New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/lop.jpg)
নির্দল প্রার্থী তসলিমা বিবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
ভোট শুরুর আগেই রক্তের হোলি বাংলায়।
নির্দল প্রার্থী তসলিমা বিবি। এক্সপ্রেস ফটো: শশী ঘোষ।
ভোট শুরুর আগেই রক্তের হোলি বাংলায়। উত্তর ২৪ পপরগনার বাসারতে নির্দল প্রার্থীর সমর্থককে বেধড়ক মারধর করে খুনের অভিযোগ। এলাকার বেশ কয়েকজন নির্দল অনুগামীকে কুড়ুল, কোদালের বাঁট, লাঠি, বাঁশ নিয়ে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে সকাল থেকে বারসতের টাকি রোডে টায়ার জ্বালিয়ে পথ অবরোধে নির্দল সমর্থকরা। নির্দল প্রার্থী চরম বার্তা দিয়ে বললেন, 'ভোট আর চাই না। জানের বদলে এবার জান চাই।'
আরও পড়ুন- West Bengal Panchayat Election 2023 Live: হিংসার আবহে শুরু পঞ্চায়েত ভোট
তুলকালাম পরিস্থিতি উত্তর ২৪ পরগনার বারাসতের কদম্বগাছিতে। এক নির্দল সমর্থককে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল প্রার্থী রুণা বিবির স্বামীর নেতৃত্বে বহিরাগত দুষ্কৃতীরা এসে হামলা চালায় বলে অভিযোগ। বেধড়ক মারধরে জখম হয়ে বেশ কয়েকজন নির্দল অনুহামী হাসপাতালে ভর্তি রয়েছেন। আতঙ্কে ঘরছাড়া বহু নির্দল অনুগামী।
আরও পড়ুন- পঞ্চায়েত ভোট যেন কুরুক্ষেত্রের ময়দান, বারাসতে নির্দল সমর্থককে পিটিয়ে খুন
সকাল থেকে বারাসতের টাকী রোডের উপর রাস্তায় টায়ার জ্বালিয়ে শুরু হয় অবরোধ। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে সোচ্চার হন বাসিন্দারা। নির্দল প্রার্থী তসলিমা বিবি বলেন, 'গতকাল রাতে বাড়িতে গিয়ে মেরেছে। পিস্তল, বোমা, লাঠি নিয়ে এসে হামলা চালায়। কয়েকজনকে মেরে হাসপাতালে পাঠিয়েছে। তাদের একজন মারাও গেছে। হেরে যাবে বুঝে বাইরে থেকে গুণ্ডা এনে এসব করেছে। আমাকে বেধড়ক মেরেছে। আমার বোন ও জায়েদেরও মেরেছে। আমার এখন আর ভোট চাই না। মারের বদলে মার চাই। জানের বদলে জান চাই।'