Advertisment

সুখবর! কলকাতা মেট্রোর সব স্টেশনে যাত্রীদের জন্য চালু শৌচালয়

বর্তমানে যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কতৃপক্ষ, তা হল কর্মীদের শৌচাগার ব্যবহার করতে দিতে হবে যাত্রীদের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মেট্রো যাত্রীদের জন্য সুখবর। এখন থেকে যাত্রীরা ব্যবহার করতে পারবেন কলকাতা মেট্রোরেলের কর্মীদের শৌচালয়। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে জানিয়েছেন," বুধবার থেকে জরুরি কোনো কারণে শৌচালয় ব্যবহার করতে চাইলে কর্মীদের শৌচালয় যাত্রীদেরও ব্যবহার করতে দেওয়া হবে"।

Advertisment

কলকাতা মেট্রোয় ২৪ টি স্টেশনে যাত্রীদের জন্য ছিল না কোনো শৌচালয়। বছর খানেক আগে চারটি স্টেশন নোয়াপাড়া, শোভাবাজার, বেলগাছিয়া ও শহীদ ক্ষুদিরামে শৌচালয় বানানো হয়। কিন্তু বাকি ২০ টি স্টেশনে যাত্রীদের জন্য শৌচালয় ছিল না, শোভাবাজার থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশনের মধ্যে প্রায় ৩৫ মিনিটের যাত্রা পথে শৌচালয় ছিল না। যে কারণে জরুরি অবস্থায় এতদিন সমস্যায় পড়তে হত যাত্রীদের। বহুবার যাত্রীরা সেই সমস্যার কথা তুলে শৌচালয়ের দাবি জানিয়েছিল।

আরও পড়ুন: ছুটির দিনে শহরে বাড়ছে মেট্রোর ট্রেন সংখ্যা

সূত্রের খবর, মেট্রো পরিকাঠামো যেহুতু অনেক পুরানো তাই শৌচাগারের জন্য আলাদা নিকাশি ব্যবস্থা করা সময় সাপেক্ষ। সে কারণেই বর্তমানে মেট্রোরেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, কর্মীদের শৌচাগার এবার ব্যবহার করতে দেওয়া হবে যাত্রীদের। সেই মর্মে সমস্ত স্টেশন মাস্টারকে চিঠি পাঠানো হয়েছে, সাধারণ যাত্রীদের জন্য যেন তাদের শৌচাগার খুলে দেওয়া হয়।

আরও পড়ুন: ইস্ট-ওয়েস্ট মেট্রো ট্রায়াল রান, ফুলবাগান থেকে শিয়ালদহ

জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) ২০১৬ সালে যাত্রীদের জন্য টয়লেট নির্মাণের জন্য রেলওয়ে বোর্ডকে অনুরোধ জানিয়েছিল, তারপর থেকেই দেশের বিভিন্ন মেট্রো স্টেশনে শৌচালয় নির্মাণকার্য শুরু হয়। ২০১৬ সালে শহরের এক অনুষ্ঠানে কেন্দ্রীয় রেলমন্ত্রী সুরেশ প্রভু আশ্বাস দিয়েছিলেন, মেট্রোয় শৌচাগার তৈরি করা নিয়ে তারা বিবেচনা করবেন।

kolkata metro
Advertisment