Kolkata Weather Today: তাপমাত্রা বাড়বে জেলায়-জেলায়, মার্চের দ্বিতীয় সপ্তাহেই গরমে হাঁসফাঁস? বৃষ্টি নিয়ে বড়সড় আপডেট

IMD Weather Forecast Update: মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকেই জেলায়-জেলায় তাপমাত্রার পারদ চড়তে শুরু করবে। সেই সঙ্গে গরমের অনুভূতিও বাড়তে শুরু করবে।

author-image
IE Bangla Web Desk
New Update
west bengal weather update, chances of light rain in several district: আবহাওয়ার পূর্বাভাস, একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

Bengal Weather Update: প্রতীকী ছবি।

IMD Weather Update Today March 1:মার্চের শুরু থেকেই বাড়বে গরমের অনুভূতি। শহর থেকে জেলা তাপমাত্রা বাড়বে সর্বত্র। আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে? রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, আগামী কয়েকদিন মোটের ওপর কেমন থাকবে আবহাওয়া? তা নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

মার্চ মাসের শুরু থেকেই এবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। জেলায় জেলায় আগামী ৪৮ ঘন্টায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী দিন সাতেক দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় সকালের দিকে কুয়াশার দাপট থাকবে। তারই জেরে ভোরের দিকে কিছু কিছু জেলায় দৃশ্যমানতা কম থাকার সমস্যা দেখা দিতে পারে। তবে রোদ ওঠার পর থেকে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

কলকাতার ওয়েদার আপডেট

Advertisment

আপাতত কলকাতা শহরের আবহাওয়া মনোরম রয়েছে। তবে এবার বাড়তে শুরু করবে কলকাতার তাপমাত্রাও। আগামী কয়েকদিনের মধ্যেই কলকাতার তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বেড়ে যেতে পারে। তারই জেরে মহানগরীতেও গরমের অনুভূতি বাড়বে। তিলোত্তমা মহানগরীতে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন- West Bengal News Highlights: সুতন্দ্রার কথাতেই সাদা গাড়িকে ধাওয়া! চাঞ্চল্যকর দাবি চালকের, পানাগড় কাণ্ডে নয়া মোড়

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

এদিকে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বৃষ্টি হতে পারে উত্তরের কয়েকটি জেলায়। আজ অর্থাৎ শনিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের কোনও কোনও এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই পার্বত্য জেলার পাশাপাশি আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাবে।

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ড: CBI-র অফিসারদের বিরুদ্ধেই তদন্ত দাবি নির্যাতিতার পরিবারের

weather rain Alipore Weather Office Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Kolkata Weather