/indian-express-bangla/media/media_files/2025/02/10/84Ab0FONdnQH9cpJCfLq.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
paper qr based multiple tickets on single transaction introduced in purple line of kolkata metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর!! ব্লু লাইন, গ্রিন লাইন-১ ও ২ এবং অরেঞ্জ লাইনের পর, গতকাল বিকেল থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনেও একই লেনদেনে কাগজের QR ভিত্তিক একাধিক টিকিটিং সুবিধা চালু করা হয়েছে। যে কোনও যাত্রী বুকিং কাউন্টারে টাকা দিয়ে কিংবা UPI পদ্ধতিতে প্রয়োজনীয় ভাড়া পরিশোধ করে একক লেনদেনে সর্বাধিক ৭টি কাগজ ভিত্তিক QR টিকিট কিনতে পারবেন। এখনও পর্যন্ত, যে কোনও যাত্রী একবারে কেবল একটি কাগজ ভিত্তিক QR টিকিট কিনতে পারতেন।
মেট্রোরেলের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, একাধিক QR কাগজের টিকিট চালু করার ফলে বুকিং কাউন্টারে অপেক্ষার সময় এবং লাইনের দৈর্ঘ্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নতুন সুবিধাটি গ্রহণের পর যাত্রীরাও সন্তোষ প্রকাশ করেছেন। কলকাতা মেট্রোর ব্লু লাইন, গ্রিন লাইন-১ এবং ২ এবং অরেঞ্জ লাইনের সমস্ত স্টেশনে এই সুবিধা চালু করা হয়েছে যা মেট্রো যাত্রীদের জন্য আনন্দের। মেট্রো কর্তৃপক্ষের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে যাত্রীরা কাউন্টারে একাধিক কাগজ ভিত্তিক QR টিকিট কেনা শুরু করেছেন।
মেট্রোর তরফে দেওয়া ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মেট্রো রেলওয়ের ডিজিটাল লেনদেন ইতিমধ্যেই মোট লেনদেনের ৩০% অতিক্রম করেছে এবং চলতি মাসেও একই ধারা অব্যাহত রয়েছে। এই নতুন উদ্যোগ এবং যাত্রীদের সক্রিয় সহযোগিতার ফলে আগামী দিনে এই লেনদেন ব্যবস্থা আরও জনপ্রিয় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
যাত্রীদের ডিজিটাল লেনদেনের সুবিধা নিতে এবং মেট্রো স্টেশনে পৌঁছানোর আগে অনলাইনে টিকিট কেনার অনুরোধ করা হচ্ছে মেট্রোর তরফে। বিশেষ করে ব্যস্ত সময়ে বুকিং কাউন্টারে দীর্ঘ লাইনের কারণে ভিড় এড়াতে এই সুবিধা নিতে যাত্রীদের আবেদন মেট্রোর।