/indian-express-bangla/media/media_files/2025/03/05/JVgHEma0qqXbAmAFutRZ.jpg)
Panagarh Death Case: পানাগড়-কাণ্ডে হাইকোর্টের দ্বারস্থ সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা।
Panagarh Death Case-sutandra chatterjees mother file case at high court: কলকাতা হাইকোর্টের দ্বারস্থ পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের মা তনুশ্রী চট্টোপাধ্যায়। মেয়ের মৃত্যুর উপযুক্ত তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তনুশ্রী চট্টোপাধ্যায়। তাঁর আবেদনটি গৃহীত হয়েছে। চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে।
পানাগড়ে গাড়ি দুর্ঘটনায় চন্দননগরের বাসিন্দা পেশায় ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী সুতন্দ্রা চট্টোপাধ্যায়। গত ২৩ ফেব্রুয়ারি মর্মান্তিক সেই ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। দুটি গাড়ির রেষারেষি জেরেই এই দুর্ঘটনা? নাকি এর নেপথ্যে ইভটিজিংয়ের তত্ত্ব রয়েছে, বিষয়টি নিয়ে এখনও ধন্দে রয়েছেন মৃত সুতন্দ্রার পরিবারের সদস্যরা। ঘটনার দিন রাতে চন্দননগর থেকে গাড়িতে গয়ার উদ্দেশে যাচ্ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়। তাঁর সঙ্গে গাড়িতে ছিলেন আরও কয়েকজন।
পূর্ব বর্ধমানের বুদবুদের কাছে একটি পেট্রোল পাম্পে তেল ভরে সুতন্দ্রাদের গাড়িটি। সেই পেট্রোল পাম্প থেকে বেরোনোর পথে অন্য একটি গাড়িতে থাকা কয়েকজন মত্ত যুবক সুতন্দ্রার উদ্দেশ্যে কটুক্তি করে বলে অভিযোগ। ইভটিজিংয়ের অভিযোগ ওঠে। অভিযোগ, ইভটিজিংয়ের হাত থেকে বাঁচতেই দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন সুতন্দ্রাদের গাড়িচালক। তারই জেরে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মৃত্যু হয় সুতন্দ্রা চট্টোপাধ্যায় নামে ওই তরুণীর।
তবে ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়ে দেয়, ইভটিজিংয়ের কোনও ঘটনাই ঘটেনি। বরং সুতন্দ্রাদের গাড়িটিই অন্য গাড়িটিকে ধাওয়া করছিল। সুতন্দ্রাদের গাড়িটি রেষারেষি করছিল যুবকদের গাড়িটির সঙ্গে, তারই জেরে এই বিপত্তি ঘটে বলে জানায় পুলিশ। অভিযোগ-পাল্টা অভিযোগে রীতিমতো ধন্দে রয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। ওই দিন রাতে পানাগড়ের জাতীয় সড়কে তাঁর মেয়ের সঙ্গে ঠিক কী ঘটেছিল? তা এখনও স্পষ্ট নয় মা তনুশ্রী চট্টোপাধ্যায়ের কাছে। মেয়ের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। হাইকোর্টে তাঁর আবেদনটি গৃহীত হয়েছে। চলতি সপ্তাহে উচ্চ আদালতে এই মামলার শুনানি হতে পারে।