয়ঙ্কর সম্ভাবনা, ধুঁয়াধার বৃষ্টিতে নাজেহাল কোন কোন জেলা?

Advertisment

পুলিশ জানিয়েছে যে, ওই ছাত্রী শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ দায়ের করেছিলেন। ছাত্রীটিকে বাঁচাতে গিয়ে আরও একজন ছাত্রীও আগুনে পুড়ে যায় এবং দুজনকেই জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ছাত্রীটিকে উন্নত চিকিৎসার জন্য ভুবনেশ্বরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস) -এ রেফার করা হয়।

ছাত্রটি এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছিল 

কর্মকর্তারা জানিয়েছেন যে, ভুক্তভোগী কলেজের ইন্টিগ্রেটেড বি.এড. কোর্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী। শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তিনি এক সপ্তাহ ধরে কলেজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচিও চালাচ্ছিলেন।

অভিযোগটি ৩০ জুন দায়ের করা হয়েছিল

অধ্যক্ষ দিলীপ ঘোষ বলেন, "ছাত্রীটি আমার কাছে এসে শিক্ষিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিল। তাকে মানসিকভাবে বিধ্বস্ত দেখাচ্ছিল, তাই আমি তাকে কাউন্সেলিং করার পরামর্শ দিই। ৩০ জুন ওই ছাত্রী একটি  অভিযোগ দায়ের করেন। অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (ICC) বর্তমানে তদন্ত করছে।"অপর এক কর্মকর্তা জানিয়েছেন যে পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষককে আটক করেছে। 

দাপুটে তৃণমূল নেতাকে পরপর গুলি, লুটিয়ে পড়ে ছটফট করে মৃত্যু, চূড়ান্ত চাঞ্চল্য

বালাসোরের বিধায়ক মানস দত্ত বলেন, "ছাত্রীটির অবস্থা আশঙ্কাজনক। আমাদের প্রথম অগ্রাধিকার হলো তার জীবন বাঁচানো।" ভুক্তভোগীর বন্ধুদের মতে, বিভাগীয় প্রধানের দ্বারা হয়রানির অভিযোগের কারণে ছাত্রীটি গত বেশ কয়েকদিন ধরে তীব্র মানসিক চাপের মধ্যে ছিল। বন্ধুরা আরও জানিয়েছেন যে কলেজ প্রশাসন বা পুলিশ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় ওই ছাত্রী মানসিক ভাবে আরও ভেঙে পড়েন। 

odisha Sexual harassment