/indian-express-bangla/media/media_files/2025/09/11/nepal-2025-09-11-16-34-26.jpg)
Nepal: নেপালের নজরকাড়া কয়েকটি স্থানের অপূর্ব ছবি!
Nepal Youth Protest: গণবিক্ষোভে উত্তাল ভারতের পড়শি দেশ নেপাল। জেনারেশন জেডের নামে লাগমাছাড়া বিক্ষোভ-আন্দোলনে হিংসার স্রোত বয়ে গিয়েছে নেপালে। নেপালের কেপি শর্মা ওলির সরকার গদিচ্যুত হয়েছে। এবার নেপালের অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য প্রধান হিসেবে উঠে আসছে কুল মান ঘিসিংয়ের নাম।
নেপালের ভার এখন হাতে রেখেছে সেনাবাহিনী। এদিকে নেপালের এই পরিস্থিতির ব্যাপক প্রভাব পড়েছে পর্যটনে। ছোট, বড়, মাঝারি সব পর্যটন সংস্থাগুলিরই এখন মাথায় হাত। ফি দিন শ'হে-শ'য়ে নেপাল ট্যুর বাতিল হচ্ছে। স্বাভাবিকভাবেই যার বড়সড়ো প্রভাব পড়ছে ব্যবসায়।
ভ্রমণপ্রিয় বাঙালি থেকে শুরু করে এককথায় ভ্রমণপিপাসুরা অনেকেই একটু সময় পেলেই ব্যাগ-পত্তর গুছিয়ে পছন্দের জায়গাগুলিতে বেড়াতে বেড়িয়ে পড়েন। অন্য অনেক জায়গার পাশাপাশি ভ্রমণপ্রেমীদের অন্যতম পছন্দের স্থান হল মাউন্ট এভারেস্টের দেশ নেপাল। ভারতবর্ষের এই প্রতিবেশী দেশটির প্রাকৃতিক সৌন্দর্য্য, তার পর্বতমালা, প্রাচীন মন্দির এবং সাংস্কৃতিক ঐতিহ্য এককথায় অনবদ্য। নেপালে বছরভর ছুটে যায় পর্যটকের দল।
আরও পড়ুন- Mamata Banerjee: বছর ঘুরলেই বিধানসভা ভোট, ধর্মীয় পর্যটনে জোর মমতার, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর!
এখানেই রয়েছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। এছাড়াও আছে একগুচ্ছ আরও সুউচ্চ পর্বত শৃঙ্গ। নেপাল থেকে দেখতে পাওয়া যায় হিমালয়ের তুষারাবৃত পর্বতমালার সারি। এছাড়াও নেপালের বিভিন্ন প্রান্তে রয়েছে অসংখ্য অপরূপ সব জলপ্রপাত থেকে শুরু করে হ্রদ।
নেপালের প্রাচীন বৌদ্ধমঠ এবং এখানকার ঐতিহাসিক একাধিক হিন্দু মন্দিরের টানে দূর-দূরান্ত থেকে পর্যটক, দর্শনার্থীরা ছুটে যান। নেপালেই রয়েছে পশুপতিনাথের মন্দির। এছাড়াও বৌদ্ধ ধর্মের গুরুত্বপূর্ণ এবং আধ্যাত্বিক স্থান বৌদ্ধনাথ স্তূপ ও স্বয়ংশম্ভুনাথের মন্দিরও রয়েছে এই নেপালেই।
আরও পড়ুন- SIR-এ পরিচয়পত্র হিসেবে স্বাস্থ্য সাথী কার্ডকেও অন্তর্ভুক্ত করা হোক, নির্বাচন কমিশনে চিঠি রাজ্যের
নেপালের পোখরার কাছে থাকা সালাংকোট পাহাড় থেকেই দেখা মেলে হিমালয়ের সুন্দর দৃশ্য। গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে পরিচিত লুম্বিনীও এই নেপালেই। ধর্মপ্রাণ পর্যটকদের জন্য এই স্থান অন্যতম পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়।
এছাড়াও নেপালে রয়েছে জনকপুর ধাম। হিন্দু ধর্মালম্বীদের কাছে এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানেই নাকি সীতা দেবীর জন্ম হয়েছিল। রামচন্দ্রের সঙ্গে সীতা দেবীর বিবাহও নাকি হয়েছিল এই জনকপুরেই, এমনই বিশ্বাস প্রচলিত রয়েছে।
নেপালের জনকপুরে রয়েছে জানকী মন্দির। এই মন্দিরটি সীতার বাপের বাড়ি হিসেবে পরিচিত। অযোধ্যায় যেদিন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান হয় তার আগে এই মন্দিরও সাজিয়ে তোলা হয়েছিল।
আরও পড়ুন-Trafficking racket:খাস কলকাতায় বিরাট নারী পাচার চক্রের হদিশ, ৯ নাবালিকা উদ্ধার, কারা গ্রেফতার জানেন?
সব মিলিয়ে নেপালের সঙ্গে ভারতের যেন আত্মিক যোগ রয়েছে। আর সেই কারণেই ভারত থেকে বছরভর নেপালে ছুটে যায় পর্যটকের দল। বিশেষ করে ধর্মপ্রাণ পর্যটকদের একটি বড় অংশের অত্যন্ত পছন্দের স্থান হল এই নেপাল।
আরও পড়ুন- বেঁচে আছেন দিব্যি, কিন্তু ভোটার তালিকায় মৃত, তুঙ্গে শাসক-বিরোধী তরজা
তবে অপূর্ব এই দেশটির আজ দিকে দিকে হিংসা ছড়িয়েছে। দিকে দিকে প্রাণহানি, রক্তাক্ত পরিস্থিতি, ভাঙচুর আগুন। জেনারেশন জেড-এর নামে এক হিংস্রতা যেন গ্রাস করেছে গোটা নেপালকে। নির্বিচারে আগুন, ভাঙচুর, লুটপাট চলেছে দিকে দিকে।
তবে সেনাবাহিনী দেশের ভার নেওয়ার পর অনেকটাই শান্ত হয়েছে পরিস্থিতি। দেশে নতুন সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত দেশের ভার সেনাবাহিনীর হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন সেনাপ্রধান।