Global South Leadership India: ৮ দিনে ৫টি দেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জেনে নিন কীভাবে ভারত 'গ্লোবাল সাউথ'-এর কণ্ঠস্বর হয়ে উঠছে?

Global South Leadership India: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ দিনের মধ্যে ৫টি দেশ সফর করছেন। বর্তমানে, প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনা সফরে রয়েছেন। ১১ বছরের মধ্যে দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী মোদী এত দীর্ঘ বিদেশ সফরে গেছেন।

Global South Leadership India: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ দিনের মধ্যে ৫টি দেশ সফর করছেন। বর্তমানে, প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনা সফরে রয়েছেন। ১১ বছরের মধ্যে দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী মোদী এত দীর্ঘ বিদেশ সফরে গেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
PM Modi 5 country visit, Global South diplomacy India, Modi Argentina visit, Modi Brazil BRICS Summit, India Namibia relations, Modi Ghana speech, Modi Trinidad Indian diaspora, BRICS India Brazil 2025, India Latin America strategy, Modi foreign policy 2025

ভারত 'গ্লোবাল সাউথ'-এর কণ্ঠস্বর হয়ে উঠছে

Global South Leadership India: দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৮ দিনের মধ্যে ৫টি দেশ সফর করছেন। বর্তমানে, প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনা সফরে রয়েছেন।  ১১ বছরের মধ্যে দ্বিতীয়বারের মত প্রধানমন্ত্রী মোদী এত দীর্ঘ বিদেশ সফরে গেছেন।

Advertisment

১১ বছরের শাসনকালে দ্বিতীয়বারের মত দীর্ঘ বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে, ২০১৫ সালে, ৬ জুলাই থেকে ১৩ জুলাইয়ের মধ্যে, প্রধানমন্ত্রী রাশিয়া এবং মধ্য এশিয়ার পাঁচটি দেশ সফর করেছিলেন। এর পরে, এটিই প্রধানমন্ত্রীর দীর্ঘতম বিদেশ সফর। এই সফরে, প্রধানমন্ত্রী গ্লোবাল সাউথ, অর্থাৎ আফ্রিকা, ল্যাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলিতে সফর করছেন। এর আওতায়, প্রধানমন্ত্রী পশ্চিম আফ্রিকার দেশ ঘানা, ক্যারিবিয়ান দেশ ত্রিনিদাদ ও টোবাগো, ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা এবং ব্রাজিল, পাশাপাশি আফ্রিকান দেশ নামিবিয়া সফর করবেন।

বিরাট কাণ্ডে হুলস্থূল! অমরনাথ যাত্রার পথে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে তীর্থযাত্রীরা

ঘানায় প্রধানমন্ত্রী 

Advertisment

পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থ, বিশেষ করে লিথিয়ামের মজুদ রয়েছে। প্রায় ৩০ বছর পর এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২-৩ জুলাই ঘানা সফরে করেন। তিনি ঘানার সংসদের যৌথ অধিবেশনেও ভাষণ দেন এবং পাশাপাশি মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মানে সম্মানিত করেন ঘানার প্রেসিডেন্ট।

ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ৩ -৪ জুলাই ত্রিনিদাদ-টোবাগো সফর করেন। সেখানকার মোট জনসংখ্যার ৪০ থেকে ৪৫ শতাংশ ভারতীয় বংশোদ্ভূত। সেখানকার ক্ষমতাও ভারতীয় বংশোদ্ভূত নেতাদের হাতে। ১৮৪৫ থেকে ১৯১৭ সালের মধ্যে, প্রায় ১ লক্ষ ১৭ হাজার ভারতীয়কে ব্রিটিশরা শ্রমিক হিসেবে কাজ করার জন্য সেখানে নিয়ে গিয়েছিল। আজ, ভারতীয় বংশোদ্ভূত মানুষ এখানকার প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভারতীয়রা এখন ত্রিনিদাদ টোবাগোর সামাজিক সংস্কৃতির পরিচয় হয়ে উঠেছে। এই দেশগুলির সাথে আমাদের সম্পর্ক জোরদার করা কূটনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এর আগেও মোদী ক্যারিবিয়ান দেশগুলি সফর করেছেন।

