West Bengal Weather: এবার হাড় কাঁপাবে ঠান্ডা! শৈত্যপ্রবাহের কবলে কোন কোন জেলা? কলকাতার পারদ কোথায় নামবে?

West Bengal Weather Update 13 December: পূর্বাভাস মতোই নামছে পারদ। শহর থেকে জেলা, জাঁকিয়ে শীতের পূর্বাভাস হাওয়া অফিসের।

West Bengal Weather Update 13 December: পূর্বাভাস মতোই নামছে পারদ। শহর থেকে জেলা, জাঁকিয়ে শীতের পূর্বাভাস হাওয়া অফিসের।

author-image
IE Bangla Web Desk
New Update
weather update, Weather forecast, আবহাওয়ার পূর্বাভাস

Weather Update: শহর থেকে জেলা, শীতের আমেজ সর্বত্র।

West Bengal Weather Update 13 December: রীতিমতো শৈত্যপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ ১৩ ডিসেম্বর থেকে আগামী রবিবার ১৫ ডিসেম্বর পর্যন্ত রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের দাপট চলবে। এক কথায় বলতে গেলে জাঁকিয়ে শীতের এটাই প্রথম স্পেল বাংলায়। দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও এই পর্বে আগামী রবিবার পর্যন্ত শীতের দাপুটে মেজাজ দেখা যাবে। মেঘমুক্ত আকাশে হু হু করে নামবে ভারত। আগামী কয়েকদিন কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া? এসব নিয়েই রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।

Advertisment

শৈত্যপ্রবাহের সর্তকতা কোন কোন জেলায়?

দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। আজ শুক্রবার শৈত্যপ্রবাহের সতর্কতা পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়া জেলায়। আগামীকাল এবং পরশু শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিমাঞ্চলের পাঁচটি জেলায়। বাঁকুড়া, পুরুলিয়া, দুই বর্ধমান, বীরভূমে শৈত্যপ্রবাহ চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের সব জেলাতে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমে যাবে। জাঁকিয়ে শীতের অনুভূতি মিলতে পারে আগামী কয়েকদিন। 

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

Advertisment

উত্তরবঙ্গের জেলাগুলিতেও পারদ নামছে। দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের চার জেলার পাশাপাশি উত্তরবঙ্গেও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙের পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হওয়ার পূর্বাভাস জারি।

আরও পড়ুন- West Bengal News Live: বাংলাদেশে ফের BNP-র মুখে যুদ্ধের জিগির, ছাত্রদের হাতে রাইফেল তুলে দেওয়ার নিদান

আরও পড়ুন- Sundarbans: সুন্দরবনে বাম্পার পরিকল্পনা রাজ্যের, বিপজ্জনক নদীবাঁধের সংস্কারে দুরন্ত তৎপরতা!

আরও পড়ুন- Bangla Awas Yojana: খড়-মাটির ঘরই সম্বল, তবুও আবাসের বাড়ি চান না তৃণমূলের পঞ্চায়েত প্রধান

কলকাতার ওয়েদার আপডেট 

শহর কলকাতায় ভালো মতো ঠান্ডার আমেজ রয়েছে। শুক্রবার সকাল থেকে কলকাতা শহরেও শীতের প্রকোপ বাড়ছে। জানা গিয়েছে, আজ রাতে তাপমাত্রা আরও নামবে। শুধু আজই নয়, আগামীকাল এবং পরশুদিনও কলকাতা শহরের তাপমাত্রা কমবে। সপ্তাহান্তে কলকাতা শহরেও রয়েছে জাঁকিয়ে শীতের পূর্বাভাস।

Kolkata Weather weather Alipur weather Office Bengal Weather Bengal Weather Forecast Alipore Weather Office