Advertisment

Babun Banerjee: হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে সরানো হল মুখ্যমন্ত্রীর ভাই বাবুনকে, এবার দায়িত্বে কে?

Babun Banerjee: একটানা এক দশকেরও বেশি সময় ধরে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি পদে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। কলকাতা ময়দানে তাঁর পরিচিতি বাবুন নামেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Mamata Banerjee's Brother Babun Banerjee, Babun Banerjee, Mamata Banerjee, TMC, Sujit Basu,Hockey Bengal, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুন বন্দ্যোপাধ্যায়, বাবুন ব্যানার্জি, সুজিত বসু, হকি বেঙ্গল

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়।

CM's Brother Babun Banerjee: এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হল হকি বেঙ্গলের সভাপতির পদ থেকে। স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুনের বদলে এবার হকি বেঙ্গলের সভাপতির দায়িত্ব পালন করবেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। আচমকা তাঁকে হকি বেঙ্গল থেকে সরানো হলেও এব্যাপারে এখনই কোনও প্রতিক্রিয়া দিতে চাননি স্বপন বন্দ্যোপাধ্যায়। তবে তাঁর ঘনিষ্ঠরা মনে করছেন, এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে। 

Advertisment

একটানা এক দশকেরও বেশি সময় ধরে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়। কলকাতা ময়দানে স্বপনের পরিচিতি বাবুন হিসেবে। রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার এক বছরের মাথাতেই মুখ্যমন্ত্রীর ভাই বাবুনকে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি করা হয়। একটানা ১২ বছর বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন বাবুন।

অতীতের বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনই আজকের হকি বেঙ্গল। হকি বেঙ্গলের সভাপতি হওয়ার পর থেকে খেলার উন্নয়নে একাধিক কাজ করেছেন বাবুন। তাও হঠাৎ কেন তাঁকে সরিয়ে দেয়া হল তা নিয়ে গুঞ্জন তুঙ্গে উঠেছে। মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় নিজে এ বিষয়ে কোনও রকম মন্তব্য করেননি। বরং বিষয়টি সম্পর্কে সংবাদমাধ্যমে কোনও প্রতিক্রিয়া এই মুহূর্তে দিতে চাইছেন না তিনি। তবে তাঁর ঘনিষ্ঠ মহলে এ ব্যাপারে উষ্মা প্রকাশ করেছেন বাবুন।

আরও পড়ুন- Rape and Murder: বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বধূকে ধর্ষণ, বিষ খাইয়ে খুন, অভিযুক্তকে গণপিটুনি

আরও পড়ুন- Durga Puja 2024: ওঁরা নাকি মহিষাসুরের বংশধর! দুর্গাপুজো এলেই শোকগ্রস্ত হয়ে পড়েন এঁরা, কারণটা বিষ্ময়কর!

আরও পড়ুন- Biryani Restaurants: অলি-গলিতে বিরিয়ানির দোকান! না জেনেই পেটে কী পুরছেন জানেন? কোন্নগরে যা ঘটল...

শনিবারই রাজ্য হকি সংস্থার বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল। সেই সভাতেই পরবর্তী সভাপতি হিসেবে রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুর নাম ঘোষণা করা হয়েছে। আচমকা এভাবে বাবুন বন্দ্যোপাধ্যায়কে হকি বেঙ্গলের সভাপতি পদ থেকে সরানোর পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে তাঁর ঘনিষ্ঠ মহলের লোকজন বলতে শুরু করেছেন। 

Hockey Babun Banerjee CM Mamata banerjee Sujit Basu
Advertisment