Pamela Goswami on RG Kar Protests: কোকেন কাণ্ডে অভিযুক্ত বিজেপি যুবনেত্রী স্বাস্থ্য ভবনের সামনে প্রতিবাদী জুনিয়র ডাক্তারদের ধরনাস্থলে। সেই ছবি নিয়ে এবার আসরে তৃণমূল কংগ্রেস। কোকেন পাচারে অভিযুক্ত হয়ে দীর্ঘদিন জেলে ছিলেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। সেখানে রীতিমতো জুনিয়র ডাক্তারদের সঙ্গে বসে স্লোগান দিতে, তাঁদের খাবার দিতে দেখা গিয়েছে পামেলাকে। সেই ছবি নিয়ে আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ সরব হয়েছিলেন। বৃহস্পতিবার তৃণমূলও ময়দানে নেমেছে।
পামেলার উপস্থিতি নিয়ে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। শাসকদের তরফে জুনিয়র ডাক্তারদের উদ্দেশে বলা হয়েছে, তাঁরা যেন এধরনের ঘটনা প্রতিরোধ করেন। তৃণমূলের আরও অভিযোগ, বিজেপি যে এই অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক করতে চাইছে, সেটা পামেলার উপস্থিতিই প্রমাণ করে দিয়েছে। পামেলা বুধবার ধরনাস্থলে উপস্থিত থাকার ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন।
বিজেপি নেত্রী, একদা মাদক কান্ডে ধৃত পামেলা গোস্বামী গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, সাহায্যও করেছেন। অরাজনৈতিক!!!
— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 11, 2024
Pamela Goswami, BJP leader, once arrested in drug case, participated in junior doctors' protest and helped them. Is it nonpolitical? https://t.co/wKIlU1YCzv
পাল্টা বিজেপির দাবি, পামেলা দলীয় কোনও পদে নেই। রাজ্য বিজেপির মুখপাত্র আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি বলেন, 'পামেলা আমাদের দলের কোনও পদে নেই। দ্বিতীয়ত, পামেলার বিরুদ্ধে আদালতে কিছুই প্রমাণিত হয়নি। আদালত তাঁকে মুক্তি দিয়েছে। এটা স্পষ্ট যে, তাঁকে ফাঁসানো হয়েছিল।' চিকিৎসকদের আন্দোলন হাইজ্যাক করা নিয়ে বিজেপি নেতার দাবি, 'এই আন্দোলন ডাক্তারদেরই। সেটা হাইজ্যাক করার কোনও প্রশ্নই নেই। মনুষ্যত্ব থাকলে তৃণমূলের নেতারাও এই আন্দোলনের পাশে থাকতে পারেন।'
আরও পড়ুন টানা আন্দোলনে ডাক্তাররা, রফা খুঁজতে মরিয়া নবান্ন, ফের বৈঠকে ডাক, দাবি মানবে রাজ্য?
কী লিখেছেন কুণাল ঘোষ?
পামেলার পোস্ট এক্স হ্যান্ডেলে শেয়ার করে কুণাল ঘোষ লিখেছিলেন, 'বিজেপি নেত্রী, একদা মাদক কান্ডে ধৃত পামেলা গোস্বামী গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনে, সাহায্যও করেছেন। অরাজনৈতিক!!!' আরও লিখেছেন, 'এটা কোথাকার ছবি? ইনি কে? সোশ্যাল মিডিয়ায় যা ঘুরছে, তা কি ঠিক? ইনি যদি তিনি হন, তা হলে ইনি এখানে কেন? ইনি এলেন? না ডাকা হল? ডাকা হলে কেন হল? যদি কেউ স্পষ্ট করে ঘটনাস্থল এবং চরিত্রগুলি জানাতে পারেন, পোস্ট করবেন প্লিজ। আমি কনফিউজড।'
আরও পড়ুন নির্যাতিতার শরীরে উল্লিখিত 'হিউম্যান বাইট' কার? রহস্যভেদে বাম্পার পদক্ষেপ CBI-র
কুণালের বক্তব্যের জবাবে পাল্টা পামেলা বলেছেন, 'আমি জুনিয়র ডাক্তারদের অবস্থানে ছিলাম। আমাকে রাজ্য পুলিশের সিট মামলা থেকে অব্যাহতি দিয়েছে। সুপ্রিম কোর্টও আমাকে মুক্তি দিয়েছে। আসলে প্রতিহিংসার জন্যই আমাকে এসব কথা বলা হচ্ছে।'