uber shuttle: মেট্রো বন্ধেও 'কুছ পরোয়া নেহি'! শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে উবর শাটল

sealdah to sector five uber shuttle: রক্ষণাবেক্ষণের কাজের জন্য ইস্ট ওয়েস্ট মেট্রো করিডরে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ পরিষেবা বন্ধ রয়েছে। এর জেরে যাত্রীদের ভোগান্তি এড়াতে নয়া রুট চালু উবেরের।

author-image
Nilotpal Sil
আপডেট করা হয়েছে
New Update
uber shuttle service, sealdah to sector five uber shuttle,sealdah to sector five uber shuttle timings,শিয়ালদহ সেক্টর ফাইভ উবের শাটল, উবের শাটল

uber shuttle: শিয়ালদহ থেকে চালু উবের শাটলের নয়া রুট।

uber shuttle service start from today in sealdah to sector five route: শিয়ালদহ থেকে নিউ টাউন পর্যন্ত নতুন উবর শাটল রুট চালু। রক্ষণাবেক্ষণের কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো করিডরে শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। তাই এই রুটে অগণিত অফিসযাত্রী থেকে শুরু করে অন্যদের সুবিধার্থে চালু হল নয়া উবর শাটল সার্ভিস। আজ বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি থেকে আগামী ১৩ মার্চ পর্যন্ত শিয়ালদহ-নিউটাউন রুটে চালু থাকবে নয়া এই উবর শাটল পরিষেবা। 

Advertisment

২০২৩ সালে Uber এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দফতরের মধ্যে একটি মউ স্বাক্ষরিত হয়েছিল। সেই সময়েই Uber সংস্থাকে মেট্রোর কাজ চলাকালীন পরিষেবা বন্ধ থাকলে অতিরিক্ত পরিষেবা দিতে অনুরোধ করা হয়েছিল। এবার সেই কথাই রাখল Uber। শিয়ালদহ-নিউটাউন রুটে মেট্রো বন্ধ থাকার জেরে যাত্রীদের ভোগান্তি রুখতে নতুন Uber শাটল রাইড চালু। 

এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, "পরিবহণের অপশনগুলি বাড়ানো এবং একটি মসৃণ যাতায়াত ব্যবস্থা নিশ্চিত করা পশ্চিমবঙ্গ সরকারের কাছে অগ্রাধিকার পায়। নতুন এই উবর রুট যাত্রীদের একটি নিরাপদ এবং সুবিধাজনক বিকল্প এনে দেবে।"

জানা গিয়েছে, নতুন এই রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে সকাল ১১টা এবং বিকেল ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রতি ১৫ মিনিট অন্তর বাস চলবে। যাত্রীরা উবর অ্যাপের মাধ্যমে সিট আগে থেকে বুক করতে পারেন। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলিতে লাইভ ট্র্যাকিং থেকে শুরু করে উবেরের ২৪/৭ সেফটি লাইন এবং অ্যাপ নির্ভর নিরাপত্তার সব ধরনের সুবিধা থাকবে। এক কথায় একটি নিখাদ আরামদায়ক ও নির্ভরযোগ্য যাত্রার অভিজ্ঞতা হবে এই নতুন উবের শাটল রুটে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live:সূত্রের খবরে অতর্কিতে হানা, হাওড়ায় ৭০০ কেজিরও বেশি গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার এক

কলকাতায় নয়া এই রুট চালুর ব্যাপারে উবর সাটেলের তরফে অমিত দেশপান্ডে বলেন, "কলকাতায় উবের শাটল রুট চালু করার পর থেকে ইতিবাচক সাড়া মিলেছে। আমাদের ওপর আবারও বিশ্বাস রাখার জন্য পরিবহণ দফতরের কাছে আমরা কৃতজ্ঞ। এই নতুন রুট চালুর মাধ্যমে আমরা মেট্রো বন্ধের সময় যাত্রীদের একটি দারুণ বিকল্প যাত্রার সুবিধা দিতে পারব।"

আরও পড়ুন- Murshidabad News: তৃণমূলের প্রভাবশালী বিধায়ক-শিল্পপতির বাড়ি-কারখানায় এজেন্সির হানা, চক্রান্তের অভিযোগ শাসকদলের

শহর কলকাতার পাশাপাশি উবরের নেটওয়ার্ক কলকাতার লাগোয়া জেলাগুলিতেও পৌঁছেছে। কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনার বারাকপুর, বারাসাত, সোদপুর থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর, বারুইপুরেও উবর পরিষেবা মেলে। তবে এবার মেট্রো বন্ধ থাকার জেরে শিয়ালদহ থেকে নিউ টাউন পর্যন্ত উবরের নতুন এই রুট চালুর জেরে যাত্রীরাও দারুণ আরামের যাত্রা উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে।

কীভাবে উবের শাটল ট্রিপ বুক করবেন?

● উবের অ্যাপটি খুলুন এবং উপলব্ধ অপশনগুলি থেকে ‘শাটেল’ সিলেক্ট করুন।

● আপনার পিকআপ এবং ড্রপ অফ লোকেশন লিখুন।

● আপনার রুট এবং প্রস্থানের সময় সিলেক্ট করুন।

● রিকোয়েস্ট অপশনটি সিলেক্ট করুন এবং আপনার শাটেল ট্রিপ নিশ্চিত করুন। 

● আপনার ড্রাইভার এবং গাড়ির তথ্য সহ একটি পুশ নোটিফিকেশন পাবেন।

● আপনার যাওয়ার নির্ধারিত সময়ের কমপক্ষে ৫ মিনিট আগে পিকআপ লোকেশনে পৌঁছে যান।

● শাটেলে উঠে ড্রাইভারকে আপনার কিউ আর কোড দেখান।

east-west metro uber Sealdah New Town Bengali News Today Uber service news in west bengal news of west bengal uber shuttle