OLA-Uber App Cab: লক্ষ্মীবারে শহরে মিলবে না OLA-Uber! অ্যাপ ক্যাব নিয়ে বড় আপডেট জানুন

App Cab Service in Kolkata: কলকাতায় প্রায় ২০-২৫ হাজার অ্যাপ ক্যাব চলে। এই অফলাইন ডে-র ফলে প্রায় ১০-১২ হাজার ক্যাব রাস্তায় নামবে না বলে জানিয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ।

author-image
Joyprakash Das
New Update
app cab fare increasing, government's guideline should implement, says drivers

App cab service: বৃহস্পতিবার চালকরা অফলাইন হয়ে কলকাতায় মিছিল করবে

App Cab Service: অ্যাপ ক্যাবের ভাড়া পুনর্বিন্যাস, বাইক ট্যাক্সির কমার্শিয়াল নম্বর-সহ একাধিক দাবিতে অফলাইন ডে পালন করবে কলকাতা OLA-Uber অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়ন (CITU)। আগামিকাল, বৃহস্পতিবার চালকরা অনলাইন থাকবেন না। রাস্তায় গাড়ি অমিল হলে সমস্যায় পড়বেন সাধারণ যাত্রীরা। সংগঠনের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "বিভিন্ন দাবিদাওয়া আদায়ে আগামিকাল, বৃহস্পতিবার অফলাইন ডে -তে অ্যাপ-ক্যাবের চালকরা কলকাতায় মিছিল করবে। রামলীলা ময়দানে জমায়েত করে মৌলালি থেকে মিছিল শুরু হয়ে ধর্মতলায় শেষ হবে।"

Advertisment

কলকাতায় প্রায় ২০-২৫ হাজার অ্যাপ ক্যাব চলে। এই অফলাইন ডে-র ফলে প্রায় ১০-১২ হাজার ক্যাব রাস্তায় নামবে না বলে জানিয়েছেন ইন্দ্রজিৎ ঘোষ। তাঁর দাবি, "চালকদের বেশ কিছু সমস্যার কথা এগ্রিকেটর কোম্পানিগুলিকে (ওলা, উবের, ইনড্রাইভ, র‍্যাপিডো, যাত্রীসাথী) এবং রাজ্য সরকারকে দীর্ঘ দিন ধরে জানানো হয়েছে। তাদের লিখিত ভাবে জানিয়েছি। তাদের সঙ্গে আলোচনাতেও বসেছি, কিন্তু সমস্যার সমাধান হচ্ছে না। রাজ্য সরকারের সঙ্গেও দফায় দফায় আলোচনা করেছি। রাজ্য সরকারের সেই অর্থে কোনও ভূমিকা নেই।"

আরও পড়ুন মেট্রো বন্ধেও 'কুছ পরোয়া নেহি'! শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে উবর শাটল

কলকাতা ওলা-উবের অ্যাপ ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভারস ইউনিয়নের মূল দাবি-

Advertisment

* এগ্রিকেটর আইন অনুযায়ী অ্যাপ ক্যাবগুলির ভাড়া প্রতিবছর রাজ্য সরকার ঘোষণা করবে। এবছর ভাড়া হোক ক্যাবগুলিতে: প্রতি কিলোমিটারে ন্যূনতম Non AC ২৫ ও AC ৩০ টাকা। বাইক ট্যাক্সিতে প্রতি কিলোমিটারে ১২ টাকা।

* রাজ্য সরকারের উদ্যোগে বেশ কিছু বাইক ট্যাক্সির কমার্শিয়াল নং প্লেট দেওয়া হয়েছে। এখনও বড় অংশ বাকি আছে। রাজ্য সরকার ঘোষণা করেছে ৩১ মার্চের পর এগ্রিকেটররা কমার্শিয়াল নম্বর ছাড়া বাইক ট্যাক্সি চালাতে পারবে না। আমরাও কমার্শিয়াল নম্বর করেই বাইক ট্যাক্সি চালাতে চাই। কিন্তু লোন থাকার জন্য অনেকেই প্রাইভেট নম্বর প্লেট থেকে হলুদ নং প্লেট করাতে পারছেন না। প্রতি মঙ্গলবার রাজ্যের বিভিন্ন RTO-তে যাচ্ছে। কিন্তু হয়রানির শিকার হচ্ছে। রাজ্য সরকারকে অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে।

* Vehicle Location Tracking Device (VLTD)-এর কোনও কার্যকারিতা আমরা দেখতে পাচ্ছি না, থানার সঙ্গে ট্র্যাকিং হচ্ছে না। এরকম চললে VLTD বন্ধ করতে হবে। এর সঙ্গে বাৎসরিক রিচার্জের টাকার পরিমাণ কমাতে হবে।

* কলকাতায় সমস্ত CNG পাম্পগুলিতে পর্যাপ্ত CNG রাখতে হবে এবং CNG পাম্পগুলিতে যে ধরনের অশান্তি হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে।

এই সব দাবিদাওয়ার কারণেই বৃহস্পতিবার চালকরা অফলাইন হয়ে কলকাতায় মিছিল করবে। ইন্দ্রজিৎ ঘোষ বলেন, "এরপরেও সমস্যার সমাধান না হলে আমরা লাগাতার ধর্মঘট করতে বাধ্য হব। যাত্রী পরিষেবার বিঘ্ন ঘটবে জেনেও আমরা এই পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছি, কারণ আমরা নিরুপায়।" কলকাতার রাস্তায় অ্যাপ ক্যাবের সংখ্যা কম থাকলে স্বভাবতই যাত্রী সাধারণ সমস্যায় পড়বেন।

uber Ola West Bengal News App Cab Uber service west bengal latest news