Petal Gahlot IFS: দাপুটে মহিলা কূটনীতিকের কাছে নাস্তানাবুদ শাহবাজ শরিফ, সর্বসমক্ষে পাক প্রধানমন্ত্রীকে ধুয়ে কাপড় পরিয়ে দিল ভারত

Petal Gahlot IFS: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে ধুয়ে কাপড় পরিয়ে দিল ভারতের মহিলা কূটনীতিক পেতাল গেহলট।

Petal Gahlot IFS: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে ধুয়ে কাপড় পরিয়ে দিল ভারতের মহিলা কূটনীতিক পেতাল গেহলট।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

দাপুটে মহিলা কূটনীতিকের কাছে নাস্তানাবুদ শাহবাজ শরিফ

Petal Gahlot IFS:  রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে পাকিস্তানকে সন্ত্রাস ইস্যুতে ধুয়ে কাপড় পরিয়ে দিল ভারতের মহিলা কূটনীতিক পেতাল গেহলট।  সাহসের সঙ্গে তিনি বিশ্ব দরবারে পাকিস্তানের অপকর্ম উন্মোচন করেছেন। তিনি বলেছেন, এটা সেই পাকিস্তান, যে পাকিস্তান দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল।

Advertisment

দিল্লিতে জন্ম। পেতাল গেহলট রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করার পর তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়াও, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইন্টারন্যাশনাল স্টাডিজ নিয়ে পড়াশুনা করে ডিগ্রি অর্জন করেছেন।

আরও পড়ুন-প্রবল কম্পন! দুলে উঠল ভারত, চরম আতঙ্কে ঘরছাড়া মানুষজন, তুমুল চাঞ্চল্যে হুলস্থূল

Advertisment

পেশাগতভাবে, পেতাল গেহলট ইন্ডিয়ান ফরেন সার্ভিস (IFS) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে  কূটনীতিক হিসাবে জীবন শুরু করেন। প্রথমে তিনি ভারতের বিদেশ মন্ত্রকের আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৩ সালে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনে প্রথম সচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৪ সালে উপদেষ্টা হিসেবে কাজ শুরু করেন। স্পষ্টভাষী ও সাহসী এই কূটনীতিক কেবল কূটনীতিতে পারদর্শী নন, তিনি একজন প্রতিভাবান গায়িকাও। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই গিটার নিয়ে গান গাওয়ার ভিডিও শেয়ার করেন তিনি।

রাষ্ট্রসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অপারেশন ‘সিন্দুরে জয়’ এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে মিথ্যা দাবি করার জবাবে পেতাল গেহলট বলেন, “আজকের সমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একটি  হাস্যকর নাটক দেখা গেছে। তিনি আবারও তার বিদেশ নীতির কেন্দ্রে সন্ত্রাসবাদকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন। তবে কোনো নাটক বা মিথ্যা তথ্য সত্য গোপন করতে পারে না।”

আরও পড়ুন-নবরাত্রিতে আরও চড়ল সোনার দর! আজ কতটা দামি হলুদ ধাতু?

তিনি আরও বলেন, “এটাই সেই পাকিস্তান যা ২৫শে এপ্রিল পহেলগাঁওয়ে নৃশংস  গণহত্যার দায় থেকে পাকিস্তান-সমর্থিত  সন্ত্রাসী সংগঠন রেজিস্ট্যান্স ফ্রন্টকে রক্ষা করেছে। সন্ত্রাসবাদের ইন্ধনে তৈরি এই দেশটি এক দশক ধরে ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছিল। এবারও একই ভণ্ডামি অব্যাহত রয়েছে, তবে এবার প্রধানমন্ত্রীর স্তরে ।কোনো নাটক বা মিথ্যা তথ্য সত্যকে আড়াল করতে পারে না।”

তাঁর স্পষ্টভাষী বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে  ভারতের অবস্থানকে শক্তিশালী করেছে এবং পাকিস্তানের মিথ্যা দাবি উন্মোচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করেছে।

আরও পড়ুন- মর্মান্তিক! দুর্গা ঠাকুর আনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনায় পরপর মৃত্যু! আর্তনাদ, হাসপাতালে হাহাকার

pakistan India