New rule for deep sea fishing:এবার থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে সঙ্গে নিয়ে যেতেই হবে সচিত্র আসল পরিচয় পত্র, মৎস্যজীবীদের জন্য এই বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য মৎস্য দপ্তরের তরফে।
গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে সঙ্গে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয় পত্র। এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে সব মৎস্যজীবীদের সেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বহু মৎস্যজীবী এখনও সেই নির্দেশ মেনে চলছেন না। যে কারণে প্রায়শই মাঝসমুদ্রে গিয়ে একদিকে যেমন সমস্যায় পড়তে হচ্ছে মৎস্যজীবীদের তেমনই সমস্যায় পড়েছেন উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরাও।
বিশেষত আন্তর্জাতিক জলসীমানার কাছাকাছি ট্রলারগুলিতে থাকা মৎস্যজীবীদের পরিচিয় জানার ক্ষেত্রে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, বহু ভারতীয় ট্রলারের চার থেকে পাঁচজন মৎস্যজীবীর কাছে কোনও পরিচয় পত্র থাকছে না। এক্ষেত্রে তাঁদের পরিচয় জানার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে উপকূল রক্ষী বাহিনীকে।
আরও পড়ুন- Deoghar Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ, শোকস্তব্ধ শ্রাবণী মেলা
উপকূল রক্ষী বাহিনীর তরফেই এই সমস্যাটি নিয়ে মৎস্য দপ্তরকে জানানো হয়েছিল। এরপরই মৎস্য দপ্তর উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে মৎস্যজীবী সংগঠনের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করে।
আরও পড়ুন- Digha :ঝুলন উৎসবে জমজমাট দিঘা! সৈকতনগরীতে উপচে পড়া ভিড়
সহ-মৎস্য অধিকর্তা ডায়মন্ড হারবার (সামুদ্রিক) সুরজিৎ বাগ বলেন, "বেশ কয়েকটি বিষয় নিয়ে মৎস্যজীবী সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। এছাড়াও এই বিষয়গুলি নিয়ে প্রতিটি মৎস্য বন্দরে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং করা হবে।"