Digha :ঝুলন উৎসবে জমজমাট দিঘা! সৈকতনগরীতে উপচে পড়া ভিড়

Jhulan festival in Digha: রাজ্যের সৈকতনগরী দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের পর এই প্রথম ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছে। গত রবিবার থেকে শুরু হয়েছে উৎসব।

Jhulan festival in Digha: রাজ্যের সৈকতনগরী দিঘায় জগন্নাথ ধামের উদ্বোধনের পর এই প্রথম ঝুলন উৎসবের আয়োজন করা হয়েছে। গত রবিবার থেকে শুরু হয়েছে উৎসব।

author-image
Debanjana Maity
New Update
Jhulan Utsav 2025  ,Jhulan festival in Digha  ,Heavy crowd in Digha  ,Tourist rush in Digha,  Religious festival Digha,  Festival crowd at Digha beach  ,Digha tourism Jhulan , Digha celebrations 2025  ,Devotees gather Digha  ,Jhulan festival crowd Bengal,ঝুলন উৎসব ২০২৫  ,দিঘায় ঝুলন উৎসব,  দিঘায় উপচে পড়া ভিড়,  দিঘায় পর্যটকদের ভিড়,  ঝুলন উৎসব উপলক্ষে ভিড়,  দিঘা উৎসব পরিবেশ,  দিঘায় ধর্মীয় উৎসব,  ঝুলনে পর্যটন দিঘা  ,দিঘার সমুদ্রতটে ভিড়,  ঝুলন যাত্রা ২০২৫

Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ ধাম।

Devotees gather Digha:প্রাকৃতিক দুর্যোগকে ফুৎকারে উড়িয়ে দিঘার জগন্নাথ ধামে ঝুলন উৎসবে জমাটি ভিড়। রাধা-মদনমোহনের দোলনার রশি ধরে দোল খাওয়াচ্ছেন আগত ভক্তরা। সমুদ্র পাড়ে রাধা-কৃষ্ণের এই প্রেমলীলার সাক্ষী থাকতে রোজ কাতারে কাতারে মানুষ ভিড় জমাচ্ছেন জগন্নাথ ধামে। ঝুলনকে কেন্দ্র করে রাজ্যের সৈকত নগরী দিঘা জুড়ে রীতিমতো উৎসবের মেজাজ। পর্যটকরা তো বটেই ফি দিন ধর্মপ্রাণ ভক্তদের ভিড়েও উপচে পড়ছে দিঘার আনাচকানাচ।

Advertisment

দিঘা জগন্নাথ ধাম সূত্রে খবর, রবিবার হরিৎ তৃতীয়া তিথি থেকে জগন্নাথ ধামে শুরু হয়েছে এই ঝুলন উৎসব। চলবে ১ অগাস্ট পর্যন্ত। রোজ বিকেল চারটে থেকে রাধা-মদনমোহনের মূর্তি মন্দিরের দোলনার সামনে নিয়ে এসে পালিত হচ্ছে ঝুলন উৎসব। গাছগাছালি ও ফুলে সজ্জিত দোলনায় রাধাকৃষ্ণের ঝুলন যেন তৈরি করেছে এক অপরূপ প্রেমের বন্ধনের। এটি মূলত গৌড়ীয় বৈষ্ণবদের প্রিয় অনুষ্ঠান। মথুরা, বৃন্দাবন, মায়াপুরের মতো স্থানগুলিতে ঘটা করে এই ঝুলনযাত্রা অনুষ্ঠিত হয়।

ঝুলন উৎসবে মূলত ভগবান কৃষ্ণের যৌবনকালে বৃন্দাবনের খেলাগুলির উদযাপন করা হয়। যেখানে বিশ্বাস করা হত যে তিনি রাধা এবং গোপিনীদের
সঙ্গে দোলনায় খেলায় মেতে উঠতেন। সেইমতো সুন্দরভাবে সজ্জিত দোলনা তৈরি করে দিঘায় চলছে এই ঝুলন উৎসব। সঙ্গে রোজই খোল-করতাল সহযোগে নামগান। ইসকনের তরফে দিঘার জগন্নাথধামে কয়েকজন সন্ন্যাসী দ্বারা চলছে এই উৎসব। মন্দিরের মধ্যেই তৈরি হয়েছে দোলনা।

Advertisment

আরও পড়ুন- West Bengal live news Live Updates: সংসদের বাদল অধিবেশনের অষ্টম দিনে, অপারেশন সিঁদুর রাজ্যসভা উত্তাল হওয়ার সম্ভাবনা

সামনে ভক্তিমূলক স্তোত্র পাঠ করছেন ইসকনের সন্ন্যাসীরা। এছাড়াও তাঁদের উদ্দেশে নৈবেদ্য অর্পণ করে চলছে বিশেষ আরতি। ঝুলন উৎসব উপলক্ষে রোজ সন্ধ্যায় রীতিমতো লাইন দিয়ে মানুষ ঢুকছেন মন্দির চত্বরে। সন্ধ্যায় জগন্নাথের আরতির পাশাপাশি মন্দিরের মধ্যেই চলছে ঝুলন উৎসব। সেই কারণে রোজ রাধা মদনমোহনের মুর্তি গর্ভগৃহ থেকে বের করে ঝুলন বেদির কাছে এনে পালন করা হচ্ছে ঝুলন উৎসব। এর সঙ্গে ভগবানের নামগানে তৈরি হয়েছে অপরূপ আধ্যাত্মিক পরিবেশ। 

আরও পড়ুন- Kalyan Banerjee: পাক অধিকৃত কাশ্মীরকে 'আজাদ কাশ্মীর' বলে উল্লেখ কল্যাণের, সমালোচনায় সরব BJP

দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস জানান, প্রায় দু'সপ্তাহ ধরে চলবে ঝুলন উৎসব। প্রথম দিন থেকেই বহু মানুষ ঝুলন উৎসব দেখতে আসছেন। সুন্দর সুসজ্জিত দোলনা তৈরি করা হয়েছে। রোজই ভগবানের ঝুলন উৎসব পালিত হচ্ছে।
রাজ্যের অন্যতম পর্যটনকেন্দ্র দিঘায় এতোদিন মানুষ আসতেন সমুদ্রের অপরূপ পরিবেশে আনন্দ উপভোগ করতে। এখন সেই দিঘায় জগন্নাথ ধাম গড়ে ওঠায় ধামে ধর্মীয় আচার অনুষ্ঠান গুলি পালিত হওয়ায় মানুষ আসছেন দিঘায়।ফলে জমজমাট হয়ে উঠেছে দিঘা।

আরও পড়ুন- Sayani Ghosh:'দিদি বাংলাদেশিদের ঢোকাচ্ছেন বলে অভিযোগ তোলেন, বর্ডার দিয়ে জঙ্গি ঢোকাচ্ছেন কেন?' কেন্দ্রকে তোপ সায়নীর

Digha Bengali News Today Digha Jagannath Temple