/indian-express-bangla/media/media_files/2024/12/13/jKgBdFtKjBOdvgFTF818.jpg)
Partha Chatterjee: পার্থ চট্টোপাধ্যায়।
Partha Chatterjee got bail in the Supreme Court in the ED case: অবশেষে ED-র মামলায় জামিন পেলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এর আগে গত ৪ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি শেষ হয়ে গিয়েছিল সুপ্রিম কোর্টে (Supreme Court)। ওই দিন রায় জানাননি বিচারপতিরা। তবে আজ পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে ইডির মামলায় জামিন মিলল।
পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এই মামলায় আগেই অর্পিতা মুখোপাধ্যায় সহ বাকি কয়েকজন জামিনে মুক্ত হয়েছেন। তবে জামিন পাচ্ছিলেন না পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায় অত্যন্ত প্রভাবশালী একজন ব্যক্তি, তিনি জামিনে ছাড়া পেলে সাক্ষীদের প্রভাবিত করতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেছিল কেন্দ্রীয় সংস্থা। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে এর আগে একাধিকবার খারিজ হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আবেদন। তবে এবার ছিঁড়ল শিকে। ইডির মামলায় জাামিন পেলেন পার্থ।
এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ করতে হবে ইডিকে। ৩১শে ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই প্রক্রিয়া ১ ফেব্রুয়ারি, ২০২৫-এর আগে শেষ করতে হবে। গোটা প্রক্রিয়া শেষ হলেই জেল মুক্তি দিতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। তবে কলকাতা হাইকোর্টে এই মুহূর্তে সিবিআইয়ের মামলা বিচারাধীন রয়েছে। সেই কারণেই এখনই মুক্তি পাচ্ছেন না পার্থ।
আরও পড়ুন- Nabanna: মিড-ডে মিলে পিঠে-পুলি, পায়েস, ফাটাফাটি ভোজে খুদে পড়ুয়াদের নবান্ন উৎসবের পাঠ!
পার্থ চট্টোপাধ্যায়ের জামিন সাওয়ালের তাঁর আইনজীবী মুকুল রোহতগি অর্পিতা মুখোপাধ্যায়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিনে মুক্তি পাওয়ার বিষয়টি তুলে ধরেন। তবে এর আগে গত ৪ ডিসেম্বর পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে শেষ হয়েছিল। ওই দিন রায় দান প্রক্রিয়া স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। পার্থ চট্টোপাধ্যায় সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকলে তাঁর এত সহজে জামিন হতে পারে না বলে ওই দিন মন্তব্য করেছিল শীর্ষ আদালত। তবে ঠিক ওই মামলায় আজ জামিন পেলেন পার্থ। আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে ইডির মামলায় জেল মুক্তি হবে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রীর।