Amitabh Bachchan:কথা রেখেছেন 'বাংলার জামাই'! অমিতাভ বচ্চনের সহায়তায় স্বপ্ন সত্যি বঙ্গতনয়ের!

Hooghly News: শেষমেশ বহুদিনের এই স্বপ্ন এবার পূরণ হল। বিগ বি অমিতাভ বচ্চনকে আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন জয়ন্ত দুলের।

Hooghly News: শেষমেশ বহুদিনের এই স্বপ্ন এবার পূরণ হল। বিগ বি অমিতাভ বচ্চনকে আরও একবার কৃতজ্ঞতা জ্ঞাপন জয়ন্ত দুলের।

author-image
Uttam Dutta
New Update
Amitabh Bachchan,  Kaun Banega Crorepati,  Goghat, Hooghly  ,Support to poor family  ,Bathroom and toilet gifted,Jayanta Dule  ,Hotseat winner,  Guest lecturer,  Social welfare and humanitarian initiative,  Western pattern toilet & shower,অমিতাভ বচ্চন  ,কৌন বনেগা ক্রোড়পতি  ,হুগলি জেলার গোঘাট  ,দরিদ্র পরিবারের সহায়তা  ,স্নানাগার ও শৌচাগার উপহার,  জয়ন্ত দুলে,  হটসিট বিজয়ী  ,গেস্ট লেকচারার , সামাজিক সহায়তা ও মানবিক উদ্যোগ,  টয়লেট ও ওয়েস্টার্ন প্যাটার্ন

Kaun Banega Crorepati: কৌন বনেগা ক্রোড়পতির অনুষ্ঠানে অমিতাভ বচ্চনের সঙ্গে জয়ন্ত দুলে। ফাইল ছবি।

Social welfare: কথা রাখলেন বলিউডে বিগ বি অমিতাভ বচ্চন। কথা দিয়েছিলেন বাড়ির স্নানাগার এবং শৌচাগার তিনি উপহার দেবেন। মূলত তাঁরই দেওয়া টাকায় হুগলি জেলার গোঘাটের একটি প্রান্তিক বাড়িতে তৈরি হয়েছে অত্যাধুনিক ওয়াশরুম। কৃতজ্ঞতা স্বরূপ ওই শৌচাগারের বাইরে গিফটেড বাই মিস্টার অমিতাভ বচ্চন নামের ফলকও লাগিয়ে দিয়েছেন গৃহকর্তা।

Advertisment

বাড়ির মহিলারা পাড়ার পুকুরে স্নান করতে যান, সকালে প্রাতঃকৃত্য সারতেও মাঠে যেতে হতো। 'কৌন বনেগা ক্রোড়পতি'র পরিচালকের আসনে বসে গরিব প্রতিযোগীর এই কথা শুনে অমিতাভ বচ্চন অত্যন্ত বিচলিত হন এবং সেই প্রতিযোগীকে কথা দিয়েছিলেন তিনি শৌচাগার তৈরির জন্য টাকা দেবেন। দূরত্বটা প্রায় ১৯০০ কিলোমিটার। 

আরও পড়ুন- Mamata Banerjee:'অফিসারদের হুমকি নির্বাচন কমিশনারের, বেড়ে খেলবেন না', SIR ইস্যুতে রেগে অগ্নিশর্মা মুখ্যমন্ত্রী!

Advertisment

গত বছর আগস্ট মাসে কৌন বনেগা ক্রোড়পতির ১৬তম সিজনের প্রথম সপ্তাহে হটসিটে বসার সুযোগ পেয়ে যান গোঘাট থানার প্রত্যন্ত গ্রাম আগাইয়ের মেধাবী যুবক জয়ন্ত দুলে। অত্যন্ত দরিদ্র পরিবার থেকে উঠে আসা এই জয়ন্ত পেশায় একটি বেসরকারি বি এড কলেজের গেস্ট লেকচারার। তিনি ওই সিজনে বিজেতাও হন। 

