'বৈধ ভোটারদের নাম বাদ দিলে BJP নেতাদের ধরে রাখুন', TMC সাংসদের নিদান ঘিরে বিতর্ক

TMC: দলের বিজয়া সম্মীলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে চরম হুঁশিয়ারি দুই সাংসদের।

TMC: দলের বিজয়া সম্মীলনীর অনুষ্ঠান মঞ্চ থেকে বিজেপিকে চরম হুঁশিয়ারি দুই সাংসদের।

author-image
Utsab Mondal
New Update
পার্থ ভৌমিক  ,মমতা ঠাকুর  ,বাগদা পশ্চিম ব্লক,  তৃণমূল কংগ্রেস বিজয়া সম্মেলন,  বৈধ ভোটারদের নাম  ,বিজেপি নেতাদের হুঁশিয়ারি,  ভোটার তালিকা বিতর্ক  ,রাজনীতিক সমালোচনা  ,তৃণমূল ঐক্য  ,হেলেঞ্চা নেতাজি কমিউনিটি হল, Partha Bhowmik  ,Mamata Thakur  ,Bagda West Block  ,TMC Bijoya Sammelan,  Valid voter names  ,BJP leaders warning  ,Voter list controversy,  Political criticism  ,TMC unity  ,Helencha Netaji Community Hall

Bijaya Sammilani: তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান।

Political criticism: বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃহস্পতিবার হেলেঞ্চা নেতাজি শতবার্ষিকী কমিউনিটি হলে বিজয়া সম্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ও রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুর, ব্যারাকপুর সাংসদ ও জেলা সভাপতি পার্থ ভৌমিক এবং ব্লক সভাপতি নিউটন বালা।

Advertisment

মঞ্চে বক্তব্যে পার্থ ভৌমিক বলেন, “যদি কোনও বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হয়, পাড়ায় BJP নেতাদের ধরে রাখুন।” তিনি আরও মন্তব্য করেন, “বিরোধী দলনেতা এস আই আর-এর নামে ভোটারদের নাম বাদ দেবে। এটা কারও পৈতৃক সম্পত্তি নয়। যদি অবৈধভাবে কাটা হয়, বাংলায় আগুন জ্বালানো হবে।”

আরও পড়ুন- Amitabh Bachchan:কথা রেখেছেন 'বাংলার জামাই'! অমিতাভ বচ্চনের সহায়তায় স্বপ্ন সত্যি বঙ্গতনয়ের!

Advertisment

পার্থ ভৌমিক বাংলা রাজনীতিতে হিন্দু ধর্মের ধারক ও বাহক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার উদাহরণ তুলে ধরেন। এছাড়াও তিনি কেন্দ্রীয় সরকারকে কঠোর সমালোচনা করেন। 

আরও পড়ুন- West Bengal News Live Updates: বাংলার উন্নয়নে বিপুল পরিমাণে টাকা পাঠাচ্ছে কেন্দ্র! মোদী সরকারকে ধন্যবাদ জানালেন সুকান্ত

বিজয়া সম্মীলনীর মঞ্চে মমতা ঠাকুর ও পার্থ ভৌমিককে একসঙ্গে দেখা গিয়েছে। সভার শেষে মমতাবালা ঠাকুর বলেন, “পার্থ ভৌমিক আমাকে দিদি বলে। উনিও তৃণমূল কংগ্রেস করেন। আমাদের মধ্যে কোনও তিক্ততা নেই।” পার্থ ভৌমিকও মন্তব্য করেন, “আমি তৃণমূল কংগ্রেস করি, মমতা ঠাকুর আমার দিদি।”

SIR bjp Bijaya Sammilani tmc