Advertisment

একটু হলেই 'গুলিভর্তি' ব্যাগ নিয়ে বিমানে উঠে যেতেন, নাটকীয়ভাবে আগেই গ্রেফতার

কলকাতা বিমানবন্দরে হইচই কাণ্ড! শেষমেশ কী ঘটল?

author-image
IE Bangla Web Desk
New Update
Passenger arrested at Kolkata airport with four rounds of bullets

কলকাতা বিমানবন্দরে গুলি-সহ গ্রেফতার যাত্রী।

এবার কলকাতা বিমানবন্দরে এক ব্যক্তির ব্যাগ থেকে মিলল তাজা কার্তুজ। বিমানবন্দরে রুটিন চেকিংয়ের সময়েই ওই ব্যক্তির হাতে থাকা ব্যাগ থেকে গুলি উদ্ধার হয়েছে। ঘটনার পরপরই ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে ওই গুলি বিমানে নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি তা জানার চেষ্টা চলছে। ওই চার রাউন্ড কার্তুজ ওই ব্যক্তি কোথা থেকে পেয়েছেন তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে এক আত্মীয়কে সঙ্গে নিয়ে বেঙ্গালুরু যাচ্ছিল ওই ব্যক্তি। কলকাতা বিমানবন্দর থেকে এয়ার এশিয়ার বিমানে তাদের বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল। এদিন বিমানবন্দরে রুটিন চেকিংয়ের সময় মহম্মদ গালিব নামে ওই ব্যক্তির হাতে থাকা হ্যান্ড ব্যাগটিরও তল্লাশি করা হয়। হাতে থাকা ওই ব্যাগে তল্লাশিতেই মিলেছে চার রাউন্ড কার্তুজ। এরপরেই বিমানবন্দরে শোরগোল পড়ে যায়। সিআইএসএফের জওয়ানরা তড়িঘড়ি ওই ব্যক্তিকে ধরে ফেলেন। শেষমেশ বিহারের বাসিন্দা ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন- কলকাতা থেকে সকালে বেরিয়ে সন্ধেয় ফিরুন, কোলাহলহীন নদীপাড়ে আরাম পাবে মন

এদিকে বিমানবন্দরে কার্তুজ-সহ এক ব্যক্তির গ্রেফতারের খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ ও বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরাও চূড়ান্ত তৎপর হয়ে পড়েন। গোটা বিমানবন্দর কড়া নজরদারির আওতায় নিয়ে আসা হয়। আপাতত মহম্মদ গালিব নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে জেরা শুরু হয়েছে।

আরও পড়ুন- টলিউডের কোন কোন ছবি কুন্তলের টাকায়? বিস্ফোরক দাবিতে তোলপাড়

কোন উদ্দেশ্যে বিমানে কার্তুজ নিয়ে যাচ্ছিলেন ওই ব্যক্তি তা জানার চেষ্টা চলছে। ওই চার রাউন্ড গুলি তিনি কোথা থেকে পেয়েছেন তাও খতিয়ে দেখছে পুলিশ। এরই পাশাপাশি ধৃতের এর আগে কোনও অপরাধমূলক কাজের সঙ্গে যোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Kolkata Airport West Bengal Passenger Arrest kolkata news
Advertisment