Advertisment

কেমন আছেন জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়?

‘‘ও (পরিবহ) ভাল আছে। শারীরিক অসুবিধা নেই। কথাবার্তা বলছে, স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করছে। ওঁর মাথায় চোট ভাল আছে। সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। আজ ড্রেসিং করা হয়েছে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
paribaha mukherjee, পরিবহ মুখোপাধ্যায়

পরিবহ মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।

সোমবার রাতে এক ‘ভয়াবহ’ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালের বেডে শুয়ে তিনি। তাঁকে ঘিরে উদ্বিগ্ন গোটা বাংলা। তাঁকে মারধরের ঘটনায় উত্তাল গোটা দেশ। কিন্তু তিনি কেমন আছেন? এনআরএসকাণ্ডে আক্রান্ত জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায় ভাল আছেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন। সব ঠিক থাকলে আগামী সপ্তাহেই তাঁকে ছাড়া হতে পারে। একথাই জানালেন চিকিৎসক। মধ্য কলকাতার এক হাসপাতালে চিকিৎসাধীন পরিবহ।

Advertisment

আরও পড়ুন: ‘নবান্নে যাব না, মুখ্যমন্ত্রীকেই এনআরএসে আসতে হবে’, অনড় জুনিয়র ডাক্তাররা

পরিবহের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসক প্রসেনজিৎ বর্ধন রায় জানান, ‘‘ও (পরিবহ) ভাল আছে। শারীরিক অসুবিধা নেই। কথাবার্তা বলছে, স্বাভাবিকভাবে খাওয়াদাওয়া করছে। ওঁর মাথায় চোট ভাল আছে। সম্পূর্ণ বিশ্রামে রয়েছে। আজ ড্রেসিং করা হয়েছে।’’ কবে হাসপাতাল থেকে ছাড়া হবে পরিবহকে? জবাবে চিকিৎসক জানান, ‘‘ছাড়ার ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী সপ্তাহে ছাড়া হতে পারে। সেলাই কেটে স্টিচ রিমুভ করে ছাড়া হবে’’।

আরও পড়ুন: ‘কী নাম ওঁর, প্রতিভা না পরিভা’? ডাঃ পরিবহ মুখোপাধ্যায়ের নামই বলতে পারলেন না অভিষেক

উল্লেখ্য, গত সোমবার রাতে মহম্মদ সৈয়দ নামে এক বৃদ্ধের মৃত্যুতে গাফিলতির অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় এনআরএস চত্বর। জুনিয়র ডাক্তারদের মারধরের অভিযোগ উঠেছে মৃত রোগীর পরিজনদের বিরুদ্ধে। মারধরে গুরুতর জখম হন এনআরএসের জুনিয়র ডাক্তার পরিবহ মুখোপাধ্যায়। পরিবহের মাথায় গুরুতর আঘাত লাগে। এ ঘটনায় জখম হন আরেক জুনিয়র চিকিৎসক যশ টেকওয়ানি। এ ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামেন জুনিয়র ডাক্তাররা। ৫ দিন ধরে কর্মবিরতিতে এনআরএসের জুনিয়র ডাক্তাররা। এনআরএসকাণ্ডে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। ইতিমধ্যেই এ ঘটনায় বহু চিকিৎসক গণইস্তফা দিয়েছেন। শুক্রবার সন্ধের পর পরিবহকে হাসপাতালে দেখতে যান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী।

kolkata news NRS
Advertisment