/indian-express-bangla/media/media_files/2025/04/07/i0LHb7bAmLnp3dly5GOf.jpg)
প্রতীকী ছবি।
SIR নিয়ে এবার বেনজির হুঁশিয়ারি দাপুটে BJP বিধায়কের। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR কার্যকর করা না হলে পরের বছরের বিধানসভা নির্বাচন হতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই বিজেপি বিধায়ক। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়াও দিয়েছে তৃণমূল।
মালদার ইংরেজবাজারের BJP বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বুধবার একটি সাংবাদিক বৈঠকে বলেন, "SIR যদি না হয় তবে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেব না। প্রয়োজনে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ধর্নায় বসব। আমরা জানি না, নির্বাচন কমিশন কীভাবে এই রাজ্যে SIR করবে। পুলিশ দিয়ে করবে? না সেনাবাহিনী দিয়ে করবে!"
বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “ইংরেজবাজারের মানুষ আপনাকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু এলাকায় আপনার দেখা মেলে না।” তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি “নিখোঁজ বিধায়ক” পোস্টারও দেখা গিয়েছিল ইংরেজবাজারে। তিনি বলেন, “অন্য রাজ্য যেমন উত্তরপ্রদেশ বা গুজরাটে যখন ভোটে SIR করা হল না, তখন এখন কেন বাংলা নিয়ে এই হট্টগোল?”
যদিও পশ্চিমবঙ্গে এসআইআর কোনও মতেই মানবেন না বলে আগেভাগে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় তাঁরা এসআইআর মানবেন না। SIR-এর নামে আসলে রাজ্যের ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের শাসকদল বিজেপি, এমনই অভিযোগ এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের।