/indian-express-bangla/media/media_files/2025/08/01/op-mahadev-pakistan-links-kashmir-2025-08-01-12-58-25.jpg)
পহেলগাঁও কাণ্ডে পাক যোগ প্রমাণিত, মৃত তিন জঙ্গির কাছ থেকে মিলল NADRA কার্ড
Pahalgam Terror Attack: ভারতের অভ্যন্তরে সন্ত্রাস ছড়ানোর ষড়যন্ত্রে যে পাকিস্তানই জড়িত ফের সামনে এল সেই মুখোশ! 'অপারেশন মহাদেব'-এ নিহত জঙ্গিদের কাছ থেকে পাওয়া গিয়েছে একাধিক প্রমাণ। যা থেকে এটা স্পষ্ট বৈসরান ভ্যালিতে ২৬ জন নিরীহ পর্যটকদের হত্যার পেছনে জড়িত ছিল পাকিস্তানই।
কাশ্মীর উপত্যকায় সন্ত্রাস ছড়ানোয় পাকিস্তানের যোগসাজশ আরও এক প্রমাণিত! ভারতীয় সেনার ‘অপারেশন মহাদেব’-এ তিন জঙ্গি নিহত হওয়ার পর উদ্ধার হয়েছে একাধিক পরিপূর্ণ প্রমাণ। নিহতদের মধ্যে রয়েছে সুলেমান, আফগান ও জিবরান নামে তিন জঙ্গি, যারা বৈসরান ভ্যালিতে ২৬ জন নিরীহ নাগরিককে হত্যার পেছনে জড়িত ছিল।
সংসদে চলমান ‘অপারেশন সিন্দুর’ নিয়ে আলোচনার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই তথ্য জানান। তিনি বলেন, অপারেশন মহাদেবের পর উদ্ধার হওয়া প্রমাণই স্পষ্ট করে দেয়—এই হামলার পিছনে পাকিস্তানের সক্রিয় মদত ছিল।
আরও পড়ুন- শনিবারই শুরু রাজ্যের বাম্পার প্রজেক্ট! কী কী সুবিধা পেতে পারেন সাধারণ মানুষ?
কী কী উদ্ধার হয়েছে সন্ত্রাসীদের কাছ থেকে?
- তিনটি মোবাইল ফোন
- দুটি LoRa (Long Range) রেডিও কমিউনিকেশন ডিভাইস
- পাকিস্তানি NADRA কার্ডের ছবি
- ভারতের দুটি আধার কার্ড
- GoPro হারনেস, ২৮ ওয়াটের সোলার চার্জার, সুইস আর্মি পাওয়ার ব্যাংক
- ওষুধ, চা, ছুঁচ-সুতো সহ অন্যান্য ঘরোয়া সরঞ্জাম
কী এই LoRa ডিভাইস?
LoRa (Long Range) হল এমন এক দূরপাল্লার যোগাযোগ প্রযুক্তি, যা কোনও সেলুলার বা ইন্টারনেট কানেকশন ছাড়াই যোগাযোগে কার্যকর। পাশাপাশি এইডিভাইশে বার্তা ট্র্যাক বা হ্যাক করা প্রায় অসম্ভব। সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীরা ব্যাপকভাবে ব্যবহার করছে এই ডিভাইস
NADRA কার্ড কী প্রমাণ করছে?
NADRA হল পাকিস্তান সরকারের জাতীয় ডাটাবেস ও রেজিস্ট্রেশন অথরিটি, যা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র জারি করে। সন্ত্রাসীদের কাছ থেকে NADRA আইডি পাওয়া মানে, তারা পাকিস্তানের নাগরিক এবং রাষ্ট্রের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে ভারতে প্রবেশ করেছে, তা আরও একবার স্পষ্ট হল।
সন্ত্রাসীদের কাছে আধার কার্ড কিভাবে এল?
সূত্র অনুযায়ী, OGW (Overground Worker)-দের সাহায্যে এই সমস্ত পাকিস্তানি সন্ত্রাসীরা জাল আধার কার্ড সংগ্রহ করেছিল, যাতে তারা চেকপোস্ট বা সেনা ক্যাম্পে ধরা না পড়ে।
ভারতীয় সেনার জবাব
পহেলগাঁওয়ে হামলার পর ভারত অপারেশন সিন্দুর-এর মাধ্যমে পাক-অধিকৃত কাশ্মীরের (POK) নয়টি সন্ত্রাসী ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে। এতে প্রায় একশোর বেশি জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে দাবি করা হয়েছে।