হটসিটে বসে নিজের স্টাইলে বচ্চন সাহেব জয়ন্তর সঙ্গে আলাপচারিতা করতে গিয়ে জানতে পারেন জয়ন্তর গ্রামের অধিকাংশ মানুষ এই যুগেও বাড়িতে শৌচাগার এবং স্নানের জায়গা না থাকায় মাঠ ঘাটের শরণাপন্ন হয়। বিচলিত বচ্চন সাহেব জয়ন্ত কে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার বাড়িতে শৌচাগার করে দেওয়ার ব্যবস্থা করবেন। 

আরও পড়ুন-Birbaha Hansda:'আমি আদিবাসী মেয়ে বলেই হয়তো আমার কেক খাওয়াটা ওদের গায়ে লাগল!' BJP-কে জবাব বীরবাহার

গত বছর অক্টোবর মাস থেকেই বিগ বির নিজস্ব টিম খোঁজ খবর নিতে শুরু করে, ওই মাসের শেষের দিকে জয়ন্তর ব্যক্তিগত অ্যাকাউন্টে ২ লক্ষ টাকা পাঠিয়ে দেন অমিতাভ বচ্চন। নভেম্বর থেকেই কাজ শুরু করে দেয় জয়ন্ত। তবে চলতি বছরে বর্ষার মেজাজ সপ্তমে থাকায় কাজ বিলম্বিত হয়। অবশেষে বছর খানেক এর মধ্যেই ওই কাজ সম্পূর্ণ হয়েছে। জয়ন্ত পাশাপাশি দুটি ঘর করেছেন। একটি স্নানের জন্য অপরটি শৌচকর্মের জন্য। ঝকঝকে বাথরুম। 

Amitabh Bachchan,  Kaun Banega Crorepati,  Goghat, Hooghly  ,Support to poor family  ,Bathroom and toilet gifted,Jayanta Dule  ,Hotseat winner,  Guest lecturer,  Social welfare and humanitarian initiative,  Western pattern toilet & shower,অমিতাভ বচ্চন  ,কৌন বনেগা ক্রোড়পতি  ,হুগলি জেলার গোঘাট  ,দরিদ্র পরিবারের সহায়তা  ,স্নানাগার ও শৌচাগার উপহার,  জয়ন্ত দুলে,  হটসিট বিজয়ী  ,গেস্ট লেকচারার , সামাজিক সহায়তা ও মানবিক উদ্যোগ,  টয়লেট ও ওয়েস্টার্ন প্যাটার্ন
Bathroom and toilet gifted: বিগ বির দেওয়া টাকায় তৈরি শৌচালয়ের সামনে দাঁড়িয়ে জয়ন্ত দুলে।

আরও পড়ুন-West Bengal News Live Updates: বাংলার উন্নয়নে বিপুল পরিমাণে টাকা পাঠাচ্ছে কেন্দ্র! মোদী সরকারকে ধন্যবাদ জানালেন সুকান্ত

শাওয়ার ফিট করা অন্যদিকে টয়লেট ও ওয়েস্টর্ন প্যাটার্ন। সব মিলিয়ে খুব খুশি এই দরিদ্র পরিবার। অমিতাভ বচ্চনের প্রতি অগাধ কৃতজ্ঞতা প্রকাশ করে জয়ন্ত বলেন, "উনি আমার কাছে দেবতার মতো। আমার মা-বোন পুকুরে স্নান করতে যেত যেটা দেখে আমার ভীষণ খারাপ লাগতো আমি সেই কথাই ওনাকে বলেছিলাম। উনি ভীষণ বিচলিত হয়েছিলেন। তখুনি উনি কথা দেন উনি আমার ওয়াশ রুমের ব্যবস্থা করে দেবেন। এই অনুষ্ঠানে যাবো বলে আমি সাতবছর ধরে নিজে প্রস্তুতি নিয়েছি। একটা জিনিস শিখেছি যে জ্ঞানের কোন বিকল্প নেই। এবং ওটাই আমার জীবনের ট্যাগ লাইন। আমি আমার জ্ঞান সঞ্চয়ের মধ্যে দিয়েই হট সিটে বসতে পেরেছি, বিজেতা হয়ে ১৫ লক্ষ টাকা উপার্জন করেছি।"

Amitabh bacchan hooghly news KBC