/indian-express-bangla/media/media_files/2025/08/22/pm-modi-in-kolakta-attacks-tmc-2025-08-22-19-15-41.jpg)
'দুর্নীতিতে রেয়াত নয়'- বড় বার্তা মোদীর
PM Modi in kolkata: পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন। তার আগে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে, সেই সঙ্গে রাজ্যের মানুষের জন্য পুজোর আগে উপহারের ডালি সাজিয়ে বঙ্গ সফরে প্রধানমন্ত্রী মোদী। এদিন কলকাতা মেট্রোর তিন সম্প্রসারিত রুটের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী। এরপরই মেগা 'রোড শো'তে অংশ নেন তিনি। দমদমে প্রশাসনিক সভা থেকে রাজ্যের জন্য ৫২০০ কোটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে পরিবর্তন সংকল্প যাত্রা কর্মসূচীত থেকে একাধিক ইস্যুতে তৃণমূলকে নিশানা করেন প্রধানমন্ত্রী। সাড়ে তিন মাসে এটা মোদীর তৃতীয় বঙ্গ সফর।
বাংলা ভাষা ও বাঙালি বিদ্বেষ ইস্যুতে যখন বিজেপিকে কোনঠাসা করতে মরিয়া তৃণমূল তখন ভাষণের শুরুতেই বাংলায় মোদীর মুখে ফের 'জয় মা কালী'। এদিনের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘বিজেপি সরকার বাংলা ভাষা আর বাংলা সংস্কৃতিকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করছে। আমরাই বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছি।" ভিনরাজ্যে বাঙালি বিদ্বেষ ইস্যুতে মমতার অভিযোগকে কার্যত খারিজ করে দুর্নীতি ও অনুপ্রবেশ ইস্যুতে মমতা সরকারকে কোনঠাসা করেন প্রধানমন্ত্রী।
'বাংলার উন্নয়ন না হলে ভারতের উন্নয়ন সম্ভব নয়'। 'বাংলার উদয়েই বিকশিত ভারতের জয়', বলে এদিনের ভাষণে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি মোদী বলেন, "গত ১১ বছরে কেন্দ্রের বিজেপি সরকার বাংলার উন্নতিতে লাগাতার চেষ্টা চালাচ্ছে। বাংলার জাতীয় সড়ক নির্মাণে যত টাকা কংগ্রেস দিয়েছে তার চেয়ে তিনগুণ বেশি টাকা বিজেপি সরকার দিয়েছে। রেলের ক্ষেত্রে বাংলার বাজেট আগের তুলনায় তিনগুণ বেড়েছে"।
আরও পড়ুন- আরও ২২ কিলোমিটার মেট্রো সম্প্রসারণ! মোদীর সভা থেকে মিলল বিরাট প্রতিশ্রুতি
তৃণমূল সরকারকে নিশানা করে প্রধানমন্ত্রী এদিন তাঁর ভাষণে বলেন, "বাংলার উন্নতিতে বাধা তৃণমূল। বাংলার জন্য যে টাকা রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে তার বেশিরভাগ লুট করছে তৃণমূল। ওই টাকা টিএমসি তাদের ক্যাডারদের জন্য খরচ করছে"। অসম, ত্রিপুরারর কথা উল্লেখ করে মোদী বলেন, সেই সকল রাজ্যের হালও আগে বাংলার মতই ছিল যখন থেকে সেখানে বিজেপি সরকার এসেছে 'গবীর কল্যাণ যোজনার সুফল' পাচ্ছে রাজ্যের মানুষ"।
বাংলায় বিজেপি সরকার গঠনেই প্রকৃত উন্নয়ন, ভাষণে এমনই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, "স্বাধীনতার পর থেকে বাংলার মানুষ কংগ্রেস,বামের রাজত্ব দেখেছে। ১৫ বছর আগে মা-মাটি-মানুষকে ভরসা করেছিল বাংলার মানুষ। তাতে করে বাংলার হাল আগের থেকেও খারাপ হয়েছে। চাকরি নেই, মহিলাদের উপর অত্যাচারে বাংলা এখন এগিয়ে। 'টিএমসি যাবে তবেই আসবে আসল পরিবর্তন"।
আরও পড়ুন- অপেক্ষার অবসান! সৃষ্টি হল নয়া ইতিহাসের, মোদীর হাত ধরেই কলকাতার তিন মেট্রো রুটের শুভ সূচনা
বাঙালি অস্মিতায় শান দিয়ে বাংলা ও বাঙালির মন পেতে মরিয়া মোদী এদিনের ভাষণে বাংলাতেও বেশ কিছু 'স্লোগান' দেন। মোদী এদিন বাংলা ভাষায় বলেন, টিএমসিকে সরাও বাংলাকে বাঁচাও। বাচতে চাই, বিজেপি তাই"। পাশাপাশি এদিন অনুপ্রবেশ, তুষ্টিকরণের রাজনীতি ও দূর্নীতি ইস্যুতে তৃণমূল সরকারকে কড়া নিশানা করেন মোদী।