IMD Weather Forecast: দুপুরের পরই তুমুল দুর্যোগের ভয়ঙ্কর সম্ভাবনা, ধুঁয়াধার 'বৃষ্টি'তে নাজেহাল বাংলার কোন কোন জেলা?

IMD Weather Forecast: আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিদ্যমান নিম্নচাপ বর্তমানে কিছুটা দুর্বল হলেও বৃষ্টির রেশ চলবে।

IMD Weather Forecast: আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিদ্যমান নিম্নচাপ বর্তমানে কিছুটা দুর্বল হলেও বৃষ্টির রেশ চলবে।

author-image
IE Bangla Web Desk
New Update
কলকাতা বৃষ্টির পূর্বাভাস  ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গ  IMD forecast rain West Bengal  দক্ষিণবঙ্গে বৃষ্টি  উত্তরবঙ্গে প্রবল বর্ষণ  কলকাতা জলমগ্ন  আবহাওয়া দফতরের সতর্কতা  পশ্চিমবঙ্গে মৌসুমি বায়ু সক্রিয়  সোম থেকে বৃষ্টি রাজ্যে  low pressure over Gangetic Bengal

দুপুরের পরই 'খেলা শুরু'

Kolkata Weather Today: বঙ্গে ফের শুরু হতে চলেছে বৃষ্টির দাপট। আগামী সোমবার (১৫ জুলাই) থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর (IMD)। তবে আপাতত কলকাতা ও সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং আংশিক মেঘলা আকাশই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisment

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর বিদ্যমান নিম্নচাপ বর্তমানে কিছুটা দুর্বল হলেও বৃষ্টির রেশ চলবে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পুরুলিয়ায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (৭ থেকে ১১ সেমি পর্যন্ত)।

আবহাওয়া দফতরের এক আধিকারিক জানিয়েছেন, "নিম্নচাপ পশ্চিম দিকে সরে গিয়ে দুর্বল হচ্ছে ঠিকই, তবে সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সমুদ্র স্বাভাবিক থাকবে, মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি।"

Advertisment

 IIM জোকা ধর্ষণ মামলায় নয়া মোড়, নির্যাতিতার বাবার 'বিস্ফোরক বয়ান', প্রশ্নের মুখে তদন্তের ভবিষ্যত

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

এদিকে, রবিবার থেকেই উত্তরবঙ্গে নতুন করে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় টানা পাঁচ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুরেও মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আবহাওয়া দফতরের আশঙ্কা, তিন দিনের বেশি টানা বৃষ্টি হলে কিছু জায়গায় স্থানীয় বন্যার আশঙ্কা থাকছে।

তাপমাত্রা অনেকটাই কমেছে

বৃষ্টির কারণে রাজ্যজুড়ে তাপমাত্রা কিছুটা কমেছে। শুক্রবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি কম। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি, যা মরসুমের স্বাভাবিক গড়ের থেকে ৩.২ ডিগ্রি কম।

দাপুটে তৃণমূল নেতাকে পরপর গুলি, লুটিয়ে পড়ে ছটফট করে মৃত্যু, চূড়ান্ত চাঞ্চল্য

সতর্কতা প্রশাসনকে

যদিও এখনই কোনও রেড অ্যালার্ট নেই, তবে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া দফতর। বিশেষ করে নিচু এলাকা ও জল জমার প্রবণ জায়গাগুলিতে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহজুড়ে রাজ্যে বৃষ্টির প্রভাব বজায় থাকবে বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

IMD Alipore Weather Office