/indian-express-bangla/media/media_files/vceaopdEDzrlV2vJrs4x.jpg)
ধর্ষণ-খুনে অভিযুক্তকে গণপিটুনি। পরে তাকে উদ্ধার করে পুলিশ।
Rape and Murder: আরজি কর কাণ্ড নিয়ে তপ্ত আবহের মধ্যেই শুক্রবার জয়নগরে শিশুকন্যাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। ফের নারী নির্যাতনের বর্বরতম নিদর্শন। গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও পরে বিষ খাইয়ে খুনের অভিযোগ। অভিযুক্তকে গণপিটুনি দেয় ক্ষুব্ধ জনতা। পরে হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যক্তির।
স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধ। এই প্রথম নয়, এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ রয়েছে। কর্মসূত্রে বাইরে থাকেন নির্যাতিতার তাঁর স্বামী।
প্রতিবেশীরা জানিয়েছেন, গ্রামেরই এক ব্যক্তি বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যান ওই গৃহবধূকে। ওই গৃহবধূকে ধর্ষণ করা হয়। বিষয়টি যাতে ফাঁস না হয়ে যায়, ওই গৃহবধূ যাতে কাউকে কিছু না বলতে পারেন, তার জন্য ধর্ষণের পর গৃহবধূর মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয়। স্থানীয়রা জানিয়েছেন, কীটনাশক খাওয়া অবস্থাতেই ওই গৃহবধূকে উদ্ধার করেন গ্রামবাসীরা। তমলুক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তবে শেষ রক্ষা হয়নি। মৃত্যু হয় ওই গৃহবধূর।
আরও পড়ুন-Durga Puja 2024: একের পর এক বিগ বাজেটের পুজো! কলকাতাকে চ্যালেঞ্জ ছুঁড়তে তৈরি লাগোয়া এই জেলা
এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় পটাশপুর থানার পুলিশ। সেখানে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযুক্তকে এলাকায় আটকে রাখা হয়। কোনওমতে পুলিশ অভিযুক্তকে উদ্ধার করে। তবে পরে অভিযুক্ত ওই ব্যক্তিরও মৃত্যু হয়।