Rhino: জলদাপাড়া, গরুমারায় বেড়েছে গণ্ডারের সংখ্যা, উচ্ছ্বসিত বনমন্ত্রী

Jaldapara & Gorumara: উত্তরবঙ্গের এই দুই জাতীয় উদ্যানে বেড়েছে গণ্ডারের সংখ্যা। সম্প্রতি গণ্ডার সুমারির রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতেই এই বিষয়টি স্পষ্ট হয়েছে।

Jaldapara & Gorumara: উত্তরবঙ্গের এই দুই জাতীয় উদ্যানে বেড়েছে গণ্ডারের সংখ্যা। সম্প্রতি গণ্ডার সুমারির রিপোর্ট প্রকাশ্যে এসেছে, তাতেই এই বিষয়টি স্পষ্ট হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
rhino

Rhino: দুই জাতীয় উদ্যানে বেড়েছে গণ্ডারের সংখ্যা।

one horned rhino population increase in jaldapara: গত কয়েক বছরের রাজ্যের বনাঞ্চলগুলিতে চোরাশিকারীদের দৌরাত্ম্য বন্ধে নানাবিধ উদ্যোগ নিয়েছিল বনদফতর। রাজ্য বনবিভাগের সেই লাগাতার প্রচেষ্টারই এবার হাতেনাতে ফল মিলেছে। চোরাশিকারীদের দৌরাত্ম্য তলানিতে ঠেকতেই বনাঞ্চলে বেড়েছে বন্যপ্রাণের সংখ্যা। রাজ্যের দুই জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা-বৃদ্ধিতে রীতিমতো খুশি বনমন্ত্রী থেকে শুরু করে বদফতরের শীর্ষকর্তারা। খুশি পশুপ্রেমী মানুষজনও।

Advertisment

সাম্প্রতিকতম গণ্ডার সুমারির রিপোর্ট কার্ডে ধরা পড়েছে রাজ্য বন দফতরের সাফল্যের কাহিনী। জলদাপাড়া জাতীয় উদ্যানে সম্প্রতি যে গণ্ডার সুমারির ফল বের হয়েছে তাতেই দেখা গিয়েছে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা বেড়েছে। শুধু জলদাপাড়াই নয়, গরুমারা জাতীয় উদ্যানেও বেড়েছে গণ্ডারের সংখ্যা। ২০২২ সালের সুমারিতে জলদাপাড়া জাতীয় উদ্যানে একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা ছিল ২৯২টি। চলতি বছরে ওই জাতীয় উদ্যানে যে সুমারি হয়েছে তাতে দেখা গিয়েছে, একশৃঙ্গ গণ্ডারের সংখ্যা ওই জঙ্গলে বেড়ে হয়েছে ৩৩১টি।

জঙ্গলে চোরাশিকার রুখতে গত কয়েক বছরে চূড়ান্ত তৎপরতা নিয়েছিল রাজ্য বনদফতর। এবার দুই জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা বৃদ্ধিতে সেই উদ্যোগেরই বাস্তবায়ন দেখতে পাচ্ছেন বনকর্তারা। 

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live: রাজ্য সরকারি কর্মীদের জন্য বাম্পার সুখবর! বেতন বৃদ্ধির নয়া বিজ্ঞপ্তি প্রকাশ

রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা দুই জাতীয় উদ্যানে গণ্ডারের সংখ্যা বৃদ্ধি নিয়ে জানিয়েছেন, বনদফরের আধিকারিক থেকে শুরু করে কর্মীরা দারুণ কাজ করেছেন। এই সফলতা সেটাই প্রমাণ করল। বনমন্ত্রীর কথায়, "২০১১ সালের পর থেকে জঙ্গলে বন্যপ্রাণীর সংখ্যা বেড়েছে। বাঘ,হাতি, গণ্ডার সবই সংখ্যায় বেড়েছে। এটা বনকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফল।"

আরও পড়ুন- HS Result 2025: উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে বড় ঘোষণা, কী জানালেন সংসদ সভাপতি?

north bengal north bengal forest Bengali News Today jaldapara news in west bengal news of west bengal