বাঙালি আস্মিতায় শান, আবেগ ছুঁয়ে ভোট বৈতরণী পারের মরিয়া চেষ্টা মোদীর

আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। দিল্লির চিত্তরঞ্জন পার্কে মূলত বাঙালি সম্প্রদায়ের বাস। সম্প্রতি, দিল্লির চিত্তরঞ্জন পার্ক যথেষ্ট বিতর্কে জড়িয়ে পড়ে।

আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। দিল্লির চিত্তরঞ্জন পার্কে মূলত বাঙালি সম্প্রদায়ের বাস। সম্প্রতি, দিল্লির চিত্তরঞ্জন পার্ক যথেষ্ট বিতর্কে জড়িয়ে পড়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

বাঙালি আস্মিতায় শান, আবেগ ছুঁয়ে ভোট বৈতরণী পারের মরিয়া চেষ্টা মোদীর

দক্ষিণ দিল্লির চিত্তরঞ্জন পার্কে (সিআর পার্ক) মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, দুর্গাষ্টমীর শুভ তিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্গাপূজোর মন্ডপ পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী মোদী দেবী দুর্গার কাছে প্রার্থনা করেন এবং সিআর পার্কের প্রাচীন কালী মন্দিরে আরতিও করেন। পাশাপাশি অংশ নেন সাংস্কৃতিক অনুষ্ঠানেও। প্রতি বছর এখানে দুর্গাপূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাজধানীর পাশাপাশি দেশের অন্যান্য অংশের দর্শনার্থীদের মুগ্ধ করে। এদিনের অনুষ্ঠানে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও উপস্থিত ছিলেন।

Advertisment

আরও পড়ুন-হুড়মুড়িয়ে ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল, মৃত্যুমিছিল, উৎসবের আনন্দ পরিণত হল বিষাদে

এরপর প্রধানমন্ত্রী মোদী এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন,  "মহাঅষ্টমীর শুভক্ষণ উপলক্ষে আমি দুর্গাপূজা উদযাপনে অংশগ্রহণ করেছি। চিত্তরঞ্জন পার্ক বাঙালি সংস্কৃতির সঙ্গে দৃঢ় সংযোগের জন্য পরিচিত। এই উদযাপন আমাদের সমাজের ঐক্য এবং সাংস্কৃতিক প্রাণবন্ততার চেতনাকে প্রতিফলিত করে। সকলের সুখ ও মঙ্গলের জন্য প্রার্থনা করেছি।"

Advertisment

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আগামী বছরে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। দিল্লির চিত্তরঞ্জন পার্কে মূলত বাঙালি সম্প্রদায়ের বাস। সম্প্রতি,  দিল্লির  চিত্তরঞ্জন পার্ক যথেষ্ট বিতর্কে জড়িয়ে পড়ে। বিরোধী নেতারা, বিশেষ করে বাংলার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন পার্ক এবং অন্যান্য এলাকার বাংলাভাষীদের  উপর বাংলাদেশি সন্দেহে অত্যাচারের অভিযোগ তুলে বিজেপিকে তীব্র নিশানা করেছেন। শুরু করেছেন 'ভাষা আন্দোলন'। বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে গর্জে উঠেছেন তৃণমূল কংগ্রেস। একদিকে যখন বাঙালি হেনস্থা ইস্যুকে  নির্বাচনী হাতিয়ার হিসাবে কাজে লাগাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো, তখন বাঙালি আবেগে শান দিয়ে ভোট বৈতরণী পেরনোর মরিয়া চেষ্টা গেরুয়া শিবিরের। 

আরও পড়ুন- মহানবমীতে LPG সিলিন্ডারের দাম আরও বাড়ল, জানুন আপনার শহরের সর্বশেষ মূল্য

Durgapuja delhi modi