'SIR না হলে রাজ্যে বিধানসভা ভোট হতে দেব না', বেনজির হুঁশিয়ারি BJP বিধায়কের

SIR: বিহারের মতো পশ্চিমবঙ্গেও SIR কার্যকর করার দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি। এবার গেরুয়া দলের ডাকাবুকো বিধায়কের হুঁশিয়ারি রীতিমতো চর্চায়।

SIR: বিহারের মতো পশ্চিমবঙ্গেও SIR কার্যকর করার দাবিতে সুর চড়াচ্ছে বিজেপি। এবার গেরুয়া দলের ডাকাবুকো বিধায়কের হুঁশিয়ারি রীতিমতো চর্চায়।

author-image
Madhumita Dey
New Update
News in West bengal Live: পশ্চিমবঙ্গের খবর লাইভ

প্রতীকী ছবি।

SIR নিয়ে এবার বেনজির হুঁশিয়ারি দাপুটে BJP বিধায়কের। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR কার্যকর করা না হলে পরের বছরের বিধানসভা নির্বাচন হতে দেওয়া যাবে না বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ওই বিজেপি বিধায়ক। বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়াও দিয়েছে তৃণমূল।   

Advertisment

মালদার ইংরেজবাজারের BJP বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী বুধবার একটি সাংবাদিক বৈঠকে বলেন, "SIR যদি না হয় তবে এই রাজ্যে বিধানসভা নির্বাচন হতে দেব না। প্রয়োজনে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ধর্নায় বসব। আমরা জানি না, নির্বাচন কমিশন কীভাবে এই রাজ্যে SIR করবে। পুলিশ দিয়ে করবে? না সেনাবাহিনী দিয়ে করবে!" 

আরও পড়ুন- Adhir Chowdhury:'দিদির নেতৃত্বে সিভিকদের চিন, পাকিস্তান বর্ডারে ছেড়ে দাও, সেনা লাগবে না', মমতাকে বেনজির কটাক্ষ অধীরের

Advertisment

বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা কড়া প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূলও। তৃণমূল কংগ্রেসের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী বলেন, “ইংরেজবাজারের মানুষ আপনাকে অনেক আশা নিয়ে ভোট দিয়েছিল, কিন্তু এলাকায় আপনার দেখা মেলে না।” তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি “নিখোঁজ বিধায়ক” পোস্টারও দেখা গিয়েছিল ইংরেজবাজারে। তিনি বলেন, “অন্য রাজ্য যেমন উত্তরপ্রদেশ বা গুজরাটে যখন ভোটে SIR করা হল না, তখন এখন কেন বাংলা নিয়ে এই হট্টগোল?”

আরও পড়ুন-West Bengal News Live Updates: খেজুরিতে দুই BJP কর্মীর মৃত্যু মামলা: হাইকোর্টের প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা

যদিও পশ্চিমবঙ্গে এসআইআর কোনও মতেই মানবেন না বলে আগেভাগে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বাংলায় তাঁরা এসআইআর মানবেন না। SIR-এর নামে আসলে রাজ্যের ন্যায্য ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার চক্রান্ত করছে কেন্দ্রের শাসকদল বিজেপি, এমনই অভিযোগ এই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের।

আরও পড়ুন-Weekend getaway:পাহাড়-হ্রদের অপরূপ মেলবন্ধন! বর্ষায় কলকাতার কাছেই এপ্রান্তের চিত্তাকর্ষক শোভা ভাষায় প্রকাশ কঠিন

tmc bjp SIR