প্রধানমন্ত্রী মোদী আর্জেন্টিনা সফর করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৪ থেকে ৫ জুলাই আর্জেন্টিনা সফর করবেন। ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনার সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ভারতীয় বংশোদ্ভূত সিন্ধি এবং পাঞ্জাবিরা সেখানে বসবাস করছেন। মোদীর আর্জেন্টিনা সফরের মূল উদ্দেশ্য হলো কৌশলগত, অর্থনৈতিক অংশীদারিত্ব, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তির ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। এই দেশেই রয়েছে লিথিয়ামের ভান্ডার। ১৯৬৮ সালের পর এটিই কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর আর্জেন্টিনা সফর। এর আগে, ১৯৬৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর্জেন্টিনা সফর করেছিলেন।

প্রধানমন্ত্রী মোদীর ব্রাজিল সফর 

প্রধানমন্ত্রী ৫ থেকে ৭ জুলাই ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে থাকবেন। এই সফরের দ্বিতীয় অংশ ৭ থেকে ৮ জুলাই ব্রাজিলের ব্রাসিলিয়ায় থাকবে। এবার ব্রাজিল ব্রিকস শীর্ষ সম্মেলনের সভাপতিত্ব করছে এবং পরের বছর ভারত ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের সুযোগ পাবে। ব্রিকসে অংশগ্রহণের পাশাপাশি, মোদী ব্রাজিলে ব্যক্তিগত সফরও করবেন। আপনাকে জানিয়ে রাখি যে ভারতের পর ব্রাজিল জি-২০ এর সভাপতিত্ব পেয়েছে।

দিন দুয়েকের ছুটিতেই 'স্বপ্নের সফর'! বর্ষায় পাড়ি জমান কলকাতার কাছের অভূতপূর্ব এই প্রান্তে

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত জি-২০ শীর্ষ সম্মেলনে ব্রাজিল অংশগ্রহণ করে এবং মোদী গত বছরের নভেম্বরে জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নেন। তবে, ২০২৩ সাল থেকে, প্রধানমন্ত্রী মোদী এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা ২ বছরে চারবার দেখা করেছেন। ২০২৪ থেকে ২৫ সালের মধ্যে দুই দেশের মধ্যে ১২.২০ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য হয়েছিল। আপনাকে জানিয়ে রাখি যে ভারত ও ব্রাজিলের মধ্যে সম্পর্ক ৭৭ বছরের পুরনো। প্রতিরক্ষা, শক্তি, মহাকাশ, জৈব জ্বালানি, তেল ও গ্যাস, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ, পশুপালন, স্বাস্থ্য ও আয়ুর্বেদ, প্রযুক্তিগত, সহযোগিতা, সাংস্কৃতিক বিনিময় অত্যন্ত গভীর ও বিস্তৃত। এই বছর ভারত ব্রাজিলের বেদান্তাচার্য জোনাস মাসেত্তিকেও পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে।

প্রধানমন্ত্রী মোদী ৯ জুলাই নামিবিয়া সফর করবেন

৯ জুলাই প্রধানমন্ত্রী আফ্রিকান দেশ নামিবিয়া সফর করবেন। ১৯৯৮ সালে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী দক্ষিণ আফ্রিকার দেশ নামিবিয়া সফর করেছিলেন, তার পর থেকে কোনও ভারতীয় প্রধানমন্ত্রী নামিবিয়া সফর করেননি। ২৭ বছর পর এটিই হবে কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর নামিবিয়া সফর। ২০২২ সালের সেপ্টেম্বরে ভারতে নামিবিয়া নিয়ে অনেক আলোচনা হয়েছিল, কারণ তখন নামিবিয়া থেকে ৮টি চিতা ভারতে আনা হয়েছিল, যেগুলো কুনো জাতীয় উদ্যানে আনা হয়েছিল এবং রাখা হয়েছিল। উভয় দেশেরই বন্যপ্রাণী সংরক্ষণে অংশগ্রহণ রয়েছে। এর পাশাপাশি নামিবিয়ায় গুরুত্বপূর্ণ খনিজ পদার্থের মজুদ রয়েছে।  ভারত নামিবিয়াকে নানাভাবে সাহায্য করছে। পাশাপাশি ভারত নামিবিয়াকে ডিজিটাল প্রশিক্ষণও প্রদান করবে। 

এই গাছগুলি লাগানোর সাথে সাথেই 'বাস্তু দোষ' উধাও, টাকার বৃষ্টি আছড়ে পড়বে আপনার উপর!

modi