Abhijit Sarkar Murder Case:একুশের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিনেই কলকাতার কাঁকুড়গাছিতে BJP কর্মী অভিজিৎ সরকারের ওপর নৃশংস হামলা হয়। খুন করা হয় ওই বিজেপি কর্মীকে। সেই ঘটনার তদন্তে নেমে ফের বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI। তবে শুধু পরেশ পালই নয়, কলকাতা পুরসভার আরও দুই তৃণমূল কাউন্সিলরকেও ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। তবে তার আগেই আগাম জামিন চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন পরেশ পাল সহ ওই দুই তৃণমূল কাউন্সিলর।
কাঁকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনে বেলেঘাটার ডাকাবুকো তৃণমূল বিধায়ক পরেশ পাল সহ বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলরের পাশাপাশি মোট ১৮ জনের নামে সাপ্লিমেন্টারি চার্জশিট দিয়েছে সিবিআই। পরেশ পালকে ইতিমধ্যেই ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। ফের এক দফায় আগামী ১৮ জুলাই পরেশ পাল সহ তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় সংস্থা। সেই জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারির আশঙ্কা করছেন তাঁরা?
বিষয়টি স্পষ্ট না হলেও এবার কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন পরেশ পাল। শুধু পরেশ পালই নন, সঙ্গে আরও দুই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষও আগাম জামিন চেয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। তিনজনেরই বক্তব্য, তদন্তে তাঁরা সব রকমের সহযোগিতা করছেন।
আরও পড়ুন- West Bengal News Live Updates:লাগাতার চেষ্টা ভারতের, ইয়েমেনে আপাতত পিছল কেরলের নার্স নিমিশার মৃত্যুদণ্ড
তবে চার্জশিটে তাঁদের নাম এসে যাওয়ায় আইনি সুরক্ষার দিকটিও তাঁদের ভেবে দেখতে হচ্ছে। সেই কারণেই কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়েছেন তাঁরা। উচ্চ আদালতে আগামীকাল তাঁদের এই মামলাগুলি শুনানির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- Weekend getaway:এবেলা বেরিয়ে ওবেলা ফিরুন! বর্ষায় কলকাতার কাছেই অপূর্ব এই নদীপাড়ে প্রাণের স্বস্তি-মনের আরাম