West Bengal student suicide: চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী পাঁশকুড়ার সপ্তম শ্রেণীর ছাত্র। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। এলাকার দোকানদার শুভঙ্কর দীক্ষিতের কঠিন শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, গত রবিবার বিকেলে পাঁশকুড়া এলাকার এক সপ্তম শ্রেণীর ছাত্র স্থানীয় একটি দোকানে চিপস কিনতে গিয়েছিল। সেই সময় দোকানদার ছিলেন না। বেশ কয়েকবার দোকানদার শুভঙ্কর দীক্ষিতকে ডাকাডাকি করেও তার সাড়া মেলেনি।
রাস্তার ওপর তিনটে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখেছিল ওই ছাত্রটি। এরপর তিনটি চিপসের প্যাকেট তুলে নিয়ে সাইকেলে করে সে বাড়ির উদ্দেশে রওনা দেয়। ঠিক সেই মুহূর্তে দোকানদার চলে আসেন। ওই ছাত্রটিকে চিপসের প্যাকেট নিয়ে যেতে দেখে তাকে মোটরবাইক নিয়ে ধাওয়া করেন শুভঙ্কর দীক্ষিত নামে ওই ব্যক্তি। ওই কিশোরকে ধরে চোর অপবাদ দেন দোকানদার। সেই সময় ওই ছাত্রটি পকেট থেকে ২০ টাকার নোট বের করে দোকানদারকে দেয়। ছাত্রের পরিবারের দাবি, অভিযুক্ত দোকানদার একজন সিভিক ভলান্টিয়ারও।
আরও পড়ুন- Kolkata News Live Updates:বিরাট নির্দেশ হাইকোর্টের, FIR-এ নাম থাকা চাকরিহারা শিক্ষকদের নিয়ে কী বলল আদালত?
দোকানদার ছাত্রটির কাছ থেকে টাকা নিয়েও তাকে সবার সামনে চোর অপবাদ দিয়ে কান ধরে ওঠবোস করায় বলে অভিযোগ। পরিবারের দাবি, সেই অপবাদ সহ্য করতে না পেরে ছাত্রটি বাড়িতে এসে সকলের নজর এড়িয়ে চাষের কাজে ব্যবহৃত কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। এরপরেই দ্রুত গুরুতর অসুস্থ হয়ে পড়ে ছাত্রটি। পরিবারের সদস্যরাই তাঁকে তড়িঘড়ি স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান।
আরও পড়ুন- Rash Behari Bose: জাপানের 'ভূমিপুত্র' হয়ে উঠেছিলেন রাসবিহারী বসু, বঙ্গসন্তানকে বীরের সম্মান দিয়েছিল দ্বীপরাষ্ট্র
পরে ওই কিশোরের শারীরিক পরিস্থিতির আরও অবনতি হয়। তাকে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই ওই ছাত্রটির মৃত্যু হয়। এরপরেই অভিযুক্ত দোকানদারের শাস্তির দাবিতে সুর চড়িয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার পাঁশকুড়া থানার আইসি-কে ফোন করা হলেও তাঁর কোনও প্রতিক্রিয়া মেলেনি।