/indian-express-bangla/media/media_files/2025/10/18/metro-2025-10-18-09-08-09.jpg)
Kolkata Metro: কালীপুজোয় বিশেষ পরিষেবা মেট্রোর।
Kalipuja 2025-Kolkata Metro: কালীপুজো উপলক্ষে ভক্তদের দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে যাতায়াতের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ২০ অক্টোবর (সোমবার) কালীপুজোর রাতে মেট্রোর ব্লু লাইন-সহ বিভিন্ন করিডরে বিশেষ আপ ও ডাউন ট্রেন চলবে।
ব্লু লাইন (Noapara – Kavi Subhash – Dakshineswar)
মোট ১৪৪টি পরিষেবা (৭২ আপ ও ৭২ ডাউন) চলবে।
সাধারণ দিনের ২৭২ পরিষেবার বদলে এই বিশেষ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।
প্রথম মেট্রো:
সকাল ০৭:৫৪ — নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (আগে ছিল ০৬:৫০)
সকাল ০৮:০০ — শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
সকাল ০৮:০০ — মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর
সকাল ০৮:০০ — দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম
আরও পড়ুন- West Bengal news Live Updates:মান-অভিমানের পালা শেষ! স্নেহের শোভনের হাতে 'গুরুদায়িত্ব' সঁপলেন মমতা
শেষ মেট্রো:
রাত ২২:৫১ — দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (আগে ছিল ২১:২৮)
রাত ২৩:০০ — শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ছিল ২১:৩৩)
গ্রিন লাইন (Howrah Maidan – Salt Lake Sector V)
মোট ১২৪টি পরিষেবা (৬২ আপ ও ৬২ ডাউন) চলবে, সাধারণ দিনের ২২৬টির পরিবর্তে।
প্রথম মেট্রো:
সকাল ০৬:৩০ — হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (কোনও পরিবর্তন নেই)
সকাল ০৬:৩২ — সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (আগে ছিল ০৬:৩৯)
শেষ মেট্রো:
রাত ২১:৪৫ — হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
রাত ২১:৪৭ — সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
(উভয় সময় অপরিবর্তিত)
ইয়েলো লাইন (Noapara – Jai Hind Airport)
মোট ৫২টি পরিষেবা (২৬ আপ ও ২৬ ডাউন), সাধারণ দিনের ১২০টির পরিবর্তে।
প্রথম মেট্রো:
সকাল ১০:০০ — নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (আগে ছিল ০৭:৫৫)
সকাল ১০:২২ — জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (আগে ছিল ০৮:০০)
আরও পড়ুন-বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে ISF? জোট নিয়ে কী বললেন নওশাদ?
শেষ মেট্রো:
বিকেল ১৭:৩৪ — নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (আগে ছিল ২০:০০)
বিকেল ১৭:৫৪ — জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (আগে ছিল ২০:০৫)
পার্পল লাইন (Joka – Majerhat)
মোট ৪৪টি পরিষেবা (২২ আপ ও ২২ ডাউন), সাধারণ দিনের ৮০টির বদলে।
প্রথম মেট্রো:
সকাল ১০:০০ — জোকা থেকে মাঝেরহাট (আগে ছিল ০৬:৫০)
সকাল ১০:২৪ — মাঝেরহাট থেকে জোকা (আগে ছিল ০৭:১৪)
শেষ মেট্রো:
বিকেল ১৭:২৮ — জোকা থেকে মাঝেরহাট (আগে ছিল ২০:৩৬)
বিকেল ১৭:৪৯ — মাঝেরহাট থেকে জোকা (আগে ছিল ২০:৫৭)
অরেঞ্জ লাইন (Beleghata – Kavi Subhash)
মোট ৪০টি পরিষেবা (২০ আপ ও ২০ ডাউন), সাধারণ দিনের ৬০টির পরিবর্তে।
আরও পড়ুন-কালীপুজো ও দীপাবলিতে সবুজ বাজিতে ছাড়, পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ
প্রথম মেট্রো:
সকাল ০৯:৫৫ — বেলেঘাটা থেকে কবি সুভাষ (আগে ছিল ০৮:০০)
সকাল ১০:০০ — কবি সুভাষ থেকে বেলেঘাটা (আগে ছিল ০৮:০০)
শেষ মেট্রো:
বিকেল ১৭:৫৫ — বেলেঘাটা থেকে কবি সুভাষ (আগে ছিল ২০:০৫)
বিকেল ১৭:৫৫ — কবি সুভাষ থেকে বেলেঘাটা (আগে ছিল ২০:০৫)