fishermen:এবার থেকে মৎস্যজীবীরা সমুদ্রে গেলে সঙ্গে রাখতেই হবে বিশেষ এই জিনিসটি

New rule for deep sea fishing: এবার থেকে গভীর সমুদ্রে গেলে মৎস্যজীবীদের সঙ্গে এই জিনসটি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

New rule for deep sea fishing: এবার থেকে গভীর সমুদ্রে গেলে মৎস্যজীবীদের সঙ্গে এই জিনসটি রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

author-image
Mina Mondal
New Update
Photo ID mandatory for fishermen,  Deep sea fishing ID rule,  Fishermen identification card rule,  New rule for deep sea fishing,  Fishermen must carry photo ID  ,ID card compulsory for fishermen  ,Fisheries department guidelines,  Deep sea fishing safety rules,  West Bengal fishing regulations  ,Fishermen ID verification policy  ,মৎস্যজীবীদের সচিত্র পরিচয়পত্র  ,গভীর সমুদ্রে মাছ ধরায় নতুন নিয়ম,  পরিচয়পত্র বাধ্যতামূলক মৎস্যজীবীদের , গভীর সমুদ্রে পরিচয়পত্র নিয়ে নির্দেশিকা,  মৎস্যজীবীদের পরিচয়পত্র নিয়ম  ,সমুদ্রে নিরাপত্তা বিধি  মৎস্য দফতরের নির্দেশিকা,  গভীর সমুদ্রে মাছ ধরা বিধিনিষেধ  ,সচিত্র আইডি বাধ্যতামূলক , পশ্চিমবঙ্গে মৎস্যজীবীদের জন্য নতুন নিয়ম

fishing regulations: গভীর সুমদ্রে যাওয়া মৎস্যজীবীদের জন্য বাধ্যতামূলক নিয়ম।

New rule for deep sea fishing:এবার থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে সঙ্গে নিয়ে যেতেই হবে সচিত্র আসল পরিচয় পত্র, মৎস্যজীবীদের জন্য এই বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য মৎস্য দপ্তরের তরফে। 

Advertisment

গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে সঙ্গে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয় পত্র। এবার মাছ ধরার মরশুম শুরু হওয়ার আগেই প্রশাসনের পক্ষ থেকে সব মৎস্যজীবীদের সেই নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু বহু মৎস্যজীবী এখনও সেই নির্দেশ মেনে চলছেন না। যে কারণে প্রায়শই মাঝসমুদ্রে গিয়ে একদিকে যেমন সমস্যায় পড়তে হচ্ছে মৎস্যজীবীদের তেমনই সমস্যায় পড়েছেন উপকূলরক্ষী বাহিনীর জওয়ানরাও। 

বিশেষত আন্তর্জাতিক জলসীমানার কাছাকাছি ট্রলারগুলিতে থাকা মৎস্যজীবীদের পরিচিয় জানার ক্ষেত্রে তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে, বহু ভারতীয় ট্রলারের চার থেকে পাঁচজন মৎস্যজীবীর কাছে কোনও পরিচয় পত্র থাকছে না। এক্ষেত্রে তাঁদের পরিচয় জানার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে উপকূল রক্ষী বাহিনীকে।

Advertisment

আরও পড়ুন- Deoghar Road Accident: ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুমিছিলে হাহাকার, হাসপাতালে বুক ফাটা আর্তনাদ, শোকস্তব্ধ শ্রাবণী মেলা

উপকূল রক্ষী বাহিনীর তরফেই এই সমস্যাটি নিয়ে মৎস্য দপ্তরকে জানানো হয়েছিল। এরপরই  মৎস্য দপ্তর উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে মৎস্যজীবী সংগঠনের সদস্যদের নিয়ে বিশেষ বৈঠক করে।

আরও পড়ুন- Digha :ঝুলন উৎসবে জমজমাট দিঘা! সৈকতনগরীতে উপচে পড়া ভিড়

সহ-মৎস্য অধিকর্তা ডায়মন্ড হারবার (সামুদ্রিক) সুরজিৎ বাগ বলেন, "বেশ কয়েকটি বিষয় নিয়ে মৎস্যজীবী সংগঠনগুলিকে সতর্ক করা হয়েছে। এছাড়াও এই বিষয়গুলি নিয়ে প্রতিটি মৎস্য বন্দরে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং করা হবে।"

Fishermen Bay of Bengal