তুলকালাম পরিস্থিতি উত্তর ২৪ পরগনার বারাসতের কদম্বগাছিতে। এক নির্দল সমর্থককে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী রুণা বিবির স্বামীর নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীরা এসে হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধরে জখম হয়ে বেশ কয়েকজন নির্দল অনুহামী হাসপাতালে ভর্তি রয়েছেন। আতঙ্কে ঘরছাড়া বহু নির্দল অনুগামী।
সকাল থেকে বারাসতের টাকী রোডের উপর রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হন বাসিন্দারা। নির্দল প্রার্থী তসলিমা বিবি বলেন, 'গতকাল রাতে বাড়িতে গিয়ে মেরেছে। পিস্তল, বোমা, লাঠি নিয়ে এসে হামলা চালায়। কয়েকজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। তাদের একজন মারাও গেছে। হেরে যাবে বুঝে বাইরে থেকে গুণ্ডা এনে এসব করেছে। আমাকে বেধড়ক মেরেছে। আমার বোন ও জায়েদেরও মেরেছে। আমার এখন আর ভোট চাই না। মারের বদলে মার চাই। জানের বদলে জান চাই।'