AC local train: শিয়ালদহ শাখার আরও দুই রুটে AC লোকাল, কবে শুরু পরিষেবা? দৈনিক-মাসিক ভাড়া কত?

Eastern Railway: রেলযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ শাখার আরও দুই রুটে চালু হয়ে যাচ্ছে AC লোকাল ট্রেন।

Eastern Railway: রেলযাত্রীদের জন্য দারুণ খবর! শিয়ালদহ শাখার আরও দুই রুটে চালু হয়ে যাচ্ছে AC লোকাল ট্রেন।

author-image
IE Bangla Web Desk
New Update
AC local train launch date,  Sealdah–Bangaon–Ranaghat AC local  ,Sealdah–Krishnanagar AC local  ,Eastern Railway new AC trains  ,Premium suburban AC service,এসি লোকাল চালু তারিখ,  শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এসি লোকাল,  শিয়ালদহ–কৃষ্ণনগর এসি লোকাল,  পূর্ব রেল নতুন এসি পরিষেবা  ,আরামদায়ক শহরতলি এসি সার্ভিস

AC local train: এসি লোকাল ট্রেন।

AC local train launch date: পূর্ব রেলওয়ের শিয়ালদহ বিভাগ ঘোষণা করেছে যে, আগামী সপ্তাহে বা ৫ সেপ্টেম্বর থেকে শিয়ালদহ–বনগাঁ–রানাঘাট এবং শিয়ালদহ–কৃষ্ণনগর রুটে দুটি নতুন এয়ার-কন্ডিশনড (AC) লোকাল ট্রেন চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপের ফলে শিয়ালদহ, বিদ্যাপুর রোড, দমদম এবং দমদম ক্যান্টনমেন্টের মতো ব্যস্ত স্টেশনগুলোতে চাপ কিছুটা কমবে বলেই প্রাথমিক ধারণা করছেন রেলকর্তারা।

নতুন AC লোকাল ট্রেনের সময়সূচি

রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ রুট

Advertisment

ডাউন সার্ভিস: রানাঘাট থেকে সকাল ৭:১১ টায় ছাড়বে, বনগাঁয় পৌঁছোবে ৭:৫২ মিনিটে, এবং শিয়ালদহে সকাল ৯:৩৭ টায় পৌঁছাবে। 

আপ সার্ভিস: সন্ধ্যা ৬:১৪ টায় শিয়ালদহ থেকে শুরু, বনগাঁয় পৌঁছোবে ৮:০৪ টায়, এবং রাত ৮:৪১ টায় রানাঘাটে পৌঁছে পরিষেবা শেষ হবে।

শিয়ালদহ–কৃষ্ণনগর রুট

Advertisment

ডাউন সার্ভিস: শিয়ালদহ থেকে সকাল ৯:৪৮ টায় ছাড়বে, কৃষ্ণনগরে পৌঁছোবে দুপুর ১২:০৭ টায়।

আরও পড়ুন- Adhir Chowdhury:'দিদির নেতৃত্বে সিভিকদের চিন, পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও, সেনা লাগবে না', মমতাকে বেনজির কটাক্ষ অধীরের

আপ সার্ভিস: দুপুর ১:৩০ টায় কৃষ্ণনগর থেকে ছাড়বে, শিয়ালদহ পৌঁছোবে বিকেল ৩:৪০ টায়।

এই নতুন এসি লোকাল ট্রেন চালুর ফলে বিমানযাত্রী ও তীর্থযাত্রীদের দারুণ সুবিধা হবে। একদিকে দমদম বিমানবন্দরে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে তেমনই মায়াপুরের ইস্কন মন্দিরে যাওয়ার ক্ষেত্রেও  এসি ইএমইউ ট্রেন আরামদায়ক পরিবহন হিসেবে জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী রেল। 

আরও পড়ুন- 'SIR না হলে রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না', বেনজির হুঁশিয়ারি BJP বিধায়কের

এই AC লোকালের সবচেয়ে কম ভাড়া ২৯ টাকা। শিয়ালদহ থেকে দমদম পর্যন্ত যাতায়াতে ভাড়া পড়বে ২৯ টাকা। এই পথে মাসিক ভাড়া ৫৯০ টাকা। অন্যদিকে শিয়ালদহ থেকে ব্যারাকপুরের ভাড়া পড়বে ৫৬ টাকা। এই রুটে মাসিক ভাড়া ১২১০ টাকা। অন্যদিকে শিয়ালদহ থেকে রানাঘাট দৈনিক ১১৩ টাকা ভাড়া। এই রুটে মাসিক ভাড়া ২৩১০ টাকা।

আরও পড়ুন-West Bengal News Live Updates: খেজুরিতে দুই BJP কর্মীর মৃত্যু মামলা: হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

একইভাবে শিয়ালদহ থেকে কৃষ্ণনগর যেতে AC লোকাল ট্রেনের ভাড়া পড়বে ১৩২ টাকা। এই পথে মাসিক ভাড়া ২৬৮০ টাকা। অন্যদিকে বনগাঁ শাখার জন্য দমদম পর্যন্ত ভাড়া ২৯ টাকা। এই রুটে মাসিক ভাড়া ৫৯০ টাকা। বারাসাত দৈনিক ভাড়া ৫৬ টাকা, এই রুটে মাসিক ভাড়া দিতে হবে ১২১০ টাকা।

এসি লোকাল ট্রেনে হাবড়া যেতে চাইলে পড়বে ৮৫ টাকা ভাড়া। এই রুটে মাসিক ভাড়া ১৭২০ টাকা। অন্যদিকে গোবরডাঙার ভাড়া ৯৯ টাকা। মাসিক ভাড়া ২০১০ টাকা। এসি লোকালে বনগাঁ যেতে দিনের ভাড়া ১১৩ টাকা। এই রুটে মাসিক ভাড়া পড়বে ২৩২০ টাকা।

Bengali News Today Sealdah Division AC Local Train