Partha Chatterjee: বড় খবর! SSC দুর্নীতিতে নিজেকে নির্দোষ দাবি করে কাদের ঘাড়ে দায় ঠেললেন পার্থ?

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আজ ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আজ ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
wb ssc scam,partha chatterjee,cbi,sskm,arpita mukherjee,west bengal news,পার্থ চট্টোপাধ্যায়, এসএসসি দুর্নীতি,সিবিআই

Partha Chatterjee: নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়।

SSC recruitment scam: স্কুল সার্ভিস কমিশন বা SSC-এর নিয়োগ দুর্নীতির মামলায় এবার রাজ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন করল আলিপুরের বিশেষ আদালত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ দুর্নীতি মামলায় শুধু রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীই নন, সেই সঙ্গে একাধিক অভিযুক্তের বিরুদ্ধেও এদিন চার্জ গঠন হয়েছে।

Advertisment

বৃহস্পতিবার এই মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী ও তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়েছে। যদিও তাঁরাও আদালতে এদিন নিজেদের নির্দোষ বলে দাবি করেছেন। 

সেই সঙ্গে চার্জ গঠন করা হয়েছে স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, SSC-র তৎকালীন উপদেষ্টা কমিটির প্রধান শান্তি প্রসাদ সিনহা, সমরজিৎ আচার্য, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসএসসি-র আধিকারিক পর্ণা বসু থেকে শুরু করে অশোক সাহা, নাইসার আধিকারিক পঙ্কজ বনশল, নীলাদ্রি দাসদের বিরুদ্ধেও এই মামলায় চার্জ গঠন করেছে আদালত।

Advertisment

আরও পড়ুন- kidnapping:সূত্রের খবরেই বাজিমাত, রুদ্ধশ্বাস গ্রেফতারি! অপহরণের ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার অধ্যাপক

গতকালই একটি বেসরকারি হাসপাতালে চোখের অস্ত্রোপচার করিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। আদালতে শুনানিতে আজ সশরীরে হাজিরা দিতে না পারলেও ভার্চুয়ালি এদিন তিনি শুনানিতে হাজিরা দেন। কালো চশমা পরিহিত পার্থ চট্টোপাধ্যায় ফের একবার শুনানিতে নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন। 

আরও পড়ুন- Nepal: নেপালের প্রতি বরাবরের অমোঘ আকর্ষণ ভারতীয়দের! এর কারণ জানেন?

বিচারকের সামনে কাতর আর্জি জানিয়ে এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, "আমি নির্দোষ। আমি তখন শিক্ষামন্ত্রী ছিলাম। যারা বলছেন তারা সম্পূর্ণ অসত্য কথা বলছেন। আমাকে মুক্তি দিন, আমি সম্পূর্ণ নির্দোষ। সাড়ে ৩ বছর ধরে আটকে রেখেছে। আমি মন্ত্রী হওয়ার আগেই সুবীরেশ SSC-এর চেয়ারম্যান ছিল। আমি মন্ত্রী হওয়ার আগে থেকে কল্যাণ মধ্যশিক্ষা পর্ষদে ছিলেন। আমার একটা সম্মান আছে। ২৫ বছর ধরে আমি বিধায়ক। আমাকে এবার মুক্তি দিন।"

SSC recruitment WB SSC Scam partha chatterjee