Kolkata Metro:কালীপুজোয় বাম্পার সার্ভিস মেট্রোয়! রাতেও ট্রেন, দক্ষিণেশ্বর ও কালীঘাটে যেতে দারুণ সুবিধা

metro special services: নানা উৎসবে যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেয় কলকাতা মেট্রো। এবার কালীপুজোতেও বেশি রাতে দক্ষিণেশ্বর কিংবা কালীঘাট মন্দিরে যাতায়াতে ভক্তদের সুবিধার্থে বিশেষ পরিষেবা মেট্রোরেলের।

metro special services: নানা উৎসবে যাত্রীদের সুবিধার্থে বিশেষ পরিষেবা দেয় কলকাতা মেট্রো। এবার কালীপুজোতেও বেশি রাতে দক্ষিণেশ্বর কিংবা কালীঘাট মন্দিরে যাতায়াতে ভক্তদের সুবিধার্থে বিশেষ পরিষেবা মেট্রোরেলের।

author-image
Joyprakash Das
New Update
Kolkata Metro  ,Kali Puja 2025,  metro special services,  Kolkata metro schedule , Dakshineswar metro  ,Kalighat metro  ,Blue Line Kolkata  ,Green Line metro,  Yellow Line metro,  Purple Line metro,  Orange Line metro,  Kolkata transport update  ,metro timing changes,  festive metro services,কলকাতা মেট্রো  ,কালীপুজো ২০২৫  ,বিশেষ মেট্রো পরিষেবা,  মেট্রো সময়সূচি  ,দক্ষিণেশ্বর মেট্রো,  কালীঘাট মেট্রো  ,ব্লু লাইন  ,গ্রীন লাইন,  ইয়েলো লাইন,  পার্পল লাইন,  অরেঞ্জ লাইন  ,কলকাতা পরিবহন আপডেট,  উৎসবের মেট্রো পরিষেবা,  মেট্রো সময় পরিবর্তন

Kolkata Metro: কালীপুজোয় বিশেষ পরিষেবা মেট্রোর।

Kalipuja 2025-Kolkata Metro: কালীপুজো উপলক্ষে ভক্তদের দক্ষিণেশ্বর ও কালীঘাট মন্দিরে যাতায়াতের সুবিধার্থে বিশেষ মেট্রো পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। ২০ অক্টোবর (সোমবার) কালীপুজোর রাতে মেট্রোর ব্লু লাইন-সহ বিভিন্ন করিডরে বিশেষ আপ ও ডাউন ট্রেন চলবে।

Advertisment

ব্লু লাইন (Noapara – Kavi Subhash – Dakshineswar)

মোট ১৪৪টি পরিষেবা (৭২ আপ ও ৭২ ডাউন) চলবে।
সাধারণ দিনের ২৭২ পরিষেবার বদলে এই বিশেষ সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

প্রথম মেট্রো:

সকাল ০৭:৫৪ — নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (আগে ছিল ০৬:৫০)
সকাল ০৮:০০ — শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর
সকাল ০৮:০০ — মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর
সকাল ০৮:০০ — দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম

Advertisment

আরও পড়ুন- West Bengal news Live Updates:মান-অভিমানের পালা শেষ! স্নেহের শোভনের হাতে 'গুরুদায়িত্ব' সঁপলেন মমতা

শেষ মেট্রো:

রাত ২২:৫১ — দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (আগে ছিল ২১:২৮)
রাত ২৩:০০ — শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (আগে ছিল ২১:৩৩)

গ্রিন লাইন (Howrah Maidan – Salt Lake Sector V)

মোট ১২৪টি পরিষেবা (৬২ আপ ও ৬২ ডাউন) চলবে, সাধারণ দিনের ২২৬টির পরিবর্তে।

প্রথম মেট্রো:

সকাল ০৬:৩০ — হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (কোনও পরিবর্তন নেই)
সকাল ০৬:৩২ — সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (আগে ছিল ০৬:৩৯)

আরও পড়ুন-Kali Puja 2025 weather:বর্ষার বিদায়ে পাড়ি জমাচ্ছে শীত! এরই মাঝে ফের দুর্যোগের ভ্রুকুটি! কালীপুজো ভাসাবে বৃষ্টি?

শেষ মেট্রো:

রাত ২১:৪৫ — হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ
রাত ২১:৪৭ — সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান
(উভয় সময় অপরিবর্তিত)

ইয়েলো লাইন (Noapara – Jai Hind Airport)

মোট ৫২টি পরিষেবা (২৬ আপ ও ২৬ ডাউন), সাধারণ দিনের ১২০টির পরিবর্তে।

প্রথম মেট্রো:

সকাল ১০:০০ — নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (আগে ছিল ০৭:৫৫)
সকাল ১০:২২ — জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (আগে ছিল ০৮:০০)

আরও পড়ুন-বামফ্রন্টের সঙ্গে হাত মিলিয়ে লড়াইয়ে ISF? জোট নিয়ে কী বললেন নওশাদ?

শেষ মেট্রো:

বিকেল ১৭:৩৪ — নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর (আগে ছিল ২০:০০)
বিকেল ১৭:৫৪ — জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়া (আগে ছিল ২০:০৫)

পার্পল লাইন (Joka – Majerhat)

মোট ৪৪টি পরিষেবা (২২ আপ ও ২২ ডাউন), সাধারণ দিনের ৮০টির বদলে।

প্রথম মেট্রো:

সকাল ১০:০০ — জোকা থেকে মাঝেরহাট (আগে ছিল ০৬:৫০)
সকাল ১০:২৪ — মাঝেরহাট থেকে জোকা (আগে ছিল ০৭:১৪)

শেষ মেট্রো:

বিকেল ১৭:২৮ — জোকা থেকে মাঝেরহাট (আগে ছিল ২০:৩৬)
বিকেল ১৭:৪৯ — মাঝেরহাট থেকে জোকা (আগে ছিল ২০:৫৭)

অরেঞ্জ লাইন (Beleghata – Kavi Subhash)

মোট ৪০টি পরিষেবা (২০ আপ ও ২০ ডাউন), সাধারণ দিনের ৬০টির পরিবর্তে।

আরও পড়ুন-কালীপুজো ও দীপাবলিতে সবুজ বাজিতে ছাড়, পোড়ানোর সময় বেঁধে দিল কলকাতা পুলিশ

প্রথম মেট্রো:

সকাল ০৯:৫৫ — বেলেঘাটা থেকে কবি সুভাষ (আগে ছিল ০৮:০০)
সকাল ১০:০০ — কবি সুভাষ থেকে বেলেঘাটা (আগে ছিল ০৮:০০)

শেষ মেট্রো:

বিকেল ১৭:৫৫ — বেলেঘাটা থেকে কবি সুভাষ (আগে ছিল ২০:০৫)
বিকেল ১৭:৫৫ — কবি সুভাষ থেকে বেলেঘাটা (আগে ছিল ২০:০৫)

kolkata news Kalighat Dakhineshwar Kali Puja kolkata metro