/indian-express-bangla/media/media_files/2025/04/26/f7iqatHJS3YAzBSm79Ow.jpg)
পহেলগাঁও হামলার পরই 'অ্যাকশনে' মোদী সরকার
pahalgam attack visa cancellation Of Pakistani: পহেলগাঁও হামলার পরই 'অ্যাকশনে' মোদী সরকার। ভারতে থাকা সকল পাকিস্তানিদের চিহ্নিত করে ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সকল রাজ্য প্রশাসনকে এবিষয়ে কড়া বার্তা দেওয়া হয়েছে।
পহেলগাঁও হামলার পর বড় সিদ্ধান্ত কেন্দ্রের! সকল পাকিস্তানি নাগরিককে ফেরত পাঠানোর নির্দেশ অমিত শাহের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের এই মর্মে এক নির্দেশ দিয়েছেন।
শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং রাজ্যে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন। শীর্ষ কূটনৈতিক সূত্র জানিয়েছে,জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পদক্ষেপ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক।
আরও পড়ুন- পহেলগাঁও হামলায় নাম জড়িয়েছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর! কীভাবে কাশ্মীরে জাল ছড়াল এই সংগঠন?
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রীদের কাছে পাকিস্তানি নাগরিকদের একটি তালিকা তৈরি করে সেটি কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছেন,যাতে সেই সকল পাক নাগরিকদের ভিসা অবিলম্বে বাতিল করা যায়।
কাশ্মীরের পহেলগাঁও-এ ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে ভারত। এই হামলায় ২৫ জন ভারতীয় পর্যটক ও একজন নেপালি নাগরিক নিহত হওয়ার পর দেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন।
তিনি দেশের সকল রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠক করে স্পষ্ট নির্দেশ দিয়েছেন, নিজ নিজ রাজ্যে বসবাসরত সকল পাকিস্তানিকে চিহ্নিত করে সেই তালিকা কেন্দ্রের কাছে পাঠাতে যাতে তাদের ভিসা অবিলম্বে বাতিল করা যায়।
আরও পড়ুন- বাবা-ছেলের দেহ উদ্ধার, আত্মহত্যা? নাকি নেপথ্যে অন্য কারণ? তদন্তে পুলিশ
২২ এপ্রিল পহেলগাঁওয়ে এক ভয়ঙ্কর জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। হামলার ঘটনায় ভারত সরাসরি পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদকেই দায়ী করেছে। এরপরই কেন্দ্রীয় সরকার একাধিক বড় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেছে।
এদিকে ভারতের পদক্ষেপের ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কের আরও অবনতি ঘটেছে। পাকিস্তান ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের হুঙ্কারের পাশাপাশি পাক আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশ নিষিদ্ধ করেছে। ভারতের সিন্ধু চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে "যুদ্ধের ঘোষণার সামিল" বলেও মন্তব্য করেছে ইসলামাবাদ।