/indian-express-bangla/media/media_files/2025/09/03/rpf-rescue-children-2025-09-03-16-37-13.jpg)
আরপিএফের দুরন্ত তৎপরতা, উদ্ধার চার নাবালক, অভাবনীয় উদ্যোগের প্রশংসা সর্বত্র
Operation Nanhe Farishtey: ‘অপারেশন Nanhe Farishte'- এর বিরাট সাফল্য। RPF-এর তৎপরতায় হাওড়া ও মালদা ডিভিভিশনে চার নাবালককে উদ্ধার করল রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF)। ২রা সেপ্টেম্বর বিভিন্ন স্টেশন থেকে এই শিশুদের উদ্ধার করা হয়।
আরও পড়ুন- শিয়ালদহ শাখার আরও দুই রুটে AC লোকাল, কবে শুরু পরিষেবা? দৈনিক-মাসিক ভাড়া কত?
রেল সূত্রে জানা গিয়েছে হাওড়া স্টেশনে পরিবারের থেকে হঠাৎ করে আলাদা হয়ে যায় ২ নাবালিকা। তাদের দ্রুত উদ্ধার করে কর্তব্যরত আরপিএফ কর্মীরা। একই দিন ডানকুনি স্টেশনে এক নাবালককে উদ্ধার করে আরপিএফ। জানা গিয়েছে স্কুলে যাওয়ার পথে বাড়ি থেকে বেরিয়ে ভুল করে স্টেশনে চলে এসেছিল। অপর এক নাবালিকাকে মালদা স্টেশনে ট্রেন থেকে উদ্ধার করা হয় বলে খবর। উদ্ধার হওয়া প্রত্যেক শিশুকে কাউন্সেলিংয়ের জন্য চাইল্ডলাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আরপিএফ-এর এই পদক্ষেপ শুধু রেল যাত্রীদের নিরাপত্তার প্রতিই তাঁদের অঙ্গীকার নয়, পাশাপাশি দুর্বল ও বিপন্ন শিশুদের সুরক্ষার প্রতি তাঁদের গভীর সহানুভূতিও প্রতিফলিত করেছে।
আরও পড়ুন-'SIR না হলে রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না', বেনজির হুঁশিয়ারি BJP বিধায়কের
২০১৮ সালে, রেলের তরফে বিশেষ এই ‘অপারেশন Nanhe Farishte'- ’-এর সূচনা হয়েছিল। RPF এই প্রচেষ্টার মাধ্যমে, শুধুমাত্র শিশুদের উদ্ধার করেনি বরং পলাতক এবং নিখোঁজ শিশুদের দুর্দশার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করেছে। RPF- এই অপারেশনের পরিধি ক্রমাগত বাড়াতে শুরু করেছে। একই সঙ্গে প্রতিদিন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে ভারতের বিশাল রেলওয়ে নেটওয়ার্কে শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার চেষ্টা করছে।